| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আমাকে ক্ষমা করে দেবেন, হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা: বাপ্পারাজ

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ২৬ ১৭:০৩:০১
আমাকে ক্ষমা করে দেবেন, হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা: বাপ্পারাজ

বাপ্পারাজ আরো বলেন, ‘বলা হয়েছে, রাজ্জাক সাহেব সিনেমা হলের অনুমতি নিয়ে মার্কেট করছেন। এটা ভুল কথা। উনি মার্কেটের অনুমতি নিয়েই মার্কেট করেছেন। এরপর সিনেমা হল নির্মাণ করার চেষ্টা করেছি কিন্তু রাজউক থেকে অনুমতি দেওয়া হয়নি। তা ছাড়া আমাদের বিল্ডিংয়ে অনেকগুলো পিলার ছিল, এগুলো ভেঙ্গে সিনেমা হল নির্মাণ করা আর হয়ে ওঠেনি। রাজ্জাক সাহেব দুই নম্বরি করে মার্কেট বানাননি, তিনি এক নম্বর করেই মার্কেট বানিয়েছেন। রাজ্জাক সাহেব দুই নম্বর করলে উত্তরায় মার্কেট আরো কয়েকটা থাকত। ‘লক্ষ্মীকুঞ্জ’ আরো কয়েকটা থাকত।’

‘আমরা সবাই একসঙ্গে থাকব বলে বড় একটা বাড়ি তৈরি করেছি। ব্যবসায় লোকসান করার কারণে ব্যাংকে মাত্র চার কোটি টাকা লোন ছিল। আমরা বাড়ি বিক্রি করে লোনের টাকা শোধ করে দিয়েছি। আমরা চাইলেই টাকাগুলো মেরে দিতে পারতাম। মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা মেরে দিয়েছে। সেগুলো নিয়ে কথা হয় না। রাজ্জাক সাহেব মেরে দিলে অনেক কথা হতো। বাংলাদেশের মানুষ আমার আব্বাকে যে শ্রদ্ধা দেখিয়েছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যে শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছে এটা যদি তিনি বেঁচে থাকতে দেখে যেতে পারতেন তিনি বাকরুদ্ধ হয়ে যেতেন। দেশের মানুষের এতটা ভালোবাসা তিনি হয়তো সহ্য করতে পারতেন না। সেদিন দেখেছি গুলজার ভাই একটি চ্যানেলে বলেছেন, রাজ্জাক সাহেবকে ফলো করেন আর কিছুই লাগবে না। এখন অনেকেই এ কথাগুলো বলছেন। ভালো কথা। রাজ্জাক সাহেব কিন্তু ইন্ডাস্ট্রিকে ভাগ করে যাননি। আমাদের উত্থান-পতন এখান থেকেই।’ বলেন বাপ্পারাজ।

তিনি আরো বলেন, ‘আমি আজ একটা দাবি নিয়ে এসেছি- আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ। আমি বাবাকে দাফন করে পেছন ফিরে তাকিয়ে দেখি শাকিব ও জায়েদ দাঁড়িয়ে আছে। আমার প্রথম কথা ছিল তোমরা দুজন গলাগালি ধরো কোনোরকম বিবাদ করো না। আমাদের ইন্ডাস্ট্রি বাইরের লোকজনের হাতে চলে গিয়েছে। তারা যুদ্ধ লাগিয়ে তালি বাজাচ্ছে। সবার কাছে হাত জোড় করে বলি, আমার বাবা চলে গিয়েছেন। তার সম্মানে এই ব্যান খেলাটা বন্ধ করুন। আমরা আমাদের পরিবারের সদস্যদের বুকে তুলে নেয়ার অভ্যাসটা গড়ে তুলি। যুদ্ধ করতে হলে পরিবারের বাইরের লোকজনের সঙ্গে করবো।’

‘অনেকেই বলেন শাকিব খানকে ডাকলে আসে না- বেয়াদব ইত্যাদি। সুচন্দা ম্যাডাম যদি শাকিবকে বলেন, তুমি পরিচালক সমিতিতে আসো। শাকিবের বাপের ক্ষমতা নেই না এসে পারবে। এটার জন্য মামলা করার দরকার নেই। উকিল নেটিশ পাঠানোর দরকার হয় না। পুলিশ পাঠানোর দরকার হয় না। যারা বেঁচে আছেন তাদের সম্মান দেবেন। রাজ্জাক সাহেব কখনো বিরোধ করেননি। বহিষ্কার করেননি। তার সম্মানে ক্ষমা করে দেন। আমিও ভুল করেছি। আমাকেও মাফ করে দেন। কাল থেকে সকল বহিষ্কার তুলে নেন। পরিবার কখনো কাউকে বহিষ্কার করে না। শাসন করে।’

সাধারণত এফডিসিতে আয়োজিত যে কোনো শোক সভায় চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের তেমন অংশগ্রহণ দেখা যায় না। কিন্তু আজকের আয়োজনটি ছিল অন্যরকম। অনুষ্ঠান ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০টা থেকেই আসতে শুরু করেন তারকা শিল্পীরা। সবাই ছিলেন গম্ভীর আর তাদের পোশাকে ছিল শোকের ছায়া।

রাজ্জাককে স্মরণ করতে আজকের অনুষ্ঠানে এসেছিলেন ফারুক, আলমগীর, সোহেল রানা, সুচন্দা, রোজিনা, চম্পা, ফেরদৌস, নূতন, ওমর সানী, আমজাদ হোসেন প্রমুখ। আরও ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জাযেদ খান, প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, বাংলাদেশ চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ছিলেন নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট

ক্রিকেট

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

আইপিএলের বড় নিলাম চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই ...

আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান

আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান

ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম শুরু। এবারের নিলাম হবে সৌদি আরবের জেড্ডায়, ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে