আপনার নামে কত মোবাইল সিম জানেন কি
পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির তদন্তে উঠে এসেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে মোবাইল ফোন অপারেটরদের সিম বিক্রেতারা নিরীহ মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে সিম জালিয়াতি করেছে। এ চক্রের সদস্যরা মূলত বেশি দামে বিক্রির লোভেই করছে এ জালিয়াতি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সরেজমিন তদন্তে উঠে এসেছে তেমনই এক সিম জালিয়াত চক্রের তথ্য।
ভুয়া রেজিস্ট্রেশনকৃত রবি সিমগুলো যেসব এনআইডি থেকে রেজিস্ট্রেশন করা হয়
ইউএনও রুহুল আমিন জাগো নিউজকে বলেন, হাটহাজারীতে দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের অগোচরেই জালিয়াতির আশ্রয় নিয়ে মোবাইল সিমের ভুয়া রেজিস্ট্রেশন করা হচ্ছে। ঘটনা জাচাইয়ে গতকাল রাতে একজনের সঙ্গে ২০টি রবি সিম কেনার চুক্তি করি। আজ সকালে ভুয়া রেজিস্ট্রেশন করা ওই ২০টি সিম আমার হাতে এসে পৌঁছেছে। সিমগুলোর সবই আরেকজনের এনআইডি এবং আঙুলের ছাপ দিয়ে অ্যাক্টিভ করা।
তিনি আরও বলেন, এভাবেই হাজার হাজার অ্যাক্টিভ সিম চলে যাচ্ছে রোহিঙ্গা কিংবা অন্য কারও হাতে। এসব সিম ব্যবহার করে নানা অপরাধ করছে সংঘবদ্ধ চক্র। অথচ পুলিশের তদন্তে ধরা পড়ছে যার নামে সিম রেজিস্ট্রেশনে আছে সেই নিরীহ ব্যক্তি।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, জালিয়াতির মাধ্যমে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম রেজিস্ট্রেশন করে বাজারে সক্রিয় সিম বিক্রি করছে একাধিক সংঘবদ্ধচক্র। তারা গ্রাহকের আঙুলের ছাপ ও তথ্য সংরক্ষণ করে। তারপর সেগুলো দিয়ে সিম নিবন্ধন করে। প্রকৃত গ্রাহক জানতেও পারেন না, তার নামে সিম নিবন্ধিত হয়েছে। সেই সিম প্রতারক চক্রের সদস্যরা চড়া দামে বিক্রি করে। এসব সিম হাত ঘুরে রোহিঙ্গাদের কাছে পৌঁছাচ্ছে কি-না, সেটাও আমরা তদন্ত করে দেখছি। আমাদের ধারণা, পরিবেশক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এ জালিয়াতি হচ্ছে।
জালিয়াতির সিম যাচ্ছে রোহিঙ্গাদের হাতে
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জাগো নিউজকে বলেন, গ্রাহকের অজান্তেই তার নামে নিবন্ধিত কোনো সিম রোহিঙ্গা কিংবা কোনো অপরাধী ব্যবহার করছে কি-না, সে সম্পর্কে এখনই সচেতন হওয়া প্রয়োজন। ইতোমধ্যে হাটহাজারীর পশ্চিম আলমপুর এলাকার মাছের প্রজেক্টের আশেপাশে একটা চক্র এসব সিম ক্রয় করে রোহিঙ্গাদের সরবরাহ করছে বলে অভিযোগ পেয়েছি।
তিনি জানান, মানুষের অগোচরে রেজিস্ট্রেশন করা ভুয়া সিম বিক্রির দায়ে মো. হোসেন টিটু (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। ২০টি রবি সিম ভুয়া ঠিকানায় অ্যাক্টিভ করে বিক্রি করার সময় তাকে আটক করা হয়। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যেভাবে হচ্ছে সিম জালিয়াতি
অনুসন্ধানে জানা গেছে, স্বাভাবিকভাবে একজন গ্রাহক একটি থেকে সর্বাধিক পাঁচটি সিম কিনে থাকেন। এ সময় সিম কেনার জন্য গ্রাহক তার ছবি ও জাতীয়/ভোটার পরিচয়পত্রের ফটোকপি, জাতীয়তা সনদ, ড্রাইভিং সনদ, সরকার দ্বারা ইস্যুকৃত অন্য বৈধ সনদ জমা দেন। সিম ক্রয়ের সময় মোবাইল অপারেটরের কাছে এসব ডকুমেন্টের কপি থেকে যায়। আর আঙ্গুলের ছাপ নেয়ার সময় কৌশলে নেয়া হয় একাধিক ছাপ। পরে অতিরিক্ত আঙ্গুলের ছাপ, ছবি বা বৈধ পরিচয়পত্রের কপি ব্যবহার করে ওই গ্রাহকের নামে আরও সিম নিবন্ধন করে, সেই সক্রিয় সিমগুলো বিক্রি করা হয় খোলা বাজারে।
আপনার নামে কয়টি সিম এখনই জানুন
অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেন না তার নামে (জাতীয় পরিচয়পত্রের নম্বরের বিপরীতে) কয়টি সিম (সংশ্লিষ্ট মোবাইলফোন অপারেটর) রেজিস্ট্রেশন হয়েছে।
মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। তবে এজন্য আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।
আসুন, জেনে নেয়া যাক কীভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-
প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রিপেইড ও পোস্ট পেইড কোন কম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল