| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

স্বর্ণের বাজারে বড় ধস,কমে গেলো স্বর্ণের দাম,জেনেনিন বর্তমান মুল্য

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ২২ ২২:২৭:০৭
স্বর্ণের বাজারে বড় ধস,কমে গেলো স্বর্ণের দাম,জেনেনিন বর্তমান মুল্য

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এ দিকে আন্তর্জাতিক বাজারে

(দুবাই) মঙ্গলবার প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৪৬ দশমিক ২২ ডলার।

এ হিসাবে স্থানীয় মুদ্রায় প্রতিভরির দাম পড়ে (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে) ৪৫ হাজার ৮২৪ টাকা।

ফলে দুবাইয়ের সঙ্গে বাংলাদেশি বাজারে ভরিতে পার্থক্য প্রায় ১৫ হাজার টাকা।

অর্থাৎ স্বর্ণের বাজারে বিশৃংখলা চলছে। নতুন মূল্য অনুযায়ী,

২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা।

বুধবার এর দাম ছিল ৬১ হাজার ৫২৭ টাকা।

এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ৫৯ হাজার ১৯৪ টাকা থেকে কমে ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে।

এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি ৫৪ হাজার ১৭৯ টাকা থেকে কমে ৫৩ হাজার ১২ টাকায় বিক্রি হবে।

ফলে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।

একই হারে কমে সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতিভরি ৪০ হাজার ২৪০ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিভরি রূপা ৯৩৩ টাকায় বিক্রি হবে।

তবে একজন ক্রেতা কোনো জুয়েলারির দোকান থেকে স্বর্ণের অলংকার কিনতে চাইলে তাকে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়।

এরপর ভরিতে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে হয়।

স্বা’মী দেশে ফে’রার খবরে ব’ড়ি খেয়ে স্ত্রীর,কান্ড ময়মনসিংহের গফরগাঁওয়ে গ,রু মোটা-তাজাকরণ বড়ি খেয়ে জ,নু আক্তার (২২) নামে এক গৃ,হবধূর মৃ,ত্যু ঘটেছে। তার লা,শ

উ,দ্ধার করে ম,য়নাতদন্তের জন্য ম,য়মনসিংহ মেডিক্যাল কলেজ হা,সপাতাল মর্গে প্রে,রণ করেছে পাগলা থা,না পু,লিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব গোলাবাড়ি গ্রামের এ ঘটনায় পা,গলা থা,নায় একটি অ,পমৃত্যু

মা,মলা দা,য়ের করা হয়।স্থানীয় ও থা,না সূত্রে জানা যায়, উপজেলার লং,গাইর ইউনিয়নের পূর্ব গো,লাবাড়ি গ্রা,মের প্রবাসী শাকিল মিয়ার স্ত্রী জ,নু আক্তার শা,শুড়ির

সাথে ব,সবাস করতেন।শাকিল মি,য়া বি,দেশে থাকা অবস্থায় ফে,ইজবুকের মাধ্যমে নরসিংদী জেলার শিবপুর থা,নার সা,দার চর গ্রামের আলী হোসেনের মে,য়ে জনু আক্তারের

সাথে ব,ন্ধুত্ব ও মন দেয়া-নেয়া হয়। এরই সূত্র ধরে ৭-৮ মাস আগে মো,বাইলে শা,কিল মিয়ার সাথে জ,নু আ,ক্তারের বি,য়ে হয়। পরে শাকিল মিয়ার পরামর্শে জনু আক্তার

গফরগাঁওয়ে এসে শাশুড়ির সঙ্গে বসবাস শুরু করেন। বিয়ের সময় জনু আক্তারের স্বা,স্থ্য খু,বই কম ছিল। শা,কিল মিয়া দেশে ফিরে স্ত্রী,কে এতটা স্বা,স্থ্যহীন দেখে প,ছন্দ

নাও করতে পারেন- এ আ,শঙ্কায় তিনি দী,র্ঘদিন ধরে স্বাস্থ্য বৃ,দ্ধির জন্য গরু মোটা-

তা,জাকরণ বড়ি খেয়ে আসছিলেন। গত বৃ,হস্পতিবার রা,তে খাওয়া-দাওয়া শে,ষে ট্যা,বলেট খেয়ে ঘুমিয়ে পরেন জ,নু আক্তার। পরে ঘুমের মধ্যেই তিনি মা,রা যান।স্থা,নীয় লো,কজনের মাধ্যমে খবর পেয়ে পা,গলা থা,নার অফিসার ইনচার্জ শা,হিনুজ্জামান

খানের নেতৃত্বে পু,লিশ মৃ,তের লা,শ উ,দ্ধার করে ম,য়নাতদন্তের জন্য ম,য়মনসিংহ মে,ডিক্যাল কলেজ হাসপাতাল ম,র্গে প্রে,রণ করে।পা,গলা থা,নার ও,সি শা,হিনুজ্জামান

খা,ন বলেন, লা,শ উ,দ্ধারের সময় ঘরে গ,রু মোটা-তাজাকরণ ট্যা,বলেটের খালি

প্যা,কেট পাওয়া গেছে। ধারণা করছি গৃ,হবধু স্বাস্থ্য বৃদ্ধির জন্য এই ট্যাবলেট খেতেন। ঘু,মের মধ্যেই মারা গেছেন তিনি। লাশ ম,র্গে প্রে,রণ করা হয়েছে। ম,য়নাতদন্ত রি,পোর্ট এলেই স,ত্যটা জানা যাবে।

আরো পড়ুন জো’র করে পোশাক পরিবর্তন করিয়ে চারদ’ফায় ধ’র্ষণ করেছে আমায়: ছা’ত্রীর রো’মহ’র্ষক জবানব’ন্দি ধ’র্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

হা*সপা*তালে ভর্তির আগে ও পরে কয়েকজন শিক্ষক ও বন্ধুকে এভাবে ঘটনার বর্ণনা দেন। পরে তারা কথাগুলো জানা যায়। ধ’র্ষক বারবার নাম জিজ্ঞেস করছিল। কিন্তু

মে’য়েটি ভাবছিলেন, ঢাবি শিক্ষার্থী বললে মে’রে ফেলবে। পরিচয় জানলে সে বাঁচবে না। লোকটা খুব দাম্ভিক ছিল। তাকে প্রতিরোধ করতে পারেনি মে’য়েটা।

ধ’র্ষণের শিকার শিক্ষার্থীর সঙ্গে রাতে হা*সপা*তালে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম ও সামিনা লুৎফা। ভিকটিম শিক্ষার্থীর সঙ্গে তারা সহম’র্মীতা

নিয়ে কথা বলেছেন, যার অনেক কিছু তারা গণমাধ্যমকেও জানাতে রাজি হননি।ভিকটিমের দেওয়া বিবরণ অনুযায়ী, রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামা’র পরে থেকে শেওড়ার যে বন্ধুর বাসায়

রওনা দিয়েছিলেন তিনি, সেই বন্ধুর বাসায় পৌঁছানো পর্যন্ত সময় লাগে মোট সাড়ে ৩ ঘণ্টা। এই সময়ের মধ্যে ধ’র্ষণের ঘটনা ঘটে। ঠিক কতক্ষণ তিনি জ্ঞান হারিয়েছিলেন তা

বলতে পারেননি। তবে জ্ঞান ফিরে আসার পর বুঝতে পারেন, ঘণ্টা দুয়েক পার হয়েছে এবং ধ’র্ষক তখনও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

ঘটনার বিবরণে ভিকটিম কী’’ বলেছেন, এমন প্রশ্নের জবাবে সাদেকা হালিম বলেন, ‘মে’য়েটির সামনে পরীক্ষা। স্টাডি সার্কেলে পড়ালেখা করে শিক্ষার্থীরা। সে কারণেই

বান্ধবীর বাসার উদ্দেশে রওনা দিয়েছিল। তার সঙ্গে বাড়তি পোশাক ছিল, পড়ালেখার বই-নোটস আর প্রয়োজনীয় কিছু জিনিস। মে’য়েটির বিবরণীতে ধ’র্ষক একজনই

ছিল।ধ’র্ষক কেমন ছিল দেখতে তা বলতে পেরেছে কিনা প্রশ্নে অধ্যাপক সাদেকা বলেন, ‘দেখে মনে হচ্ছিলো সিরিয়াল কিলার। ঠান্ডা মাথায় যে ধ’র্ষণের মতো অ’প’রাধ ঘটিয়েছে একাধিকবার।

এবং মে’য়েটিকে জো’র করে পোশাকও পরিবর্তন করিয়েছে, আবার ধ’র্ষণ করেছে।ভিকটিম জানিয়েছে, ধ’র্ষক তার পরিচয় জানতে চেয়েছে বারবার। মে’য়েটি

আন্দাজ করছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় পেলে তাকে মে’রে ফেলা হতে পারে।

তাই সে মুখ খোলেনি।কী’’ভাবে পালিয়ে এলেন সে বিষয়ে ঢাকা মে*ডিক্যা*ল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ধ’র্ষণের কোনও একসময় মে’য়েটি জ্ঞান হারায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ভার্সনে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। এই টুর্নামেন্টে খেলার ...

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা না পাওয়ার যে কারন জানালো বিসিবি

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা না পাওয়ার যে কারন জানালো বিসিবি

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাদের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে