| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

করোনার উপসর্গ নিয়ে পাঁচ জেলায় ৬ জনের মৃত্যু

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ১১ ২২:১৪:৩৪
করোনার উপসর্গ নিয়ে পাঁচ জেলায় ৬ জনের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা একলাকায় নিজ বাড়িতে গতকাল শুক্রবার বিকালে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। একই দিন রাতে ওই উপজেলার পূর্ব চরমার্টিন এলাকায় ৫৫ বছর বয়সী আরো এক ব্যক্তি শ্বাসকষ্টে মারা যান।

বিষয়টি নিশ্চত করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, দুইজনের শরীরেই করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি সতর্কতা হিসেবে ওই দুই এলাকার ১৮টি বাড়ি লকডাউন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকার একটি ভাড়া বাসায় আজ শনিবার সকাল ৭টার দিকে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত ৩১ মার্চ অসুস্থতার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই নারীকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় বাসাতেই তার চিকিৎসা চলছিল।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী মেডিকেল টিমের সদস্যরা তার দাফন সম্পন্ন করবে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোররাতে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়। পরে বিকাল ৫টার দিকে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই ভোররাতে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসলে জানা যাবে সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের একটি গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে গত ১২ দিন তিনি এলাকাবাসীর অনুরোঘে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়ম অনুযায়ী তার দাফন করা হবে।

মাদারীপুরের কালকিনিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গতকার শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম বলেন, গত এক সপ্তাহ ধরে ওই নারী জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ওই নারীর বাড়িটি লকডাউন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ভার্সনে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। এই টুর্নামেন্টে খেলার ...

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা না পাওয়ার যে কারন জানালো বিসিবি

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা না পাওয়ার যে কারন জানালো বিসিবি

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাদের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে