| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সাতক্ষীরায় এক নারীর দুই স্বামী,অত;পর যা হলো

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ১৭ ১৬:৪৭:১১
সাতক্ষীরায় এক নারীর দুই স্বামী,অত;পর যা হলো

বিয়ের সময় ওই নারীর বয়স ছিল প্রায় ৩৫ বছর। তিনি নিজেকে কুমারী দাবি করেছিলেন বলেও শহিদুল অভিযোগ করেছেন। ২০১৫ সালের ১২ নভেম্বর সরকারি নিয়ম অনুসারে ইসলামী শরীয়ত মোতাবেক রাজিয়া সুলতানার সাথে বিবাহ হয় বলে তিনি দাবি করেছেন।

শহিদুল জানান, বিয়ের পর থেকে ১ বৎসর ৯ মাস স্বামী-স্ত্রী মিলে সুখে ঘর সংসার করছিল। গত ১ আগস্ট শহিদুল ইসলাম প্রয়োজনীয় কাজে খুলনায় গেলে তার স্ত্রী শ্যামনগরে রিডা হাসপাতালে চিকিৎসার

দোহাই দিয়ে গোপনে না জানিয়ে চলে যান। তিনি অভিযোগ করেছেন, তার স্ত্রী রাজিয়া প্রতারণা করে ঘর থেকে আলমারিতে জমি কেনার জন্য রাখা ৫ লাখ টাকা, ১ জোড়া স্বর্ণের বালা, ১ জোড়া স্বর্ণের দুল, ১টি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের চেইন নিয়ে যান। এসবের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

শহিদুল বলেন, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে জানতে পারে তিনি ব্র্যাক অফিস কলারোয়া, সাতক্ষীরা চাকরি করছেন। কলারোয়া গিয়ে তাকে বাড়িতে আনার চেষ্টা করে ব্যর্থ হন এবং তখনই ১ম স্বামীর ও ১ কন্যার সন্ধান পান।

তিনি বলেন, প্রথম স্বামী তার একই এলাকার জনৈক মিজানুর রহমানের সাথে প্রায় ১০ বছর পূর্বে বিবাহ হয়েছিল। সে ঘরে এক কন্যা সন্তান হয়। যার বয়স প্রায় ৯ বছর। রাজিয়া সুলতানা প্রতারণা করে ১ম বিবাহ গোপন করেছিলেন। এখন তিনি কন্যার ভবিষ্যতের কথা বিবেচনা করে ১ম স্বামীর ঘরসংসার করতে আগ্রহ প্রকাশ করেছেন। তখন শহিদুল ইসলাম উক্ত টাকা ও স্বর্ণের গহনাদি ফেরত চাইলে তাকে তা ফেরত দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। এছাড়া জীবন নাশের ও মিথ্যা মামলার হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে সত্যতা যাচাইয়ের জন্য রাজিয়া সুলতানার ব্যবহৃত ০১৭২৪-৭১৭৬৩৩ নং মোবাইল নম্বরটিতে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ না পাওয়ায় তার ভাষ্য নেয়া সম্ভব হয়নি। এ নিয়ে এলাকায় ব্যপক গুঞ্জন ও মুখরোচক সৃষ্টি হয়েছে।

রাজিয়া সুলতানা প্রতারণা করে বৈধ স্বামীকে ত্যাগ করে নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণের গহনা নেয়ার প্রতিকারের প্রার্থনা করে শহিদুল ইসলাম ব্র্যাক কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।

আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, এ ধরনের একটি ঘটনা আমি শুনেছি। বিষয়টি সুরাহা করার জন্য ওই মহিলাকে আসার জন্য বলেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড : মাত্র ৪২ রানে অল-আউট

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড : মাত্র ৪২ রানে অল-আউট

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে ইতিহাস গড়েছে রাজশাহী বিভাগ, তবে তা একেবারেই ভুল কারণে। ...

অবিশ্বাস্য : পরপর ৩ ম্যাচে ৩ সেঞ্চুরি,বিশ্বরেকর্ড গড়লো তারকা ক্রিকেটার

অবিশ্বাস্য : পরপর ৩ ম্যাচে ৩ সেঞ্চুরি,বিশ্বরেকর্ড গড়লো তারকা ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান। এবার ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে