| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এই কাজটা না করলে পুলিশ লাঠি দিয়ে পেটাত না : সালমান

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ১৬ ১৬:১৮:২৭
এই কাজটা না করলে পুলিশ লাঠি দিয়ে পেটাত না : সালমান

করোনাভাইরাসের বিস্তৃতি ঘটেছে বিশ্বব্যাপী। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। ভারতে ২১ দিনের লকডাউন শেষে তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। কিন্তু কিছু মানুষ বিধিনিষেধের তোয়াক্কাই করছেন না। এমন সংকটকালে সচেতনতা খুব জরুরি।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, লকডাউনে বিধিনিষেধ অমান্যকারীদের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সুপারস্টার সালমান খান। তিনি বলেছেন, এতে তাঁদের জীবনের ঝুঁকি রয়েছে।

সালমান খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে লকডাউনের মেয়াদ বাড়ানোর যৌক্তিক কারণ দেখিয়ে জনসাধারণকে সেবাদানকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন।

লকডাউন অমান্যকারীদের ওপর ক্ষোভও ঝেড়েছেন বলিউড ভাইজান। বলেছেন, ‘যদি আপনারা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ঘর থেকে বের না হতেন, তবে পুলিশকে আপনাদের লাঠি দিয়ে পেটাতে হতো না। আপনি কি মনে করেন, পুলিশ এটা উপভোগ করছে?’

সালমানের রাগের কারণ শুধু এটা নয়। গণমাধ্যমে খবর বেরিয়েছে, করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে যখন ডাক্তার ও নার্সরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন, তখন কিছু মানুষ তাঁদের ওপর পাথর ছুঁড়েছে। সালমান বলেন, ‘যাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের সেবা দিতেই হাসপাতাল থেকে ছুটে যাচ্ছেন তাঁরা। বাহ! আপনি কেন ছুটছেন? জীবন না মৃত্যুর জন্য?’

বিপর্যয়কর এই পরিস্থিতিতে তারকারাও মানুষের উপকারে ভূমিকা রেখে চলেছেন সাধ্যমতো। বলিউডের অনেক তারকাই বড় অঙ্কের অর্থসাহায্য নিয়ে এগিয়ে এসেছেন করোনাভাইরাস মোকাবিলায়। সুপারস্টার সালমান খানও বড় ভূমিকা পালন করছেন সহায়তার হাত বাড়িয়ে দিয়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে সালমান খান একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় একই ভবনের ওপর-নিচের দুই তলায় দুই ভিন্ন ধর্মের ব্যক্তি প্রার্থনায় মগ্ন। একজন হিন্দু ও অপরজন মুসলিম। সালমান এ ছবি শেয়ার দিয়ে ক্যাপশন দেন, উদাহরণ তৈরি হলো...। হ্যাশট্যাগ দিয়ে এ তারকা আরো লেখেন, ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে।

কদিন আগেই ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর নানা স্থানে দুর্বৃত্তদের হামলার খবর নজর এড়ায়নি কারো। করোনা পরিস্থিতি যেন সব বদলে দিয়েছে। সামর্থ্যবানেরা সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এ সময় যেন সম্প্রীতির মেলবন্ধন আরো দৃঢ় হচ্ছে। তারই এক উদাহরণ দেখিয়েছেন সালমান। এ তারকা নিজেও যে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তা জানেন বি-টাউনের অনুরাগীরা।

করোনার এই ক্রান্তিকালে মানুষকে সহযোগিতায় একের পর এক নজির স্থাপন করে নিজের নামের প্রতি সুবিচার করছেন সালমান। এরই মধ্যে তিন মাসের জন্য চলচ্চিত্র অঙ্গনে ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিয়েছেন তিনি। শ্রমিকদের জন্য খাবার পাঠিয়েছেন। নারীদের নিয়ে কাজ করা প্রান্তিক পর্যায়ের ৫০ জনের দায়িত্বও নিয়েছেন।

ক্রিকেট

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

নিজস্ব প্রতিবেদক: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ...

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে