| ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

৫ বছরের বালিকার ৭০ বার অপারেশন,কে এই বালিকা

স্বাস্থ্য ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ১৪ ১৯:০৭:৩৫
৫ বছরের বালিকার ৭০ বার অপারেশন,কে এই বালিকা

তিনি বিদেশে নিয়ে মেয়ের যথাযথ চিকিৎসায় সহায়তা চেয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। শাহাদের পিতা আল খিদাইশ বলেছেন, শাহাদের বয়স যখন দুই বছর তখন সে একটি উত্তপ্ত ধাতবখ- গিলে ফেলে। এতে তার অন্ননালী ও পাকস্থলির মারাত্মক ক্ষতি হয়। তবে শাহাদ কি ধাতবখ- গিলেছে সে সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলেন নি। খবর মানবজমিনের।

তবে এটা বলেছেন, ওই ঘটনার পর শাহাদ আর স্বাভাবিক হয় নি। সে কোনো কিছুই গিলতে পারে না। খেতে পারে না কিছু। এমনকি পানি পর্যন্ত পান করতে পারে না। তাকে নাক দিয়ে একটি পাইপের মাধ্যমে খাবার খাওয়ানো হয়। আল খিদাইশ আরো বলেছেন, এ ঘটনার পর শাহাদকে প্রথমে নেয়া হয়েছিল সৌদি আরবের আল খোবারে অবস্থিত সা’দ হাসপাতালে। সেখানে তাকে দু’সপ্তাহ রাখা হয়। কৃত্রিম ব্যবস্থায় সেখানে শ্বাস-প্রশ্বাস চলছিল শাহাদের।

পরে তাকে একটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ওই একই শহরে। তারপর শাহাদকে নেয়া হয় রিয়াদে বাদশা ফাহদ মেডিকেল সিটিতে। এখানে শাহাদের অন্ননালী ও পাকস্থলি বড় করার জন্য প্রতি দু’সপ্তাহে একবার এন্ডোস্কপিক অপারেশন করা হয়। এ সময় তার পাকস্থলিতে একটি খাদ্য গ্রহণের পাইপ স্থাপন করা হয়। কিন্তু কোনো উন্নতি হয় নি। তাকে এভাবেই কাটাতে হয়েছে আড়াই বছরের মতো।

আল খিদাইশ বলেছেন, এরপর শাহাদের অবস্থার আরো অবনতি হয়। এন্ডোস্কপিক অপারেশন করে তার অন্ননালী বিস্তৃতকরণের সময় তা ফুটো হয়ে যায়। শুধু বাদশা ফাহদ মেডিকেল সিটিতেই শাহাদের ওপর প্রায় ৫০ বার এ অপারেশন করা হয়। সেখান থেকে শাহাদকে স্থানান্তর করা হয় রিয়াদে বাদশা খালেদ ইউনিভার্সিটি হাসপাতালে।

সেখানেও তার খাদ্যনালী ও পাকস্থলি বিস্তৃত করতে বেশ কিছু অপারেশন করানো হয়। কিন্তু এতেও কোনো সুফল আসে নি। উল্টো শাহাদের অবস্থার অবনতি হচ্ছে দিনকে দিন। তাই তিনি সরকারের কাছে সহায়তার আবেদন করেছেন, যেন তার মেয়েকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পারেন।

ক্রিকেট

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ...

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম দেশের হয়ে খেলতে গিয়ে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন। ...



রে