আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন পালন করছেন না তাহসান

গত বছর এই দিনে তাহসান যখন নিজের জন্ম'দিন পালনের সব প্রস্তুতি সেরে নিচ্ছিলেন, ঠিক তখনই আইয়ুব বাচ্চুর মৃ'ত্যুর খবরটি শোনেন তিনি। এরপর থেকেই জন্ম'দিনটা আর জন্ম'দিন নেই তাহসানের। এই দিনটা আর সবার মতই তার কাছেও শোকের।
তাই এই বছরও জন্ম'দিন পালন করছেন না তাহসান খান। তিনি বলেন, ‘এই দিনেই আইয়ুব বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। জন্ম'দিন সেলিব্রেট করিনি। এ বছরও জন্ম'দিন সেলিব্রেট করছিনা।’
গত বছর নিজের জন্ম'দিন উপলক্ষে একটি কবিতা লিখেছিলেন তাহসান। সেটা আর প্রকাশ করা হয়নি। গতকাল বৃহস্পতিবার রাতে এক বছর পর সেই অ'প্রকাশিত কবিতাটিই আবৃত্তি করে শোনালেন তাহসান।
তার আগে ভিডিওবার্তায় তাহসান বলেন, ‘গত বছর ১৭ অক্টোবর ফেসবুকে আমা'র ভক্তদের উদ্দেশে একটি পোস্ট করেছিলাম। যেখানে লিখেছিলাম ভক্তদের কাছে আমি জো'র করে একটা উপহার চাই। আর কী' উপহার চাই, সেটি একটি কবিতা লিখে জানাব। কিন্তু পর দিন বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে যান। এর পর আর আমা'র মন-মানসিকতা ছিল না কবিতাটি পোস্ট করার। আজ আবার কবিতাটি সামনে এলো তাই সবাইকে পড়ে শোনাচ্ছি।’
আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃচিচারণ করে তাহসান বলেন, ‘প্রথম যুক্তরাষ্ট্রে যখন অ্যাওয়ার্ড নিতে যাই ২০০৬ সালে। ওই সময় বাচ্চু ভাইও সঙ্গে ছিলেন। ওখান থেকে আমি একটা গিটার কিনতে চাইলাম। বাচ্চু ভাই আমা'র গিটারটা পছন্দ করে দিয়েছিলেন। এখনো গিটারটা আছে। যখনই গিটারটা দেখি বাচ্চু ভাইয়ের কথা মনে পড়ে। আজকের দিনের আমা'র প্রার্থনা বাচ্চু ভাই যেখানেই যেনো ভালো থাকেন।’
তাহসান জানালেন, মেয়ে ও বাবা মায়ের সঙ্গে তার আজকের দিনটি কাটবে। তাহসানের পুরোনাম তাহসান রহমান খান। তিনি একাধারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক, উপস্থাপক ও অ'ভিনেতা। তবে পেশায় একজন শিক্ষক।
তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। তাহসান পড়াশোনা করেছেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মা'র্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রি লাভ করেন।
২০০৬ সালের ৩ আগস্ট তাহসান ভালোবেসে বিয়ে করেন মডেল ও অ'ভিনেত্রী মিথিলাকে। এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান আইরা তাহরিম খান। তাহসান-মিথিলাকে শোবিজের সবচেয়ে সুখী দম্পতি বলা হত। কিন্তু ২০১৭ সালে সবাইকে অ'বাক করে ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা।
তাহসানের জনপ্রিয় গানের তালিকা অনেক লম্বা। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে- ‘প্রতিজ্ঞা’, ‘রোদেলা দুপুর’, ‘রোদের আচর’, ‘কাল্পনিক প্রেম’, ‘অগোচরে’, ‘মেঘের পরে’, ‘প্রথম প্রেম’, ‘কেন হঠাৎ এলে’, ‘তুমি ছুঁয়ে দিলে মন’, ‘প্রথম ভালোবেসে’, ‘কেউ না জানুক’ প্রভৃতি।
গানের মতো অ'ভিনয়ের জন্যও ব্যাপক জনপ্রিয় তাহসান। তার অ'ভিনীত নাট'কের মধ্য রয়েছে- ‘মনফড়িং এর গল্প’, ‘নীল পরী নীলাঞ্জনা’, ‘স্প'র্শের বাইরে তুমি’, ‘চিনিগুঁড়া প্রেম’, ‘হঠাৎ তোমা'র জন্য’, ‘অনামিকা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’ প্রভৃতি।
চলতি বছর ‘যদি একদিন’ সিনেমা'র মাধ্যমে বড় পর্দায় তার অ'ভিষেক ঘটে। এতে তাহসানের বিপরীতে অ'ভিনয় করেন কলকাতার অ'ভিনেত্রী শ্রাবন্তী। শিগগিরই আরেকটা নতুন সিনেমা'র ঘোষণা আসবে বলে জানালেন এই গায়ক।
- ৪ না মেরে ছক্কা হাঁকানোয় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বদলে বাংলাদেশ
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চরম দু:সংবাদ : ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- হাসিনার বিরুদ্ধে ফেটে পড়ল ভারত! বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ ভারতীয় সাংবাদিক
- ফাঁদে পড়লেন ওবায়দুল কাদের, এবার পালাবেন কোথাই
- রাজস্থানে 'রক্তপাত' ভড়কে গিয়ে দ্রাবিড় যা বললেন...
- বৃদ্ধের ট্রেনের নিচে ঝাঁ-প দেওয়ার আসল কারণ জানালেন প্রত্যক্ষদর্শীরা
- কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ
- বাংলাদেশিদের ভিসা বাতিলের আসল কারণ ফাঁস
- ঢাকায় ভারতের কে এই RAW স্টেশন হেড, যা জানা গেল, কাঁপছে রাজনৈতিক অঙ্গন"
- পিএসএলে ইতিহাস গড়লেন হাসান আলি, ভাঙলেন ওয়াহাব রিয়াজের রেকর্ড
- I Love You নয়, বলুন এই কথাগুলো – প্রেমে পড়বে সেকেন্ডেই
- ভয়াবহ ভূমিকম্প : বিধ্বস্ত ৮০ ভাগ সরকারি ভবন
- পাকিস্তানকে মাঝারি রানের টার্গেট দিলো বাংলাদেশ
- বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের পথ