করোনায় হাই রিস্ক মানুষ কারাকী করা উচিত তাদের জেনেনিন
একটু এদিক থেকে সেদিক হলে তারা ঝট করে রোগে পড়ে যেতে পারেন, অবস্থা জটিল হতে পারে। এমনকি, মারা যাওয়াও অসম্ভব নয়।
সমস্যা সেটাই। সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন, ধূমপায়ী ও ডায়াবেটিস-হাইপ্রেশারে আক্রান্ত ৬৯-এর চেয়ে বেশি বয়সী পুরুষরাই নভেল করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি মারা যান। চীনের উহানে ১৯১ জন কোভিড ১৯-এর রোগীর উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, তাদের মধ্যে যে ৫৪ জন মারা গিয়েছেন, তাদের বেশির ভাগেরই ডায়াবেটিস ও হাইপ্রেশার ছিল এবং বয়স ছিল ৭০-এর বেশি। কাজেই হাই রিস্ক মানুষদের বিশেষভাবে সাবধান হয়ে রোগ প্রতিরোধের চেষ্টা করা দরকার। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে দেখে নেওয়া যাক, কাদের ‘হাই রিস্ক’ বলা হয়। হাই রিস্ক মানুষ কারা-
• ৬৫-র বেশি বয়স। এরপর বয়স যত বাড়বে, বিপদের আশঙ্কা তত বেশি।
• দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগ শরীরে বাসা বেঁধে থাকলে সমস্যা বেশি। যেমন হাইপ্রেশার, ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা বা কিডনির জটিল রোগ।
• খুব বেশি ধূমপান করেন।
• বিভিন্ন কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যেমন,
• ক্যান্সারের চিকিৎসা চলছে।
• রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, মাল্টিপল স্কেলরোসিস বা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ তথা আলসারেটিস কোলাইটিস বা ক্রোনস ডিজিজ আছে।
• এইচআইভি পজিটিভ।
• কিডনি বা শরীরের অন্য কোনও প্রত্যঙ্গ কিংবা বোনম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে।
তাহলে কী করবেন এরা
সঠিক নিয়ম মেনে চললে, তবেই বিপদের আশঙ্কা কমবে
যে যে নিয়ম মেনে চলতে হবে
• ধূমপান ছাড়ুন সবার আগে। কারণ সারা শরীর তথা শ্বাসযন্ত্র, ফুসফুস ইত্যাদির রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে এর অবদান বিরাট। আর এই ভাইরাস যেহেতু শ্বাসতন্ত্রকেই আক্রমণ করে, ধূমপান চালিয়ে গেলে সংক্রামিত হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। বাড়ে জটিলতার আশঙ্কা। আর এ বিপদ শুধু আপনার একার নয়। আপনার আশেপাশে যারা আছেন, তাদেরও।
• সাধারণ সাবধানতাগুলো মেনে চলুন অক্ষরে অক্ষরে। যেমন, ঘন ঘন হাত ধোওয়া, ঘরদোর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা, যে কোনো ধরনের জমায়েত এড়িয়ে যাওয়া ইত্যাদি।
• যা যা ওষুধ নিয়মিত খান, সে সব একটু বেশি করে এনে রাখুন। হঠাৎ শরীর খারাপ হলে, বেরনোর মতো পরিস্থিতি যদি না থাকে, কাজে লাগবে।
• চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনে নিন, আপনার যে রোগ আছে, তার বাড়াবাড়ি হলে কী ওষুধ খেতে হবে ও কী কী নিয়ম মানতে হবে।
• নভেল করোনাভাইরাস সংক্রমণ যদি হয়েই যায়, কী কী করতে হবে তা চিকিৎসক ও আত্মীয়দের সঙ্গে আলোচনা করে প্ল্যান করে নিন। চিন্তা করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে কিছু সাবধানতা মেনে ঘরে থাকলেই সমস্যা কমে যায়।
• ঘরে থাকতে গেলে খাবারের ব্যবস্থা কী হবে তা ঠিক করে রাখুন। নিজেরা রান্না করে খাবেন না হোম ডেলিভারি অর্ডার করবেন। সপ্তাহ দু’য়েকের মতো বাজারহাট যেন করা থাকে।
• রোগের উপসর্গ সম্বন্ধে সচেতন থাকুন। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি হলে চিকিৎসককে জানান। তিনি যেভাবে চলতে বলবেন, সেভাবে চলুন।
• রোগের বাড়াবাড়ি, অর্থাৎ শ্বাসকষ্ট, বুকে চাপ ধরা বা ব্যথা, আচ্ছন্ন হয়ে পড়া, ভুল বকা, ঠোঁট ও মুখ নীলচে হয়ে যাওয়া ইত্যাদি হলে কোন হাসপাতালে ভর্তি হতে হবে তা আগে থেকে জেনে রাখুন।
• চিকিৎসক যদি বাইরের সঙ্গে সবসংযোগ বিচ্ছিন্ন করে পুরোপুরি ঘরে থাকতে বলেন, তা-ই করুন।
- সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রে ফ তা র, বেরিয়ে এলো আসল তথ্য
- হঠাৎ করেই বেড়ে গেলো সিঙ্গাপুর ডলার রেট, দেখে নিন আজকের রেট
- এইমাত্র পাওয়া : সচিবালয় থেকে সেনাবাহিনীর.........
- ব্রেকিং নিউজ: ব্যাপক সং ঘ র্ষে, পরিস্থিতি নিয়েন্ত্রনের বাইরে, ৩ জন নিহত, সেনাবাহিনী মোতায়েন
- অল্পের জন্য ২ শত হলো না, বরিশালকে বিশাল রানের টার্গেট দিল রাজশাহী
- ব্রেকিং নিউজ : হাসনাত-সারজিসের বাড়িতে ৩০০ কোটি টাকা,বেরিয়ে এলো আসল তথ্য
- ব্রেকিং নিউজ : আরব আমিরাতে ভ য়া ব হ বিমান বি ধ্ব স্ত, নি হ তের সংখ্যা বেড়ে,,,,,,,,
- ছাত্রলীগের মিছিল, পরিস্থিতি থমথমে হওয়ার...........
- এইমাত্র ঘোষণা করা হলো এলপি গ্যাসের নতুন দাম, দেখেনিন মূল্য তালিকা
- ব্রেকিং নিউজ : দেশের ৫০টি আসনে নৌকার জয় প্রায় নিশ্চিত, দেখেনিন তালিকা
- এইমাত্র পাওয়া : মারা গেলেন তিশা
- মিরপুর স্টেডিয়ামের পরিস্থিতি থমথমে: ব্যাপক ভা ঙ চু র, ও অ গ্নি সং যো গ
- ব্রেকিং নিউজ : একলাফে কমে গেলো জ্বালানি তেলের দাম
- চরম দু:সংবাদ : বাংলাদেশের প্রস্তাব সরাসরি না করে দিয়েছে সৌদি আরব
- ব্রেকিং নিউজ: ব্যাপক সং ঘ র্ষ, র ণ ক্ষে ত্রে পরিণত, ‘মার্চ ফর ইউনিটি’ গাড়িবহরে হামলা, ২০ জন আহত