ভাবির লাল ওড়নায় বড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা
ভয়াবহ কিছু একটা ঘটতে যাচ্ছে ভেবে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না রাজবংশী। উপায় না পেয়ে বিষয়টি তাড়াতাড়ি বন্ধু নায়েব আলী ও এলাকাবাসীকে জানান তিনি। শেষ পর্যন্ত বন্ধুর সহযোগিতায় ঢাকাগামী নীলসাগর ট্রেন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এলাকাবাসীর কাছে এখন দুই বন্ধু ‘হিরো’। এমন সাহসিকতার পরিচয় দেয়ায় মুগ্ধ এলাকাবাসীও।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেন যখন আসছিল, তখন রাজবংশীর বন্ধু নায়েব আলী বাসা থেকে দ্রুত একটি লাল ওড়না লাঠির সঙ্গে বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে চলতি ট্রেনের সামনে গিয়ে থামার সিগনাল দেন। সিগনাল পেয়ে ট্রেনটি থামে। এতে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।
এ বিষয়ে বলরাম রাজবংশী পরির্বতন ডটকমকে বলেন, ‘প্রতিদিনের মতো আমি ভোরে কাজের উদ্দেশে বের হই। রেলসেতুটির কাছে আসলে দেখতে পাই সেতুর একপাশ মাটি সরে দেবে গেছে। বিষয়টি দেখে আমি আমার বন্ধুসহ স্থানীয় লোকজনকে খবর দেই।’
রাজংশীর বন্ধু নায়েব আলী পরির্বতন ডটকমকে পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে বন্ধু রাজবংশী ফোন দিয়ে বলল-রেলসেতুটির দক্ষিণ পাশের কিছু অংশ দেবে গেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুঁটে যাই। সেখানে গিয়ে রেলসেতুটির খুব খারাপ অবস্থা দেখতে পাই। ট্রেন আসবে এমন অবস্থায় আমি তাড়াতাড়ি বাসায় গিয়ে লাল কাপড় খুঁজতে থাকি। একপর্যায়ে ভাবির লাল ওড়না এবং একটি কারাইল (লাঠি) নিয়ে ঘটনাস্থলে চলে আসি। পরে আমি থানায় ফোন দেই। তারা আমাকে আশ্বস্ত করে রেল কর্তৃপক্ষকে জানাবে।’
নায়েব আলী বলেন, ‘আমি যখন দেখতে পেলাম ঘটনাস্থলের প্রায় এক কিলোমটার দূরে একটি ট্রেন আসছে, তখন ট্রেন থামানোর জন্য লাল ওড়নাটি কারাইলের (লাঠি) মধ্যে বেঁধে সামনের দিকে দৌঁড়াতে থাকি। প্রায় ৫০০ গজ দৌঁড়ানোর পর চালক লাল ওড়নাটি দেখতে পান এবং ট্রেন স্লো করেন। তখন ট্রেনটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকে। আমিও ট্রেনের সামনে থেকে পেছনের দিকে যেতে থাকি। এক পর্যায়ে ট্রেনের চালককে বিষয়টি অবহিত করি।’
তিনি আরও বলেন, ‘আমি চালককে নিষেধ করি এ অবস্থায় এখান দিয়ে ট্রেন গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চালক আমাকে বলেন, এর আগেও তো একটি ট্রেন গেছে। তখন আমি বললাম-আগের ট্রেনটি গেলেও আপনারা এখান দিয়ে যেতে পারবেন না। চালক কিছু্তেই বুঝতে না চাইলে, আমি চালককে ট্রেনের সব যাত্রী নামিয়ে তারপর যেতে বললাম। পরে চালক ট্রেন থেকে নেমে ঘটনাস্থল পরির্দশন করে না যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন।’নায়েব আলী বলেন, ‘আমরা মনে হয় জীবনে একটি অনেক ভালো কাজ করেছি। মানুষ হয়ে মানুষের বিপদের হাত থেকে রক্ষা করতে পেরেছি বলে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।’
এলেঙ্গা পৌর সভার প্যানেল মেয়র আবদুল বারেক পরিবর্তন ডটকমকে বলেন, ‘দুই বন্ধু যে কাজটি করেছে এটি অনেক ভালো কাজ। যদি ট্রেনটি ওই স্থান দিয়ে যেতো, তাহলে ইঞ্জিনসহ কয়েকটি বগি যেতে পারতো। আর পেছনের সব বগির যাত্রীরা নদীতে পড়ে যেত। আর এতে অসংখ্য মানুষের প্রাণহাণি ঘটতে পারতো। নায়েব আলী এবং রাজবংশী যাত্রীদেরকে রক্ষা করেছেন।’
তিনি বলেন, ‘এ ধরনের সাহসী ও মানবিক উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। আমি মনে করি, প্রয়োজনে রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে পুরস্কৃর করা উচিত যাতে সবাই এ ধরনের মহৎ এবং সাহসী কাজ করতে এগিয়ে আসে।’জানা গেছে, রেলসেতুটির মেরামত কাজ চলছে। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ