জয়ী না হয়েও জয়ী মৌসুমী
এবার নির্বাচনে বড় চমক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনিই প্রথম নারী, যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন। শুরুতে বেশ ভালো প্রস্তুতি নিয়ে নেমেছিলেন মৌসুমী। কথা ছিল অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে প্যানেল করে নির্বাচনে লড়বেন। চমকের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন দাখিলের সময় তিনি কাউকে পাশে পাননি। সেদিন মনোনয়ন পত্র দাখিল করে অনেকটা কাঁদতে কাঁদতেই এফডিসি ছাড়েন মৌসুমী।
প্যানেল করতে না পেরে প্রার্থী হিসেবে শুরু থেকেই ব্যক্তি মৌসুমী একা নির্বাচনের প্রচারণা চালিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী এবং কয়েকজন সহশিল্পী। তাঁরা কেউ প্রার্থী হননি। বাস্তবতা ছিল, মৌসুমী নিজের মতো করে স্বল্প পরিসরে প্রচার কার্যক্রম চালিয়েছেন, পাশাপাশি শুটিং করেছেন।
রাজধানী তেজগাঁও এলাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের বা এফডিসি প্রাঙ্গণে নির্বাচনকে ঘিরে বেশ কিছু ঘটনা ঘটে। তর্ক-বিতর্ক-হট্টগোল এমনকি ধাক্কাধাক্কির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। থেমে যাননি মৌসুমী। স্বামী এবং কয়েকজন সহশিল্পী নিয়ে মাঠে থাকেন।
গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৫তম দ্বিবার্ষিক নির্বাচনের দিনও এফডিসি প্রাঙ্গণে মৌসুমীর স্বতঃস্ফূর্ত উজ্জ্বল উপস্থিতি ছিল। সকাল থেকে সারা দিন নির্বাচনের মাঠে ছিলেন। শেষ পর্যন্ত রাতে ভোট গ্রহণের সময়ও ছেলে আর স্বামীকে পাশে রেখে এফডিসিতে সরব ছিলেন। ফেরদৌস, অমিত হাসান,পপির মতো কয়েকজন তারকা শিল্পীর উপস্থিতি দেখা গেছে তাঁর পাশে। ভোট গণনার প্রায় পুরোটা সময় মৌসুমী সেখানে ছিলেন। এ সময় উদ্বিগ্ন মৌসুমী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এসব নিয়ে আর কথা বলব না। এমনিতে অনেক টেনশনে ছিলাম। এসব নিয়ে কথা বলতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে।’
নির্বাচনের ফলাফল ঘোষণা পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, ‘আমি শিল্পীদের যে ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। শিল্পীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।’
অরুণা বিশ্বাসের সেলফিতে শাবনাজ, নাঈম ও অমিত হাসান। ছবি: ফেসবুক থেকে নেওয়াঅরুণা বিশ্বাসের সেলফিতে শাবনাজ, নাঈম ও অমিত হাসান। ছবি: ফেসবুক থেকে নেওয়াএবার নির্বাচনে মোট ভোটার ছিল ৪৪৯ জন। এর মধ্যে ৩৮৬ জন ভোট দিয়েছেন। প্রায় ৮৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ৩৪টি ভোট। তার মানে মোট ৩৫২টি ভোটে ফলাফল নির্ধারিত হয়েছে।
এর মধ্যে ২২৭টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তিনি চূড়ান্ত ভোটের প্রায় ৬৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে মৌসুমী পেয়েছেন প্রায় ৩৬ শতাংশ ভোট। এ ক্ষেত্রে বলা যায়, দারুণ লড়াই হয়েছে সভাপতি পদে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একচেটিয়া ভোট পেয়েছেন জায়েদ খান। তিনি পেয়েছেন ২৮৪টি ভোট। প্রায় ৮২ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী ইলিয়াস কোবরা পেয়েছেন মাত্র ৬৮টি ভোট, মাত্র ১৯ শতাংশ।
এবার নির্বাচনে একটি প্যানেলই ছিল। বাকিগুলো ঘটনাচক্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে বাধ্য হয়েছে। এর মধ্যে মিশা-জায়েদ প্যানেলের সবচেয়ে বড় চমক ছিলেন ডিপজল ও রুবেল। কয়েক বছর ধরে এফডিসিতে অনিয়মিত এই দুই শিল্পীকে নির্বাচনের উৎসবে বেশ সরব দেখা গেছে। মনোনয়নপত্র দাখিলের দিন থেকে প্রায় প্রতিদিন এফডিসি প্রাঙ্গণে দেখা গেছে তাঁদের। ইতিবাচক সাড়াও পেয়েছেন। বড় পদগুলোর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ৩১১ ভোট পেয়ে তিনি সহসভাপতি পদে নির্বাচিত হন। তিনি প্রায় ৮৯ শতাংশ ভোট পেয়েছেন। একই পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক রুবেল। তিনি পেয়েছেন ২৯৩ ভোট।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মোট ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, বাপ্পারাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ আকিব। তাঁদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন আলেকজান্ডার বো, ৩৩৭টি।
চলচ্চিত্র তারকাদের মাঝে এই নির্বাচন বেশ ভালো সাড়া ফেলে। এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিব খান থেকে শুরু করে এক সময়ের সাড়া জাগানো তারকা সোহেল রানা, ফারুক, কবরী, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, আনোয়ারা হাজির হন ভোট দিতে।
তবে নিরাপত্তার কারণে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি এবং কড়াকড়ি শিল্পীসহ সংশ্লিষ্টদের ক্ষোভের কারণ হয়। সোহেল রানা, শাকিব খানসহ কয়েকজন তারকার সঙ্গে প্রবেশ পথে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের তর্কাতর্কি হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহেল রানা বলেন, ‘এখানে চলচ্চিত্র শিল্পীদের কোনো নির্বাচন হচ্ছে? আগে এফডিসির সব নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে। কিন্তু এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখে মনে হচ্ছে এটা পুলিশের ক্যাম্প।’ একই প্রশ্ন করেন শাকিব খান। তিনি বলেন, ‘গেট দিয়ে যখন ঢুকছি, আমার সঙ্গে কে এটা, পুলিশকে কেন কৈফিয়ত দিতে হবে? আমার সঙ্গে যে-ই থাকুক না কেন, নিশ্চয়ই তিনি গুরুত্বপূর্ণ কেউ!’
প্রসঙ্গত, নির্বাচন হবে কিনা, সে ব্যাপারে নির্বাচনের আগের দিনও সংশয় তৈরি হয়। গত ১৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর নির্বাচন কেন স্থগিত করা হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। অভিনেতা মো. সোহেল খান ও মোহাম্মদ হোসাইনের পক্ষে তাঁদের আইনজীবী এই নোটিশ পাঠান। নোটিশ গ্রহণ করেননি প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন এবং বাংলাদেশ শিল্পী সমিতির আগের কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
নোটিশ গ্রহণ না করায় বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে এই তিন বিবাদীর নামে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সমন জারি হয়। সমন নিয়ে উচ্চ আদালতের একজন পেশকার গত বৃহস্পতিবার দুপুর ৩টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে আসেন। ওই সময় মিশা সওদাগর ও জায়েদ খান অনুপস্থিত ছিলেন। আর ইলিয়াস কাঞ্চনকে পেলেও সমনে তাঁর নামের আগে ‘মোহাম্মদ’ থাকায় সেটি গ্রহণ করেননি তিনি। পরে সাংবাদিকদের সামনে পেশকারকে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি একজন পরিচিত অভিনেতা। আমাকে রাষ্ট্র কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। একবার একুশে পদকও দিয়েছে। আমার নাম সেখানে ইলিয়াস কাঞ্চন। এই মোহাম্মাদ ইলিয়াস কাঞ্চনকে আমি চিনি না। তাই এটি আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।’
অভিযোগ, পাল্টা অভিযোগ, কান্নাকাটি, প্রতিবাদ, ক্ষোভ নিয়ে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মতে সুষ্ঠু এবং সফলভাবেই নির্বাচন হয়েছে। তিনি বলেন, ‘এমনিতে আমাদের নির্বাচন কমিশনের লোকবলের সংকট ছিল। তবুও আমরা চেষ্টা করেছি। শেষ পর্যন্ত ভোটগ্রহণ এবং গণনার দৃশ্য ধারণ করে সরাসরি বাইরে প্রচার করার ব্যবস্থা করেছি। যেন কেউ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আমি মনে করি আমার সৎ উদ্দেশ্য সফল হয়েছে।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘জয় পরাজয় পরের বিষয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথম কোনো চিত্রনায়িকা সভাপতি পদে অংশ নেন, এটা অনেক বড় ব্যাপার।’
গত ৩ অক্টোবর মনোনয়নপত্র জমা দিয়ে মন খারাপ করে মৌসুমী বলেন,‘একটি প্যানেল করতে দিলে কিছুই ক্ষতি হতো না। আমার সঙ্গে শিল্পীরা নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তাঁরা সরে যেতে বাধ্য হয়েছেন। এ জন্য তাঁরা মনে কষ্ট পেয়েছেন। আর আমি আগে থেকেই যেহেতু ঘোষণা দিয়েছি, এ কারণে সরে যাচ্ছি না। তা ছাড়া অনেকেই আমার দেখাদেখি স্বতন্ত্র দাঁড়াচ্ছেন। তাঁদের কথা, শেষ পর্যন্ত যদি আমিও নির্বাচনে না থাকি, তাহলে চাওয়ার জায়গাটা সব শেষ হয়ে যাবে। তাই আমি নির্বাচন করছি। দেখি কী হয়!’
শেষ পর্যন্ত লড়াইয়ে ছিলেন। এককভাবে লড়ে গেছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছিলেন মাঠে। ৩৬ শতাংশ ভোটও পেয়েছেন। জয়ী হতে না পারলেও তাঁর লড়াকু মনোভাব অভিনন্দন পাওয়ার যোগ্যতা রাখে। জয়ী না হয়েও ‘জয়ী’ মৌসুমী। অভিনন্দন মৌসুমী!
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ