| ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

‘বুড়ার কাছ থেকে না নিলে মারা যাব’

লাইফস্টাইল ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ১৮ ১৫:৫১:৫৭
‘বুড়ার কাছ থেকে না নিলে মারা যাব’

ওমানের রাজধানী মাসকট থেকে ওই স্কুলছাত্রী তাদের বাবা-মাকে এসএমএস করেছে, ‘তোমরা যদি আমাকে এখান থেকে নিয়ে না যাও, আমাকে না উদ্ধার কর, তাহলে আমি মারা যাব।’ স্কুলছাত্রীর মা মেয়েকে ফিরে পেতে পুলিশসহ ভারত সরকারের সাহায্য চেয়েছেন।

তিনি অভিযোগ করেন, মেয়েটির চাচা-চাচি অর্থের লোভে তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে এই অবৈধ বিয়ের আয়োজন করেছে।

প্রমাণ হিসেবে পুলিশের কাছে দেওয়া ছবিতে দেখা যায়, বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছে অষ্টম শ্রেণির ওই ছাত্রী। পাশে দাঁড়ানো সাদা দাড়িওয়ালা বয়স্ক লোক। আরেকটি ছবিতে পুরুষটিকে সাদা পোশাকে এবং মেয়েটিকে কালো পোশাকে দেখা যায়।

ভারতের হায়দরাবাদের একটি হোটেলে কাজীর মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিয়ের পর লোকটি মাসকাটে ফিরে যান এবং সেই স্কুলছাত্রীর জন্য ভিসা পাঠান। পরবর্তীতে মেয়েটিকেও ওমানে পাঠানো হয়।

মেয়েটির মা-বাবা পুলিশকে জানান, সে এখন কান্নাকাটি করছে এবং হায়দরাবাদে ফিরতে চাচ্ছে।

উল্লেখ্য, হায়দরাবাদে এ ধরনের বিয়ে অনেকটা স্বাভাবিক দৃশ্য। অর্থের বিনিময়ে অনেক দরিদ্র পরিবার আরব দেশের বিভিন্ন পর্যটক, শেখদের কাছে নিজেদের অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে থাকেন।

ছেলেরা যেমন মেয়েদের দেখে ঠিক তেমনি মেয়েরাও ছেলেদের দেখে। প্রথম দেখাতে ছেলেরা মেয়েদের মুখ আর বুক ছাড়া কিছুই দেখে না । কিন্তু মেয়েরা তা করে না, প্রথম দেখার পর তারা কয়েক মিনিটেই একজন পুরুষকে মেপে ফেলার চেষ্টা করে। দর্শনদারির ভিত্তিতেই এই মাপামাপি। উচ্চতা, ওজন এবং সামগ্রিক শারীরিক আকর্ষণীয়তার পাশাপাশি পুরুষের হাসি, রসবোধ ও আত্মবিশ্বাস লক্ষ করে মহিলারা। প্রথম দেখাতে একজন পুরুষের শরীরের যে জিনিসগুলো দেখে তা হল-

মহিলারা প্রথমেই যা কিছু খেয়াল করেন সে তালিকার প্রথমদিকেই আছে উচ্চতা এবং ওজন। কোনো পুরুষ খুব বেশি লম্বা, মোটা বা খাটো হলে তাঁর এই শারীরিক গঠনের কারণে শুরুতেই তাঁর বিষয়ে একটা সিদ্ধান্তে চলে আসতে পারেন কোনো কোনো মহিলা। ফলে তাঁর অন্য মানবিক গুণাবলি লক্ষ করার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। অবশ্য মহিলারা তাঁর নিজের উচ্চতা এবং ওজনের নিরিখেই পুরুষের এই শারীরিক বৈশিষ্ট্যের গ্রহণযোগ্যতা বিচার করেন।

আকর্ষণী ক্ষমতা

চেহারার সৌন্দর্য হচ্ছে সেই গুণের নাম যা জন্মসূত্রে পাওয়া। কিন্তু কেবল সুন্দর হলেই তো হবে না। একজন পুরুষ নিজেকে যত্ন করেন, সেটা খেয়াল করে মহিলারা। চুল, নখ থেকে শুরু করে কাপড়চোপড় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিবেচনায় রাখে মহিলারা।

মুখের হাসি

একনজরে দেখে নিয়ে মেপে ফেলার পর পুরুষের মুখের হাসি দেখার অপেক্ষায় থাকে মেয়েরা। হাসবার ক্ষমতা, বিশেষত দেখা হওয়ার প্রথম কয়েক মিনিটের মধ্যেই পুরুষের হাসি মহিলাদের কাছে একটা স্বাগত বার্তার মতো। অবশ্য হাসবার আগে মাথায় রাখতে হবে নিজের দাঁতের কথাও। অপরিচ্ছন্ন দাঁত নিয়ে কোনো মহিলার সামনে হাসলে লাভের চেয়ে লোকসানই বেশি হবে। আর দাঁতের অন্য কোনো সমস্যা থাকলেও সেটা সারাতে দন্ত্য চিকিত্সকের কাছে ঘুরে আসাই ভালো। খবর এনডিটিভির।

ক্রিকেট

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ...

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম দেশের হয়ে খেলতে গিয়ে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন। ...



রে