করো'নাকে হারাতে যাচ্ছে পাঁচ দেশ
তাইওয়ান : করো'না জয়ের পথে সবচেয়ে এগিয়ে আছে উৎসভূমি চীনের সান্নিধ্যে থাকা তাইওয়ান। দুই কোটি ৪০ লাখ মানুষের দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁ'কিপূর্ণ স্থান হিসেবে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কারণ দেশটির সাড়ে আট লাখ মানুষ চীনের মূল ভূখণ্ডে কাজ করেন। তবে দেশটির ঝুঁ'কি এখন শূন্যের কোঠায়।
১০ দিনের বেশি হতে চলল, তাইওয়ানে নতুন করে কেউ করো'নাভাই'রাস সংক্রমণে আ'ক্রান্ত হয়নি। করো'না মহামা'রিতে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, তখন ভাই'রাসটি প্রতিরোধে তাইওয়ান অন্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে। দ্বীপরাষ্ট্র তাইওয়ান গত জানুয়ারি থেকে করো'না পরীক্ষা করে আসছে। সামান্য লক্ষণ ও ভ্রমণ ইতিহাস থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরীক্ষা করা হতো। সে সময় তাদের পার্শ্ববর্তী দেশ চীনে মৃ'ত্যুর মিছিল চলছিল। বৈশ্বিক জ'রিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তাইওয়ানে ৪২৯ জন আ'ক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৩৮ জনই বিদেশফেরত। আর মা'রা গেছেন ছয়জন। সুস্থ হয়ে ফিরেছেন ২৮১ জন।
দেশটির এই সফলতার পেছনে রয়েছে—ভ্রমণ নিষেধাজ্ঞা, ব্যাপক হারে পরীক্ষা, রোগীর সংস্প'র্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও কঠোর কোয়ারেন্টিন দৃঢ়তার সঙ্গে কার্যকর করা।
২) অস্ট্রেলিয়া
করো'না জয়ের পথে এগিয়ে যাওয়া আরেক দেশ অস্ট্রেলিয়া। দেশটিতে এরই মধ্যে করো'নায় আ'ক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। শনিবার দেশটিতে নতুন করে মাত্র আটজন এই প্রা'ণঘাতী ভাই'রাসে আ'ক্রান্ত হয়েছে। যা দেশটির জন্য কিছুটা স্বস্তির। প্রথম দিকে দেশটিতে করো'নায় আ'ক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের কারণে করো'নাযু'দ্ধে জয়ের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির পাঁচটি রাজ্য ও অঞ্চলে নতুন করে কেউ করো'নায় আ'ক্রান্ত হয়নি। অ'পর দিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে মাত্র একজন করো'নায় আ'ক্রান্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও নতুন করে কেউ করো'নায় আ'ক্রান্ত হয়নি। এমনকি সেখানকার ৯০ শতাংশ রোগী এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে। এ ছাড়া দেশজুড়ে ব্যাপক হারে করো'নার টেস্ট করা হয়েছে। ফলে প্রথম থেকেই আ'ক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ছয় হাজার ৭১১ জন করো'নায় আ'ক্রান্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৫৩৯ জনই সুস্থ হয়ে উঠেছে। অ'পর দিকে মা'রা গেছেন ৮৩ জন।
প্রথম থেকেই কড়াকড়ি পদক্ষেপের কারণে অস্ট্রেলিয়া করো'না বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। শুরু থেকেই বিদেশফেরত নাগরিকদের ১৪ দিনের আইসোলেশন বাধ্যতামূলক করা হয়। এমনকি আইসোলেশন নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিয়েছে পু'লিশ। একই সঙ্গে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়। প্রথম থেকেই চীনফেরতদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৩) জার্মানি
ইউরোপের দেশ জার্মানিতে বিপুলসংখ্যক মানুষ করো'নায় আ'ক্রান্ত হলেও সরকারের কঠোর পদক্ষেপ ও উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে শুরু থেকেই মৃ'ত্যুর হারে লাগাম পরিয়ে রাখতে পেরেছিল অ্যাঙ্গেলা মা'র্কেলের দেশ। টানা কঠোর লকডাউন ও উন্নত চিকিৎসা ব্যবস্থার সুফল অবশেষে পেতে শুরু করেছে দেশটি। বর্তমানে করো'না জয়ের পথে জার্মানি। ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য মতে, দেশটিতে এখন পর্যন্ত মোট আ'ক্রান্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৫১৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন এক লাখ ৯ হাজার ৮০০ জন। ৪১ হাজারের মতো চিকিৎসাধীন রোগী সুস্থ হওয়ার পথে। মৃ'ত্যু হয়েছে পাঁচ হাজার ৮৭৭ জনের। মোট আ'ক্রান্তের তুলনায় এটা খুবই নগণ্য।
৪) দক্ষিণ আফ্রিকা
করো'নাভাই'রাস জয়ের খুব কাছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এরই মধ্যে লকডাউন শিথিল করা শুরু হয়েছে। কৃষি খাতকে আবারও উন্মুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে। ভাই'রাসের বিস্তার ঠেকাতে দেশটিতে প্রায় এক মাস ধরে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছিল। তারই সুফল পাচ্ছে দেশটি।
রবিবার পর্যন্ত দেশটিতে করো'নায় আ'ক্রান্ত হিসাবে চার হাজার ৩৬১ জনকে শনাক্ত করা হয়েছে। এই ভাই'রাসে আ'ক্রান্ত হওয়ার পর মা'রা গেছেন অন্তত ৭৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন অন্তত এক হাজার ৪৭৩ জন করো'না রোগী।
৫) দক্ষিণ কোরিয়া
করো'না নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিশ্বের অনেক উন্নত দেশ। সে ক্ষেত্রে করো'না নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। এক অঙ্কে নেমে এসেছে দেশটির করো'নায় আ'ক্রান্তের সংখ্যা। রবিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করে করো'নায় আ'ক্রান্ত হয়েছেন মাত্র ১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আ'ক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭২ জন। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৭১৭ জন এবং সুস্থ হওয়ার পথে এক হাজার ৭৬৯ জন।
শুরুতে বড় আকারে ছড়িয়ে পড়ার পর কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া ব্যাপকভাবে পরীক্ষা শুরু করে। উপসর্গ না থাকলেও অন্যকে সংক্রমিত করতে পারেন এমন লোকদের পরীক্ষা করা, নিশ্চিত রোগীদের বিচ্ছিন্ন করে রাখা এবং তাঁদের সংস্প'র্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার মতো ব্যাপক কর্মসূচি নিয়েছিল দেশটি। বেশি বিপর্যয় সৃষ্টির আগেই নভেল করো'নাভাই'রাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার নেওয়া কার্যকর পদক্ষেপ খুবই প্রশংসিত হয়।
- ব্রেকিং নিউজ : ঢাকার অবস্থা ভ*য়া*ব*হ খারাপ
- শেষ হলো বোর্ড মিটিং , চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- মৃ*ত্য উপদেষ্টা হাসান আরিফের জায়গায়, নতুন উপদেষ্টা হয়ে আসছেন যিনি
- সচিবালয়ে আ গু ন : সিসি ক্যামেরার ফুটেজে বেরিয়ে এলো যে তথ্য
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ IPL দল না পাওয়ার কারন জানালেন ক্রিস গেইল
- বাদ লিটন : একাধিক চমকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- এইমাত্র পাওয়া : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- এইমাত্র পাওয়া : গ্রে*ফ*তা*র সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের...
- এইমাত্র পাওয়া : নি*হত ৮৫৮ জন, আ*হত ১১ হাজার ৫৫১ জন
- ব্রেকিং নিউজ : ব্যাপক সং*ঘ*র্ষ, নি*হ*ত ৩৩, যে কা*রা*গার থেকে পালালো ১৫০০ আসামি
- এইমাত্র পাওয়া : বাদ লিটন দাস চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- সরকারি চাকরিজীবীদের জন্য এইমাত্র দেয়া হলো জরুরি বার্তা
- আবেগঘন চিরকুট লিখে আ*ত্ম*হ*ত্যা করলেন মুক্তিযোদ্ধা,যা যা লিখা ছিলো চিঠিতে......
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াডে বড় চমক দুইটি
- থম*থমে পরিস্থিতি : বিএনপি-জামায়াতের ভ*য়া*ব*হ সং*ঘ*র্ষ, আ*হ*ত ১০,সে*না*বা*হি*নী......