বার্সায় গৃহযুদ্ধ বাধিয়ে দিয়েছেন নেইমার
মামলাটি বার্সা এমন এক সময়ে করেছে, যার আগেরদিন প্যারিস থেকে বার্সায় উড়ে গিয়ে সাবেক সতীর্থদের সঙ্গে একটি দিন পুরো কাটিয়ে এসেছেন নেইমার। নিজেই টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি, সুয়ারেজ, পিকে, র্যাকিটিক, ডগলাস এবং দানি আলভেজদের সঙ্গে তোলা একগাদা ছবি।
তারও একদিন আগে পিএসজির হয়ে অসাধারণ জয়ের পর মিডিয়ার সামনে প্রকাশ্যে বার্সেলোনা কর্মকর্তাদের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন নেইমার। বলেছেন, বার্সার বর্তাম বোর্ড অযোগ্য। তাদের কারণে বার্সার ফুটবলাররা ভালো নেই। তাদের পদত্যাগ করা উচিৎ।
পরেরদিনই বার্সেলোনায় গিয়ে মেসি-সুয়ারেজদের সঙ্গে ফুরফুরে আমেজে একটি দিন পুরো কাটিয়ে এলেন নেইমার। অথচ, এখন গত অক্টোবরে নতুন চুক্তি করার সময় নেইমারকে যে ৮.৫ মিলিয়ন ইউরো বোনাস দেয়া হয়েছিল সেটা দাবি করে মামলা ঠুকেছে বার্সা। নেইমারের ওপর বার্সা কতটা ক্ষুব্ধ তা বোঝা যাচ্ছে, এই মামলার কারণে। পিএসজিতে যাওয়ার সময় বার্সা এ মামলা করেনি, করেছে তিনি চলে যাওয়ার অনেক পর। ট্রান্সফার ফি পুরোপুরি গ্রহণ করার পর। এতে বার্সেলোনাই নিজেদের হাস্যকর করে তুলেছে।
যার বিপক্ষে সরাসরি যুদ্ধংদেহি মনোভাব নিয়ে দাঁড়িয়ে গেছে একটি ক্লাব, তার সঙ্গেই আবার সেই ক্লাবের খেলোয়াড়দের মাখামাখি, গলায় গলায় সম্পর্ক। তখন বিষয়টা কী দাঁড়াচ্ছে সেটা সহজেই অনুমেয়। নেইমারেকে নিয়ে বার্সার এ ধরনের লড়াই এবারই প্রথম নয়। যখন সান্তোস থেকে ব্রাজিলিয়ান এই তারকা বার্সায় এসেছিলেন, তখনও তাকে নিয়ে এভাবে লুকোচুরি খেলতে হয়েছে বার্সাকে।
নেইমারের কাছে ক্ষতিপূরণসহ মোট ৯.৩৫ মিলিয়ন ইউরো দাবি করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি একই সঙ্গে এটাও ইঙ্গিত করেছে যে, খেলোয়াড় (নেইমার) যদি এই অর্থ দিতে অপারগ হয়, তা যেন পিএসজি দিয়ে দেয়। প্যারিস ভিত্তিক লেস প্যারিসিয়ান পত্রিকা জানিয়েছে, এ নিয়ে একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে পিএসজির।
ঘটনা অন্য জায়গায়ও রয়েছে। গত অক্টোবরে বার্সার সঙ্গে নেইমার যে চুক্তি করেছিল তাতে তার বাবা এবং এজেন্ট- সিনিয়র নেইমারের বোনাস ৩০ মিলিয়ন ইউরো দাবি করার সুযোগ রয়েছে এখন। সে দাবি তিনি যদি তোলেন, তাহলে কী হবে বার্সার!
বার্সেলোনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা নেইমারের বাবার সেই ৩০ মিলিয়ন ইউরো অর্থ পরিশোধ করবে না। বরং, উল্টো নেইমারের বিরুদ্ধে মামলা করে তারা একটা নজিরই স্থাপন করলো।
নেইমারের সঙ্গে যখন এই যুদ্ধ চলছে বার্সার, তখন নতুন নতুন খবর বের হচ্ছে বার্সার অন্দরমহল থেকে। লিওনেল মেসিও নাকি বার্সেলোনা ছেড়ে দিতে চান! ঘটনাটা পুরোপুরি সত্যি। কারণ, মেসির সঙ্গে নতুন চুক্তির কথা বলা হলেও সেটা এখনও নিশ্চিত নয়। কারণ, সেই চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি কেউ। মেসি এ নিয়ে দারুণ ক্ষুদ্ধ। তার প্রতিনিধি নাকি এরই মধ্যে ম্যানসিটির সঙ্গে দেখা করেছেন। আবার ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা একদিন আগে জানিয়ে দিয়েছেন- মেসির ৩০০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ পরিশোধ করতেও প্রস্তুত কোনো কোনো ক্লাব।
এই তো গেল মেসির খবর। বার্সার ঘরের ছেলে ইনিয়েস্তাও চিন্তা করছেন ক্লাবের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার। কারণ, তিন বছর আগে তিনি যা চিন্তা করতে পারেননি এখন সেটাই ঘটছে। বোঝাই যাচ্ছে ক্লাব পরিচালনা পর্ষদের ওপর যারপরনাই অসন্তুষ্ট বার্সেলোনার ফুটবলাররা। সেগুলো এতদিন ছাপা থাকলেও নেইমার সেটাকে উসকে দিয়ে গেলেন। আবার তার সঙ্গে মেসি-সুয়ারেজদের ভালো সম্পর্ক স্পষ্টতই বোঝা যাচ্ছে- বার্সার ঘরে গৃহযুদ্ধাবস্থা তৈরির একটা পরিস্থিতি তৈরি হয়েছে।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- সাকিব-মাশরাফিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে নতুন করে আলোচনার ঝড় তুললেন ক্রীড়া উপদেষ্টা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল