| ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মধ্যম বাজেটের সেরা ফোন 'নকিয়া ৬'

২০১৭ আগস্ট ২৪ ১৬:৩৬:২৫
মধ্যম বাজেটের সেরা ফোন 'নকিয়া ৬'

অনেক বিশেষজ্ঞই মত দিচ্ছেন যে এটা মধ্যম বাজেটের সেরা ফোন বলে বিবেচিত হতে পারে। ইতিমধ্যে ভারত, বাংলাদেশসহ আশপাশের দেহে এর চাহিদা ব্যাপক হারে বাড়ছে। সেরা হওয়ার পেছনে কিছু কারণও তো আছে।

এই ফোনটির ধাতব দেহ তৈরি হয়েছে এক খণ্ডের ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে। এমনটাই বলছে নির্মাতা। যার কারণে হাত থেকে অসাবধানতাবশত পড়ে গেলে কিছু হবে না। যদিও ধাতব দেহের কারণে কিছুটা পিচ্ছিল বলেই মনে হয়।

৫.৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি পর্দার ফোনটি একটু চওড়া বলেই অনেকের কাছেই ভালো লাগবে। ওপরে-নিচে অ্যান্টেনা বসানো হয়েছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ভালো কাজ করে। কোণা বা পাশে থেকে দেখলে পর্দা পরিষ্কারই থাকে।

৩০০০এমএএইচ ব্যাটারি যথেষ্ট কাজ করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বৃদ্ধি করা যাবে ১২৮ জিবি পর্যন্ত। পেছনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরায় অসাধারণ ছবি ওঠে। সামনেও রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। দুটোতেই দেওয়া হয়েছে এফ/২.০ অ্যাপারচার। এগুলো ছবির আনুষঙ্গিক বিষয়গুলো বিস্তারিত তুলে আনতে পারে। রাতেও বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম। অটো ফোকাস অপশনটিও ভালো।

স্ন্যাপড্রাগন ৪৩০ এসওসি এর পারফর্মেন্স খুবই ভালো। যেভাবে অ্যাপগুলো ডাউনলোড হয় কিংবা ইনস্টল হয়, সেই পারফর্মেন্স নিয়ে অভিযোগ থাকার কথা নয়। ৩ জিবি র‍্যাম যেকোনো কাজের জন্য যথেষ্ট। ভিডিও দেখে তেমন খুঁত বের করতে পারবেন না। অ্যান্ড্রয়েড নুগেট ৭.১.১ নিয়ে এসেছে এটি।

বিভিন্ন ধরনের অ্যাপ ব্যাবহার করে গেলে একদিন টিকে থাকবে ব্যাটারির একবারের চার্জ। ভারি ব্যবহারে ১৫-১৬ ঘণ্টা টিকে থাকে।

ক্রিকেট

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ...

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম দেশের হয়ে খেলতে গিয়ে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন। ...



রে