করোনায় দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন যেসব তারকারা

এই অবস্থায় শিল্পপতি, খেলোয়াড়, অভিনেতা- প্রায় সমস্ত ফিল্ড থেকেই অনেকেই স্বেচ্ছায় সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন। সেই তালিকায় রয়েছে বলিউডও। তবে বলিউডের অনেক বড় বড় নামই এই তালিকায় এখনও পর্যন্ত নেই।
যেমন অমিতাভ বচ্চন বা তার পরিবারের কেউ এখন পর্যন্ত করোনা-যুদ্ধে সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
সাহায্যে এগিয়ে আসার আশ্বাস মেলেনি বলিউডের দুই খান শাহরুখ এবং আমিরের থেকেও। সোশ্যাল মিডিয়ার একাংশ ইতিমধ্যে বলিউডের বাদশাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। করোনা মোকাবিলায় শাহরুখের অনুদান কত? কেন তিনি চুপ? এই নিয়ে শুরু হয়েছে বিতর্কও।
এই তালিকায় এখন পর্যন্ত রাখা যাচ্ছে না কাপুর পরিবারকেও। কারণ রণবীর কাপুর, কারিনা কাপুর বা কাপুর পরিবারের অন্য কোনো সদস্যও অর্থ সাহায্যে এগিয়ে আসেননি।
তবে সাহায্যের জন্য এগিয়ে না আসার তালিকায় এরা যেমন রয়েছে, তেমনই অনেকেই স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
তারকাদের মধ্যে যতজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আর্থিক সাহায্য এখনো পর্যন্ত এসেছে অক্ষয় কুমারের কাছ থেকে।
প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তিনি ২৫ কোটি টাকা দান করেছেন। টুইট করেন, ‘দেশের মানুষের জীবনের বিষয় এটা। যতটা সম্ভব তাদের জন্য এগিয়ে আসা দরকার। জীবন বাঁচান, জান হ্যায় তো জহাঁন হ্যায়।’
অক্ষয় কুমারের এগিয়ে আসা দেখে অনেক তারকাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেতা বরুন ধাওয়ানও নিজেকে করোনা-যুদ্ধে সামিল করেন। ৩০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন তিনি। এরপরই বরুনের টুইট, ‘আমরা এই পরিস্থিতি সামলে উঠবই। দেশ ঠিক থাকলে আমরাও ঠিক থাকব।’
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যে যার অবস্থান থেকে আসছেন ভারতীয় ক্রিকেটাররা। এরই মধ্যে শচিন টেন্ডুলকার ৫০ লাখ, সুরেশ রায়না ৫২ লাখ, অজিঙ্কা রাহানে ১০ লাখ, এমনকি ১৬ বছরের রিচা ঘোষও দিয়েছেন ১ লাখ রুপির অনুদান।
দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন এক কোটি ২৫ লাখ টাকা তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের সরকারকে দেয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমস্ত মানুষকে গৃহবন্দি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অনুরোধ করেছেন তিনি।
অভিনেতা রাজকুমার রাও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এবং জোমাটো ফিডিং ইন্ডিয়ায় অর্থ সাহায্য করেছেন। তবে কত টাকা দিয়েছেন তা জানাননি।
অর্থ সাহায্য করতে এগিয়ে এসেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। থালাইভা ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা দান করেছেন।
এই দলে নাম লিখিয়েছেন ‘বাহুবলী’ও। কোভিড-১৯ ত্রাণ তহবিলে ৪ কোটি টাকা অর্থ সাহায্য করেছেন দক্ষিণী স্টার প্রভাসও।
টি সিরিজের কর্তা ভূষণ কুমার ইতিমধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা সাহায্য করার প্রতিশ্রæতি দিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘আমরা খুব কঠিন সময়ে রয়েছি, সাহায্যের জন্য আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা দরকার। সকলে একসঙ্গে এই যুদ্ধে সামিল হব, জয় হিন্দ।’
এখন পর্যন্ত যাদের কথা বলা হল, তারা প্রত্যেকেই খুব জনপ্রিয় মুখ। এরা ছাড়াও গায়ক গুরু রনধওয়া ২০ লাখ টাকা দান করেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘আমি যা উপার্জন করতে পেরেছি, তা আপনাদের জন্যই। আপনারা আমার শো-র টিকিট কিনেছেন। এ বার আমার কর্তব্যের পালা..’।
টেলিভিশন তারকা অর্জুন বিজলানি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা এবং মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা দান করেছেন।
কত টাকা দান করেছেন তা খোলসা করেননি কৃতী শ্যানন। তবে তিনিও যে এই লড়াইয়ের শরিক তা টুইট করে বুঝিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘এই কঠিন পরিস্থিতিতে আমাদের সকলেরই এগিয়ে আসা দরকার। সকলেরই উচিত কিছু না কিছু অর্থ সাহায্য করা। আমি আমার কর্তব্য পালন করলাম।’
রিলিফ ফান্ডে সরাসরি অর্থ সাহায্য না করলেও ২৫ হাজার দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সালমান খান।
- নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ৪ না মেরে ছক্কা হাঁকানোয় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বদলে বাংলাদেশ
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চরম দু:সংবাদ : ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- আজ বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- হাসিনার বিরুদ্ধে ফেটে পড়ল ভারত! বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ ভারতীয় সাংবাদিক
- ফাঁদে পড়লেন ওবায়দুল কাদের, এবার পালাবেন কোথাই
- কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ
- রাজস্থানে 'রক্তপাত' ভড়কে গিয়ে দ্রাবিড় যা বললেন...
- বাংলাদেশিদের ভিসা বাতিলের আসল কারণ ফাঁস
- পিএসএলে ইতিহাস গড়লেন হাসান আলি, ভাঙলেন ওয়াহাব রিয়াজের রেকর্ড
- I Love You নয়, বলুন এই কথাগুলো – প্রেমে পড়বে সেকেন্ডেই
- বৃদ্ধের ট্রেনের নিচে ঝাঁ-প দেওয়ার আসল কারণ জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ভয়াবহ ভূমিকম্প : বিধ্বস্ত ৮০ ভাগ সরকারি ভবন
- পাকিস্তানকে মাঝারি রানের টার্গেট দিলো বাংলাদেশ