| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

যেসব কারণে মুখ থুবড়ে পড়েছে ঈদের তিন ছবি...

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ সেপ্টেম্বর ০৮ ১১:৩৯:০৫
যেসব কারণে মুখ থুবড়ে পড়েছে ঈদের তিন ছবি...

কিন্তু তারকা অভিনেতা শাকিবের দুটি সিনেমা দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকলেও এখন পর্যন্ত হল রিপোর্টগুলো বলছে, ঈদের ছবি হিসেবে হল মালিকদের যে প্রত্যাশা ছিলো তার সিকিভাগও পূরণ করতে পারেনি ছবি দুটি। সিধে কথায় বলতে গেলে এবারের ঈদের রংবাজ, সোনাবন্ধু ও অহংকার তিনটি ছবিই রীতিমত ফ্লপ!

ঈদে মুক্তিপ্রাপ্ত দেশের প্রেক্ষাগৃহে তিনটি ছবি যথাক্রমে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত শাকিব-বুবলি জুটির 'অহংকার', শামীম আহমেদ রনি ও আব্দুল মান্নানের 'রংবাজ' এবং জাহাঙ্গির আলম সুমনের ‘সোনাবন্ধু’। এরমধ্যে আলোচিত ‘রংবাজ’ ছবিটি ১৫৭টি প্রেক্ষাগৃহ, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত 'অহংকার' মুক্তি পেল ১১৯টি প্রেক্ষাগৃহে এবং পরীমনি, পপি এবং ডিএ তায়েবের সোনাবন্ধু ছবিটি হল পেয়েছে মোট চল্লিশটি প্রেক্ষাগৃহে। এই ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির একটিও গেল ঈদে মুক্তি পাওয়া ‘নবাব’ কিংবা ‘রাজনীতি’র মতো ব্যবসা করতে পারছে না। শুধু তাই না, রংবাজ ছবিটি দেখতে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের আগ্রহ দেখা গেলেও বাকি দুই ছবি রীতিমত দর্শক খরার শিকার। কিন্তু কি কারণে এমনটি হচ্ছে? কেনো দর্শক টানতে পারছে না ঈদের ছবিগুলো? -এমন প্রশ্নগুলোর কারণ অনুসন্ধান করে জানা যায়-

যে সব কারণে দর্শক টানতে পারছে না ঈদের ছবি...১. ঈদের আগে দেশের উত্তরাঞ্চলে প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। এই হিসেবে উত্তরাঞ্চলের মানুষের হলে গিয়ে সিনেমা দেখা এক ধরনের বিলাসিতায় বটে! ফলে এবারের ঈদে দেশের উত্তরাঞ্চলীয় দর্শকদের হারিয়েছে ঈদের সিনেমাগুলো।

২. যৌথ প্রযোজনার ঝকঝকে তকতকে ছবিতে দেশীয় দর্শকের এখন আশক্তি জন্মেছে। ছবি যেরকমই হোক, যৌথ প্রযোজনার ছবিগুলোতে উপস্থাপনা ভঙ্গি আন্তর্জাতিক মানের। এবার যৌথ প্রযোজনার ছবি না থাকায় দর্শকের কাটতি স্পষ্ট।

৩. শুধুমাত্র ‘রংবাজ’ ছবিটি প্রচার প্রচারণায় এগিয়ে থাকলেও অহংকার ও সোনাবন্ধু ছবি দুটি ঈদের ছবি হিসেবে প্রচারণায় সেই জৌলুস ধরে রাখতে পারেনি। বরং ‘অহংকার’ ছবিটি টিজার, ট্রেলার রিলিজ দিয়ে আরো হাস্য খোরাকের জন্ম দিয়েছে। কারণ, দর্শক এসব টিজার ট্রেলারে নতুন কিছু পায়নি যা দেখতে প্রেক্ষাগৃহে যাবে।

৪. গল্প, কাহিনী, নির্মাণের দুর্বলতা স্পষ্ট হওয়ায় দর্শককে ছুঁয়ে যায়নি ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির একটিও। যদিও সুপারস্টার অভিনেতা শাকিব খানের জন্যই কিছু দর্শক রংবাজ ও অহংকার হলে গিয়ে দেখছেন কিন্তু তাতে সিনেমা হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

৫. শাকিব মানেই হিট! কিন্তু এবার ঈদে তিনটি সিনেমার মধ্যে দুটিতে শাকিব থাকার পরেও দর্শককে ঠিক টানছে না ঈদের ছবিগুলো, তার প্রধান কারণ ‘শিকারি’ ‘রাজনীতি’ কিংবা ‘নবাব’-এ যে শাকিবকে দেখে দর্শক চোখ জুড়িয়েছেন সেই জায়গায় রংবাজ কিংবা অহংকার-এ পুরনোচেহেরায় গতানুগতিক শাকিব খানকে দেখতে চাইছেন না দর্শকেরা। আর এ কারণেই হলগুলোতে দর্শক খরা স্পষ্ট।

৬. ছবির বিরুদ্ধে নকলের অভিযোগও প্রেক্ষাগৃহে দর্শক টানতে না পারার একটি বড় কারণ। অহংকার ছবিটির বিরুদ্ধে ঈদের দিনে মুক্তির পরেই নকলের অভিযোগ উঠে। ২০০৫ সালে নির্মিত দক্ষিণ ভারতের একটি ছবির হুবুহু নকল করায় ছবিটি নিয়ে সোশাল সাইটে লেখালেখি হওয়ায় সাধারণ দর্শকরা প্রেক্ষাগৃহে যাওয়ার ভরসা পায়নি।

ক্রিকেট

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

আইপিএলের বড় নিলাম চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই ...

IPL নিলাম : ৩ কোটিতে রাহুল চাহার,২ কোটিতে অ্য়াডাম জ়াম্পা,১২ কোটি ৫০ লক্ষ্য টাকায় ট্রেন্ট বোল্ট,দেখেনিন কে কোন দলে

IPL নিলাম : ৩ কোটিতে রাহুল চাহার,২ কোটিতে অ্য়াডাম জ়াম্পা,১২ কোটি ৫০ লক্ষ্য টাকায় ট্রেন্ট বোল্ট,দেখেনিন কে কোন দলে

আইপিএলের বড় নিলাম চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে