| ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে ১৪ মিনিটে ৪ গোলের ইতিহাস লেভানদোস্কির

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ নভেম্বর ২৮ ১৫:২১:৩৩
চ্যাম্পিয়ন্স লিগে ১৪ মিনিটে ৪ গোলের ইতিহাস লেভানদোস্কির

খেলা শেষে স্কাই টিভিকে লেভানদোস্কি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সত্যিই ভাল খেলেছি। রক্ষন ভাগেও, আক্রমনভাগেও। কে খেলছে সেটি বড় কথা নয়। সবাই একই রকম পরিকল্পনা অনুসরণ করেছি। আমি গোল না করলেও দল যদি জয়লাভ করতো তাহলেও আমি একই রকম খুশি হতাম।’

এর আগে গত শনিবার ফরচুনা ডাসেলডর্ফের বিপক্ষে দল ৪-০ গোলে জয়লাভ করলেও কোন গোল করতে পারেননি লেভানদোস্কি। এই নিয়ে চলতি মৌসুমে ২০ ম্যাচে অংশ নিয়ে ২৭ গোল করেছেন পোল্যান্ডের এই স্ট্রাইকার।

গত অক্টোবর লন্ডনে সের্গে জিনাব্রি’র দেয়া চার গোলে টটেনহ্যামকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। এটিও ছিল ক্লাবটির জন্য স্মরণীয় আরেকটি রাত। এই নিয়ে ইউরোপীয় টুর্নামেন্টে টানা ৫ ম্যাচে জয়লাভ করেছে বায়ার্ন। অবশ্য আগের জয়েই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল জার্মান জায়ান্টদের। এখন জার্মান কোন ক্লাব হিসেবে গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবকটিতে জয়ের পথে রয়েছে তারা।

চলতি মাসের শুরুতে বরখাস্ত হয়েছেন ক্লাবটির প্রধান কোচ নিকো কোভাক। এরপর অন্তবর্তীকালীন কোচ হ্যান্সি ফ্লিকের তত্বাবধানে টানা চার ম্যাচে জয় নিশ্চিত করল বায়ার্ন। ১৬ গোল আদায়ের বিপরীতে হজম করেনি একটিও। যা তাকে ক্লাবের ইতিহাসে কোচ হিসেবে সেরা সুচনা এনে দিয়েছে। ফ্লিক দায়িত্বে আসার পর লিওয়ানদোস্কি করেছেন সাত গোল।

ভারপ্রাপ্ত এই কোচ বলেন, ‘পেশাদার হিসেবে লিওয়ানদোস্কির অনুশীলন তার অসাধারণ প্রতিফলন ঘটিয়েছে। উন্নতির জন্য সে সব সময় অতিরিক্ত সেশনে অনুশীলন করে। এই মুহুর্তে সে সত্যিই দারুন গতিতে রয়েছেন।’ আগামী গ্রীষ্মকালীন বিরতীর আগমুহুর্ত পর্যন্ত অন্তত কোচের দায়িত্বে থাকবেন বলে জানান ফ্লিক। ২২ ডিসেম্বরেই কাজ শুরু করলেও এখন ক্লাবের স্থায়ী কোচের দায়িত্ব গ্রহণের জন্য তিনি বেশ শক্তিশালী প্রার্থী হয়ে উঠেছেন।

ফ্লিক বলেন, ‘প্রথম মিনিট থেকেই আমরা গ্রুপ সেরা হতে চেয়েছিলাম। এ জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানাই। প্রথমার্ধে আমরা কিছু কিছু সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে সবাই অনেক বেশী কার্যকারিতা দেখিয়েছে।’

ম্যাচের ১৪ মিনিটে গোল করে সফরকারী বায়ার্নকে এগিয়ে দেন লিওন গোরেতকা। ওই অর্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন। বিরতির পর ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গোলউৎসব শুরু লিওয়ানদোস্কি। এরপর ৬০, ৬৪ ও ৬৭ মিনিটে বাকী তিন গোল করেন তিনি। ৮৯ মিনিটে বায়ার্নের হয়ে শেষ গোলটি করেন কোরেন্টিন টলিসো।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একাই চারটি গোল এর আগেও করেছেন লেয়নডস্কি। যখন তিনি বরুশিয়া ডর্টমুন্ডে খেলতেন। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বের্নাবাউতে সেমিফাইনালের প্রথম পর্বে ৪-১ জিতেছিল বরুশিয়া। সব ক’টি গোলই করেছিলেন লেয়নডস্কি। মঙ্গলবার রাতে বায়ার্নের জার্সিতে একই ঘটনার পুনরাবৃত্তি করলেন তিনি। সেই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে গিয়ে স্পর্শ করলেন লিওনেল মেসির নজির। বার্সেলোনা তারকাও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দু’বার একাই চার গোল করেছেন। ২০০৯-১০ মরসুমে আর্সেনালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে ৪-১ জিতেছিল বার্সেলোনা।

সব গোলই করেছিলেন মেসি। ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে বায়ার লেভারকুসেনকে ৭-১ বিপর্যস্ত করেছিল বার্সেলোনা। একাই পাঁচ গোল করেছিলেন মেসি। আর এক কিংবদন্তি রোনালদো এখনও পর্যন্ত একবারই এক ম্যাচে চার গোল করেছিলেন। ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদ ৮-০ হারিয়েছিল মালমোকে।

সি আর সেভেন করেছিলেন চার গোল। এ ছাড়া এক ম্যাচে চার গোল করার তালিকায় জ্লাটান ইব্রাহিমোভিচ, মারিয়ো গোমেজ, মার্কো ফান বাস্তেন, সিমোনে ইনজ়াগি, রুদ ফান নিস্তেলরুই, আন্দ্রে শেভচেঙ্কোর মতো তারকারাও রয়েছেন। কিন্তু মাত্র ১৪ মিনিট ৩১ সেকেন্ডে চার গোল একমাত্র লেভানদোস্কিই করেছেন।

এই মৌসুমেই অবিশ্বাস্য ফর্মে বায়ার্ন স্ট্রাইকার। এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৫১টি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সাতটি ম্যাচে করেছেন ১০টি গোল।

দুরন্ত সাফল্যের রহস্যটা কী? ম্যাচের পরে সোশ্যাল মিডিয়ায় লেভানদোস্কি লিখেছেন, ‘‘আমি স্বীকার করছি, গোল করাটাই আমার নেশা।’’ জার্মানির সংবাদ মাধ্যমকে ৩১ বছর বয়সি তারকা বলেছেন, ‘‘আরও দু’টো গোল হতে পারত। যাই হোক, দারুণ উপভোগ করলাম ম্যাচটা। সব চেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়। আমি গোল করলাম কি না, তা নিয়ে ভাবি না কখনও।’’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ ভারত নাকি পাকিস্থান,জেনেনিন কোথায় শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশ ভারত নাকি পাকিস্থান,জেনেনিন কোথায় শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য **আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫** ঘিরে জমেছে নানা জটিলতা। ১৯৯৬ সালের পর ...

আজ ২৯/১১/২৪ তারিখ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

আজ ২৯/১১/২৪ তারিখ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে ডারবান টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ...

ফুটবল

ব্রেকিং নিউজ :চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল-৫, আর্জেন্টিনা-১

ব্রেকিং নিউজ :চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল-৫, আর্জেন্টিনা-১

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। যদিও বছরের শেষ আন্তর্জাতিক সূচিতে প্রত্যাশিত ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে