| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বার্সেলোনা পরিচালকদের ধুয়ে দিলেন নেইমার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ২১ ২৩:১২:২৪
বার্সেলোনা পরিচালকদের ধুয়ে দিলেন নেইমার

নিজে করেছেন দুটি গোল। অ্যাসিস্ট করেছেন আরও দুটিতে। বলতে গেলে পুরোটাই ছিল নেইমারময় ম্যাচ। এরপরই সংবাদ সম্মেলনে এসে বার্সা কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝাড়েন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বলেন, ‘বার্সেলোনা বোর্ড নিয়ে আসলে কী বলবো? তবু কিছু কথা বলতে হয়। কারণ, তাদের নিয়ে আমার কিছু কথা জমা আছে। আমি তাদের ওপর চূড়ান্তরূপে হতাশ।’

নেইমার বলেন, ‘চার বছর কাটিয়েছি আমি বার্সায়। সেখানে আমি খুবই সুখি ছিলাম। সুখি অবস্থাতেই আমি বার্সায় শুরু করেছিলাম। সময়টাও কাটিয়েছি বেশ সুখে। এরপর যখন ক্লাব ছাড়লাম তখনও সুখি ছিলাম। তবে, তাদের ওপর নয়।’

এরপরই নেইমার জানালেন বার্সার বর্তমান কর্মকর্তাদের দায়িত্বে থাকা উচিৎ নয়। তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে আমি বলব, তাদের দায়িত্বে থাকা মোটেও উচিৎ নয়। বার্সেলোনা এর চেয়েও অনেক বেশি ভালো করার দাবি রাখে। এটা সবাই জানে।’

নেইমার দাবি করেন, বার্সায় তার সাবেক সতীর্থরাও সবাই বর্তমান কর্মকর্তাদের ওপর খুশি নন। সবাই অসন্তুষ্ট। তিনি বলেন, ‘সাবেক সতীর্থদের অখুশি এবং অসন্তুষ্ট দেখলে আমার খারাপই লাগে। কারণ সেখানে আমার অনেক বন্ধু তৈরি হয়েছে। তাদের জন্য যেটা ভালো হবে আমি সেটাই আশা করবো। তাহলেই কেবল তারা আগের সেই অবস্থায় ফিরে আসতে পারবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে অন্যদের সঙ্গে লড়াই করতে পারবে।’

লা লিগা শুরুর আগেই ইউরোপিয়ান মিডিয়ায় গুঞ্জন, লিওনেল মেসির প্রতিনিধি দেখা করেছেন ম্যানচেস্টার সিটির কর্মকর্তাদের সঙ্গে। মেসি নিজেও ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেছেন ম্যানসিটিকে। এ থেকেই গুঞ্জন, মেসিও ক্লাব ছেড়ে যেতে চান। এর পেছনে বড় কারণও আছে। মেসির সঙ্গে এখনও পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেনি বার্সা। গত সপ্তাহেই বার্সা সহ-সভাপতি জর্দি মেস্ত্রে বলেছিলেন, খুব দ্রুতই চুক্তি স্বাক্ষর সম্পন্ন করবেন তারা।

আবার একদিন আগেই এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলে দিয়েছেন, বার্সায় নিজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন তিনি। এক বছর পর চুক্তি শেষ হবে তার। এখনও পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়নের কোনো চিন্তা নেই ক্লাবের। ইনিয়েস্তা জানান, যে বিষয়টা তিন বছর আগে কল্পনাই করতে পারিনি- এখন সেটাই করতে হচ্ছে।

মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন, নেইমারের চলে যাওয়া এবং ইনিয়েস্তার সাক্ষাৎকারই প্রমাণ করছে- বার্সার ভেতরে ভেতরে তুষের আগুণ ধিকি ধিকি করে জ্বলছে। শেষ পর্যন্ত নেইমারের সরাসরি বক্তব্য সেই আগুনটা বলতে গেলে উসকেই দিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের: দ্বিতীয় সেশনে লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের: দ্বিতীয় সেশনে লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় সেশন শেষে ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে