উত্তাল সমুদ্রে ৭ দিন, আল্লাহ বাঁচালেন ইমরানকে
আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। উদ্ধার হওয়া ইমরান উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের ট্রলার মালিক ইসমাইলের ছেলে।
জানা যায়, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের ইসমাইলের মালিকানাধীন এফবি ইমরান নামে একটি ট্রলার ১২ জন মাঝিমাল্লা নিয়ে গত সোমবার সমুদ্রে মাছ শিকার করতে যায়। পরদিন সাগর থেকে মাছ শিকার করে ঘাটে ফিরে আসার পথে বলেশ্বর নদের মোহনায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। শরীরের ভারসাম্য হারিয়ে মুহূর্তের মধ্যেই ইমরান ট্রলার থেকে সাগরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত শনিবার রাতে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গের রায়দীঘী মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি রবিন দাসের বরাত দিয়ে মোস্তফা চৌধুরী জানান, রায়দিঘি থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পশ্চিমবঙ্গের ট্রলারের মাঝি মনোরঞ্জন দাস একজন মানুষকে সমুদ্রে ভাসতে দেখেন। এর পর কাছে যেতেই ইমরানকে দেখতে পান তারা। তড়িঘড়ি করে তাকে উদ্ধার করা হয়। এরপর গত শনিবার সকালে ইমরানকে পশ্চিমবঙ্গের রায়দিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে ইমরানকে রায়দিঘির একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
মোস্তফা চৌধুরী আরও জানান, পরনের লুঙ্গি ফুলিয়ে সেটা আকঁড়ে সাগরে ভাসছিল ইমরান। পুরো তিনদিন সমুদ্রে লুঙ্গি ফুলিয়ে ভেসে ছিল সে। তিনদিন পর তাকে উদ্ধার করে ভারতীয় মৎসজীবীরা। উদ্ধার হওয়ার পর ইমরান খান জানায়, লুঙ্গির জন্যই প্রাণে বেঁচে যায় সে।’ইমরানকে উদ্ধারকারী মনোরঞ্জন দাস বলেন, ‘আমরা দেখলাম ইমরান লুঙ্গি ফুলিয়ে সেটা আকঁড়ে ভাসছিল। এরপরই ওকে ট্রলারে তুলে নিই আমরা।’
তিনি আরও জানান, লাইফ জ্যাকেট ছাড়া এ অবস্থায় উত্তাল সমুদ্রে ভেসে থাকা প্রায় অসম্ভব। ইমরান পরনের লুঙ্গি খুলে তাতে কায়দা করে হাওয়া ভরে ফুলিয়ে সমুদ্রে ভেসে ছিল বলে জানিয়েছে।
ইমরানের বাবার ট্রলারের মাঝি আব্বাস উদ্দিন বলেন, ‘সাগর থেকে মাছ শিকার করে কিনারে আসার পথে বলেশ্বর নদের ৬০ কিলোমিটার দক্ষিণে হঠাৎ ঝড়ের কবলে পড়লে তাৎক্ষণিক ট্রলার থেকে ছিটকে পড়ে যায় ইমরান। পরে আবহাওয়া ভালো হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যায়নি।’
এদিকে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে ইমরানকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী।
- ৮ রানে ৬ উইকেট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড
- নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভারতে আ’লীগ নেতাকর্মীদের জালজালিয়াতিতে অতিষ্ঠ কলকাতার প্রশাসন
- প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত
- বড় সুখবর, ১০ লাখ শ্রমিক নিতে চাই যে দেশ
- হঠাৎ একি হলো পেঁয়াজের বাজারে
- স্বর্ণের দাম নিয়ে ভবিষ্যদ্বাণী, দেখেনিন দাম কমবে না বাড়বে
- বাংলাদেশকে নিয়ে সুর পাল্টালো ভারত
- ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাজপথে দলীয় কর্মীরা
- জর্দা না সিগারেট, মানুষের শরীরের জন্য সবচেয়ে ক্ষতি করে কোনটি, বাঁচতে চাইলে জেনেনিন
- আজ বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- দুপুরের মধ্যেই ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ের শঙ্কা
- মাঠে নামার আগে নাহিদ রানাকে চরম অপমান করলেন জিম্বাবুয়ের অধিনায়ক
- আজকের সিঙ্গাপুরের ডলার রেট
- তালিকায় রয়েছে ড. ইউনূস ও ট্রাম্প