| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রাখাইনে আহত রোহিঙ্গার মৃত্যু চট্টগ্রামে

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ২৬ ১৬:১৮:৪৫
রাখাইনে আহত রোহিঙ্গার মৃত্যু চট্টগ্রামে

নিহত মুসার বয়স ২২ বছর। তাঁর বাবার নাম মো. ইসমাইল। আহত রোহিঙ্গা মোক্তারের বয়স ২৭।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) শিলব্রত বড়ুয়া চিকিৎসাধীন রোহিঙ্গা নাগরিকের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় মুসা ও মোক্তার গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সাড়ে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসা মারা যান।

চট্টগ্রাম মেডিকেলের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মো. মোক্তার মিয়া আঞ্চলিক ভাষায় প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মিয়ানমারের সেনাবাহিনী গুলি চালিয়ে রাখাইন রাজ্যের ঢেকিবুনিয়া এলাকার মেহেদী গ্রামের রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছিল। গুলির শব্দে তিনি ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। সেনাদের এলোপাতাড়ি ছোঁড়া একটি গুলি তাঁর বাম কাঁধে লাগে। একই সময় মুসার বুকের পাশে একটি গুলি ঢুকে পিঠ দিয়ে বের হয়।

মোক্তার মিয়া আরও জানান, তিনি, মুসা এবং গুলিবিদ্ধ আরেক রোহিঙ্গা যুবকসহ তিনজন পাশের জঙ্গলে আশ্রয় নেন। জঙ্গল পেরিয়ে তাঁরা তিনজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আজ ভোরে গুরুতর অবস্থায় তাঁদের দুজনকে চট্টগ্রামে মেডিকেলে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মুসা মারা যান। তৃতীয়জন কক্সবাজারের কুতুবপালং শিবিরে আছেন।

মোক্তারের খালা শাশুড়ি জাহারা বেগম আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম আলোকে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ সেখানে নির্বিচারে গুলি করে মানুষ মারছে। গুলিবিদ্ধ অবস্থায় আমার ভাগনি জামাই মোক্তারসহ তিনজন পালিয়ে এসেছে। কিন্তু আমার ভাগনি ও তার একমাত্র শিশু সন্তান এবং মোক্তারের বাবা-মার ভাগ্যে কী ঘটেছে আমরা বলতে পারছি না।

বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল শুক্রবার ভোরে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুসলিম বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনীর কমপক্ষে ২০টি তল্লাশিচৌকিতে হামলা হয়। এতে নিরাপত্তাবাহিনীর সদস্যসহ কমপক্ষে ৮৯ জন নিহত হয়। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির দপ্তর গতকাল শুক্রবার জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা ১২। অন্য ৭৭ জনকে ‘জঙ্গি’ বলে দাবি করা হয়েছে।

এই হামলার পর প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গতকালই ১৪৬ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে গত বছরের অক্টোবরে রাখাইনের সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলার পর সশস্ত্র বাহিনী ব্যাপক নিধনযজ্ঞ শুরু করে। ওই ঘটনার জের ধরে এ বছরের জুলাই পর্যন্ত প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সরকারি হিসাবে আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে।

দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) নামের একটি সংগঠন টুইট বার্তায় গতকালের হামলার দায় স্বীকার করেছে এবং আরও হামলা চালানোর হুমকি দিয়েছে।

বাংলাদেশে এখন রোহিঙ্গা আছে প্রায় ৪ লাখ১৯৯২: বাংলাদেশে এসেছিল ২ লাখ ৮০ হাজার রোহিঙ্গা১৯৯৩-৯৭: মিয়ানমারে ফিরে যায় আড়াই লাখ২০১২: সাম্প্রদায়িক হানাহানির পর ফের অনুপ্রবেশ২০১৬: সীমান্তচৌকিতে হামলার পর এসেছে ৮৭ হাজার

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব

২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব

আইপিএলের ২০২৪ সালের নিলামকে ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তুমুল আলোচনা চলছে। বাংলাদেশের চার তারকা সাকিব ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে