| ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

জেনে নিন কেন খালি পায়ে হাঁটা উচিত?

স্বাস্থ্য ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ২৬ ০৯:৩২:২৪
জেনে নিন কেন খালি পায়ে হাঁটা উচিত?

কারণগুলো জানুন:

ঘুমের সমস্যা: আমাদের পূর্বপুরুষরা বুদ্ধিমান ছিলেন বটে। তারা জানতেন মাটির কাছাকাছি থাকার উপকারিতা। এ কারণে তারা বিষণ্ন হতেন কম। কারণ খালি পায়ে মাটিতে পা রাখা মাত্রই আপনার শরীরের পজিটিভ আয়ন চলে যায় মাটিতে। আর মাটি থেকে নেগেটিভ আয়ন উঠে আসে শরীরে। ওই নেগেটিভ আয়ন কাজ করে সোনার কাঠির মতো। দূরে করে দেয় বিষণœতা ও মনকে রাখে প্রফুল্ল। যার ফলে ঘুম হবে আগের চেয়ে ভাল।

দৃষ্টিশক্তি: ডাক্তাররা অনেক সময়ই চোখের রোগীদের সকালে খালি পায়ে ঘাসের ওপর হাঁটতে বলেন। এতে করে পায়ের নানান ‘প্রেশার পয়েন্টে’ চাপ পড়ে। শুরু হয় আকুপ্রেশার ইফেক্ট। আর এ চাপ থেকেই বাড়বে চোখের জ্যোতি।

দেহভঙ্গি: ফ্যান্সি জুতো মানেই একটু এদিক ওদিক হবেই। মানে শরীরটা সোজা সাপ্টা রাখা দায়। হাই হিলের কথাই ধরুন না। পায়ের যত সমস্যা, তার জন্য হিলযুক্ত জুতা অনেক বেশি দায়ী। এমনকি ব্যাক পেইনের নেপথেও রয়েছে জুতো। অথচ খালি পায়ে হাঁটার ফলে কিন্তু শরীরের ভারসাম্য রক্ষা পায়। পায়ের ক্ষমতাও বাড়ে। ব্যায়াম হয় গোড়ালি ও আঙুলেরও।

সচেতন ইন্দ্রিয়: প্রাকৃতিক সেন্সর হিসেবে কাজ করে আমাদের শরীরের নানান অংশ। পা-ও ব্যতিক্রম নয়। আর জুতোর কারণে আমরা প্রাকৃতিক অনেক অনুভূতি থেকে বঞ্চিত হই। যেমন বৃষ্টির ঠাণ্ডা পানির স্পর্শ বা নরম কাদামাটির ছোঁয়া। এগুলো নিয়মিত পেতে থাকলে আপনার ইন্দ্রিয় আরো সজাগ হবে এবং হয়ে উঠবেন আরো প্রখর অনুভূতিসম্পন্ন।

রক্তপ্রবাহ: গবেষণায় এটাও দেখে গেছে যে খালি পায়ে হাঁটার ফলে শরীরের ওপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব পড়ে ঠিকঠাকভাবে। এতে শরীরে রক্তপ্রবাহের গতিও বাড়ে।

হৃদরোগ ঠেকাবে: আর রক্তপ্রবাহের গতি ঠিকঠাক থাকা মানেই হৃদরোগের ঝুঁকি অনেকখানি কমে গেল। এ ছাড়াও খালি পায়ে হাঁটার কারণে রক্তের লোহিত কণিকাগুলো বাড়তি চার্জ পায় এবং এতে করে রক্তের ঘনত্ব বাড়বে না।

রোগ প্রতিরোধ ক্ষমতা: খালি পায়ে হাঁটলে শরীরে ঢোকার সুযোগ পায় ছোটখাট অণুজীব। এর মধ্যে কিছু উপকারী। কিছু অপকারী। দুটোই কিন্তু এক দিক দিয়ে ভাল। খালি পায়ে হাঁটা শুরু করলেই সজাগ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে ওদের কাজও বাড়ে, ব্যায়ামও হয়। আবার পায়ের পাতা বেয়ে উঠে আসা নানান অনুভূতিগুলো আমাদের স্নায়ুকেও রাখে কর্মচঞ্চল।

প্রখর মগজ: খেয়াল করলে দেখবেন মার্শাল আর্ট ও ইয়োগা চর্চা করা হয় খালি পায়েই। আমাদের শরীরের ৭০ ভাগই পানি। আমরা যতই খালি পায়ে থাকবো, ওই পানিটা তত ভাল কাজ করবে। এতে করে এক ধরনের আয়নিক ভারসাম্য তৈরি হয় এবং নিজের শরীর ও মনের প্রতি এক ধরনের ভালো থাকার অনুভূতি তৈরি হয়। মনের ওপর দখলদারিত্বের ক্ষমতাও বাড়ে।

ক্রিকেট

আজ ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ, টিভিতে আজকের সকল খেলার সময়

আজ ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ, টিভিতে আজকের সকল খেলার সময়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আছে তিনটি ম্যাচ। মেলবোর্ন টেস্ট ও সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন আজ। ...

বিপিএল শুরুর আগেই অনেক বড় দু:সংবাদ পেলো রংপুর রাইডার্স

বিপিএল শুরুর আগেই অনেক বড় দু:সংবাদ পেলো রংপুর রাইডার্স

মোহাম্মদ গজনফরের রংপুর রাইডার্স থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘটনা বিপিএলের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। বিশেষ ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

মক্কায় স্ত্রীসহ মেসির হজের ছবি ভাইরাল, জানা আসল ঘটনা

মক্কায় স্ত্রীসহ মেসির হজের ছবি ভাইরাল, জানা আসল ঘটনা

সম্প্রতি সামাজিকমাধ্যমে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও তাঁর স্ত্রীকে মক্কায় হজ করতে দেখা যাচ্ছে ...



রে