বার্সেলোনাকে হারিয়ে ‘সুপার কাপ’শিরোপা রিয়ালের
শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করে রেখেছিল স্বাগতিকরা। সেটারই ফল মিলেছে হাতেনাতে। তরুণ ফরোয়ার্ড মার্কো আসেনসিও চার মিনিটেই দেখিয়েছেন ভেলকি। ডি-বক্সের বাইরে ৩০ গজ দূর থেকে দারুণ এক জোরাল শটে বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে দর্শক বানিয়ে গোল আদায় করে নেন রিয়ালের যুব একাডেমী থেকে উঠে আসা এই ফরোয়ার্ড। এই নিয়ে রেকর্ড টানা ৬৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করল রিয়াল।
গোল পেয়েই আরও তেঁতে ওঠে রোনালদো বিহীন রিয়াল। ম্যাচের ১১ মিনিটে বামপ্রান্ত দিয়ে উঠে আসা মার্সেলোর ক্রসে করিম বেনজেমা মাথায় ছোঁয়াতে পারলে ব্যবধানটা হতে পারতো দ্বিগুণ।
সুযোগ হারিয়েছে বার্সাও। চোটের কারণে ইনিয়েস্তার অনুপস্থিতে মিডফিল্ডার বনে যাওয়া মেসি ১৬ মিনিটে বিপদজ্জনক ভাবে ঢুকে গিয়েছিলেন রিয়াল রক্ষণে। কিন্তু শেষ মুহূর্তে স্বাগতিক গোলরক্ষক কেইলর নাভাসের দক্ষতায় গোলবঞ্চিত হয়েছেন বার্সা অধিনায়ক।
মাঠে ভাসকুয়েজ-আসেনসিও জুটি বার্সাকে ভুগিয়েছে বেশ। ৩৩ মিনিটে আসেনসিওর পাসে লুকাস ভাসকুয়েজের শট বারে লেগে ফিরে না আসলে ব্যবধানটা দ্বিগুণ হতে পারতো তখনই।
কিন্তু ৩৯ মিনিটে ভাগ্যকে আর পাশে পায়নি মেসির দল। আবারও বামপ্রান্ত দিয়ে উঠে এসে ফাঁকায় দাঁড়ানো বেনজেমাকে নিচু ক্রস দিয়েছিলেন মার্সেলো। সেই নিচু ক্রসকেই হাফ-ভলি বানিয়ে গোল সংখ্যা ২-০ করে দেন ফরাসি তারকা বেনজেমা।
দ্বিতীয়ার্ধে বারবার পরিবর্তন করেও সৌভাগ্যের দেখা পায়নি বার্সা। বরং, বেনজেমা-আসেনসিওরা প্রথমার্ধের মতই আতঙ্ক ছড়িয়ে গেছেন কাতালান রক্ষণে। ম্যাচের ৫৫ মিনিটে বেনজেমার একটি উড়িয়ে মারা বল কোনপ্রকারে হাত দিয়ে ঠেকিয়ে দিয়েছেন বার্সা গোলরক্ষক।
ফরোয়ার্ড থেকে মিডফিল্ডার বনে যাওয়া মেসিও চেষ্টা করেছেন বারকয়েক, রিয়াল রক্ষণে হানা দেওয়ার। কিন্তু আটকে গেছেন। সুয়ারেজ ছিলেন নিজের ছায়া হয়ে। নেইমারের স্মৃতি মনে করিয়ে দিয়ে বামপ্রান্তে একাধিকবার জনমানববিহীন জায়গায় পাস দিয়েছেন মেসি-সুয়ারেজ।
ম্যাচের ৭০ মিনিটে গোলের একটি সুবর্ণ সুযোগ হারিয়েছেন সুয়ারেজ। মেসির একটি জোরাল শট ক্লিয়ার করতে ব্যর্থ হন রিয়াল গোলরক্ষক। ফিরতি বলে ফাঁকায় দাঁড়িয়ে থেকেও মাথা ছুঁয়ে জাল খুঁজে নিতে পারেননি উরুগুইয়ান ফরোয়ার্ড।
আরেকটি শিরোপা ছোঁয়ার সময় যতই ঘনিয়ে এসেছে ততই মরিয়া খেলেছেন রিয়াল ফুটবলাররা। শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে গেছেন বার্সা রক্ষণে। আর অন্যপ্রান্তে যেন মিশে ছিল নেইমারের অভাব। বার্সার প্রতিটি আক্রমণে ব্রাজিলিয়ান তারকার শূন্যস্থানটা যেন শেল হয়ে বিঁধেছে কাতালানদের বুকে।
শেষ পর্যন্ত তাই হাহাকারই নিয়ে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়াতে হয়েছে। দেখতে হয়েছে জিদান শিষ্যদের মৌসুমের চতুর্থ শিরোপার উল্লাস। এই নিয়ে ১০ম বার স্প্যানিশ কাপের শিরোপা জিতল রিয়াল। আগেরটা জিতছিল ২০১২ সালে, বার্সাকে হারিয়েই।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল