| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

অভিষেকেই জ্বলে উঠলেন নেইমার, পিএসজি জিতলো ৩ গোলে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ১৪ ১২:০০:১৫
অভিষেকেই জ্বলে উঠলেন নেইমার, পিএসজি জিতলো ৩ গোলে

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার রাতে গুইনগ্যাম্পের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে প্যারিস জায়ান্ট পিএসজি। আত্মঘাতী গোলে লিড নেয়ার পর এডিনসন কাভানির মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করিয়েছেন নেইমার, শেষে নিজেই নাম লিখিয়েছেন স্কোরশিটে।

ম্যাচের বাঁশি বেজেছে মাত্র, দর্শকরা হয়ত নড়েচড়ে বসারই সময় পাননি, নেইমারের পায়ে বল। সেটিও প্রতিপক্ষের বক্সে থাকা অবস্থায়। প্রথম মিনিটে সেদফা ডি মারিয়ার ক্রসে বল পেয়ে ঠিকানা খুঁজে নেওয়া হয়নি নেইমারের। কিন্তু ম্যাচের বাকি অংশের পুরোটা জুড়ে থাকল স্বাগতিকদের রক্ষণে তার ভীতি ছড়ানো ফুটবলের ঝলক।উদযাপনের ভঙ্গিটা আগের মতই আছে?

যার সুফল আসতে পারতো ৩৫ মিনিটের সময়। নেইমারের বানিয়ে দেওয়া বলে মাথা ছুঁইয়ে ক্রসবারে লাগিয়ে সেদফা হতাশ হন মার্কুইনোস। এক মিনিট পর কাভানির দূরপাল্লার শটে দেয়াল হয়ে দাঁড়ান স্বাগতিক গোলরক্ষক। পরে আরও কয়েকটি আক্রমণ শানিয়েও পিএসজিকে গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় প্রথমার্ধে।

মধ্যবিরতির পর ফিরে আক্রমণের ধারটা ধরে রাখে পিএসজি। ম্যাচের ৫২ মিনিটে গুইনগ্যাম্পের জর্ডান ইকোকো ব্যাকপাস দিয়ে নিজেদের জালেই বল জড়ালে এগিয়ে যায় অতিথিরা।

দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। গোলটাতে সমান অবদান থাকল নেইমারের। ব্রাজিল তারকার রক্ষণচেরা নিখুঁত এক পাসে প্রতিপক্ষের জালমুখ খোলেন কাভানি।

পিএসজির জয়টা তখন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু কী যেন একটা না পাওয়ার আক্ষেপ ঘুরছিল গুইনগ্যাম্পের আকাশে-বাতাসে! নেইমারের অভিষেক গোলটা যে দেখা হয়নি তখনো! রেকর্ড ট্রান্সফারের মালিক হতাশ করেননি। ৬৭ মিনিটে একটি সুযোগ হাতছাড়ার পর ৮০ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ালেন, নেইমার দমলেন না। ম্যাচের ৮২ মিনিটেই এল সেই মাহেন্দ্রক্ষণ।ফাউলের শিকার নেইমার

সেসময় প্রথম চেষ্টায় বলে-মাথার জাদু ঠিক মিলল না নেইমারের। পরে কাভানি যেন ধার শোধ করতে মরিয়া হলেন। বল ঠেলে দিলেন নেইমারের দিকে। ডান পায়ের আলতো টোকায় নেইমারও স্বাগতিক গোলরক্ষককে বোকা বানালেন। পূর্ণ হল ষোলোকলা।

রাতের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো ৪-১ গোলের বড় জয় পেয়েছে দিজোঁর বিপক্ষে। রাদামেল ফ্যালকাও অসাধারণ এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন। তবে মোনাকো এদিন সেরা খেলোয়াড় কাইলিয়ান এমবাপেকে মাঠে নামায়নি। তার পিএসজিতে আসার গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছে এই বেঞ্চ-গরম করার খবর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে