সূর্যের আলোতে কয়েক মিনিটেই মারা যায় করোনা : গবেষণা

ওই গবেষণায় বলা হয়েছে যে, সূর্যের অ’তি বেগুণী রশ্মির বিকিরণ করো’নাভাই’রাসের জেনেটিক উপাদানকে ক্ষতিগ্রস্ত করে এবং এতে এর বিস্তার বাধাপ্রাপ্ত হয়।
হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের উপদেষ্টা উইলিয়াম ব্রিয়ান হোয়াইট হাউস থেকে এক সংবাদ সম্মেলনে নতুন গবেষণা স’ম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, উচ্চ তাপমাত্রা ও আদ্রতা বৃদ্ধি করো’নাভাই’রাসের জন্য ক্ষতিকারক। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, গ্রীষ্মে হয়তো এই ভাই’রাসের বিস্তার কমতে শুরু করবে।
এর আগেও এক গবেষণায় বলা হয়েছে যে, আর্দ্রতা এবং তাপমাত্রা বাড়িয়ে করো’নার বিস্তার কমানো সম্ভব। এটা বিশ্বের যে কোনো স্থানের জন্যই প্রযোজ্য। তবে শুধুমাত্র আবহাওয়া পরিবর্তনের মাধ্যমেই এই ভাই’রাসের প্রকোপ একেবারে বন্ধ করা সম্ভব নয়।
সে সময় চীনের বেইহাং এবং সিনঘুয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, চীনের শতাধিক শহরে আবহাওয়া উষ্ণ এবং সেখানকার আদ্রতা বাড়তে থাকায় কোভিড-১৯য়ের প্রকোপ কমেছে।
এক গবেষক বলেন, উচ্চ তাপমাত্রা এবং আদ্রতায় দেখা গেছে, তাৎপর্যপূর্ণভাবে কোভিড-১৯য়ের প্রকোপ কমছে। গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ তাপমাত্রা, তাপ এবং আদ্রতা কেবলমাত্র ভাই’রাসের প্রকোপ কমাতে পারে। কিন্তু এটা ভাই’রাসের বিস্তার বন্ধ করতে পারে না।
চীনে যখন এই ভাই’রাসের প্রকোপ ছড়িয়ে পড়েছিল তখন সেখানকার তাপমাত্রা কম ছিল। চারদিকে ঠান্ডা আর কম তাপমাত্রার কারণে ভাই’রাসের প্রকোপ খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে।
হোয়াইট হাউস থেকে উইলিয়াম ব্রিয়ান বলেন, আম’রা এটা পর্যবেক্ষণ করেছি যে, সূর্যের আলোতে করো’নাভাই’রাসের মৃ’ত্যু ঘটে। এটা কোনো কিছুর উপরিভাগ বা বাতাসে থাকা অবস্থায় করো’নার মৃ’ত্যু ঘটাতে সক্ষম।
আম’রা আদ্রতা ও তাপমাত্রার ক্ষেত্রেও একই ঘটনা লক্ষ করেছি। যেখানে তাপমাত্রা ও আদ্রতা বেশি থাকে তার চেয়ে কম তাপমাত্রা ও আদ্রতাপূর্ণ এলাকায় ভাই’রাস সহ’জেই বিস্তার লাভ করতে পারে।
তবে বিজ্ঞানীরা বলছেন, করো’নায় আ’ক্রান্ত রোগীর ক্ষেত্রে এটা কোনো থেরাপি হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ সূর্যের বেগুণী রশ্মী কোনো রোগীর শরীরে ঢুকে ভাই’রাসকে মা’রতে সক্ষম নয়।
এদিকে, ইংল্যান্ডের ইউনিভা’র্সিটি অব রিডিংয়ের ভাইরোলজিস্ট বিভাগের অধ্যাপক ইয়ান জোনস বলেছেন, এটা বহু বছর ধরেই সবার জানা যে, সূর্যের অ’তি বেগুনী রশ্মি অনেক ভাই’রাসের জন্যই ক্ষতিকর। এটা আসলে একেবারে নতুন তথ্য নয়। তবে কোভিড-১৯ য়ের ক্ষেত্রে নিশ্চিতভাবে এই তথ্য জানতে পারাটা আমাদের জন্য কাজে লাগবে।
জোনস বলেন, এটাকে করো’নার ক্ষেত্রে চিকিৎসা হিসেবে গ্রহণ করা যাবে না। কারন সূর্যের অ’তি বেগুণী রশ্মি শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না। যু’ক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, যদি কোভিড-১৯ য়ের বিস্তার গ্রীষ্মে কমে তবে শীতকালে এর প্রকোপ বাড়তে পারে।
গবেষকরা বলছেন, শীতকালীন আবহাওয়ায় ঠান্ডা, কাশি এবং জ্বরের মতো উপসর্গগুলো বেড়ে যায়। এ সময় ভাই’রাস খুব সহ’জেই বিস্তার লাভ করতে পারে এবং শরীরে হানা দিতে পারে। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেলে ভাই’রাস দ্রুত বিস্তার লাভ করতে পারে না।
এর আগে এক গবেষণায় বলা হয়েছে, ৮৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় করো’নাভাই’রাস টিকে থাকতে পারে না। গবেষকরা বলছেন, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে করো’নার প্রকোপ কমা’র সম্ভাবনা বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে ভাই’রাসের বৃদ্ধি তত ঠেকানো সম্ভব হবে। তবে শুধুমাত্র তাপএমাত্রা বাড়িয়েই এই ভাই’রাসের বিস্তার একেবারে বন্ধ করা সম্ভব নয়।
- বাংলাদেশের নাম উচ্চারণ করে যা বললেন ট্রাম্প
- পোশাক বদলের সময় পরিচালক ঢুকে পড়েন’
- উত্তেজনায় কৌশানী, ভাইরাল ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও
- এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
- ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসা ছবি ভাইরাল, সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়
- মালয়েশিয়ান রিংগিত রেটের বিশাল লম্বা লাফ
- ট্রাম্পের নতুন সিদ্ধান্তে বিপদে ভারত
- রেমিট্যান্সের রেকর্ড গড়লো প্রবাসীরা
- ইউনূস-মোদির বৈঠক শুরু
- ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
- ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
- সাধারণ জ্বর সর্দি: লক্ষণ, কারণ, চিকিৎসা এবং প্রতিরোধের সহজ উপায়
- এখনও বাড়ি ফিরে কেঁদে ফেলি" ঋতুপর্ণা
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন