| ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

জাতীয় দলে সবচেয়ে বড় ‘চমক’ ইয়াসিন আরাফাত

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ আগস্ট ৩১ ২২:০৩:২৩
জাতীয় দলে সবচেয়ে বড় ‘চমক’ ইয়াসিন আরাফাত

অনেকের কাছে নতুন মুখ হলেও লাল সবুজ জার্সি গায়ে দেয়াটা এই প্রথম নয় ইয়াসিন আরাফাতের। তিনি ছোট বয়স থেকেই বাংলাদেশ দলের সদস্য। তা বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে। ইয়াসিন আরাফাত জানান, আমি অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে খেলেছি। এবার ডাক পেলাম সিনিয়র জাতীয় দলে।’ অল্প বয়সে অনেক ফুটবলারই বাংলাদেশ দলে ডাক পান। আবার ঝরেও যান দ্রুত। কিন্তু সেই কাতারে থাকতে নারাজ আরাফাত।

তার মতে, আমি দশ বছর জাতীয় দলে খেলতে চাই। নিজেকে আরো পোক্ত করতে চাই। দিতে চাই দেশকে আরো কিছু।

এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা আরাফাতের। এর আগে সর্বশেষ তৃতীয় বিভাগ লিগে গায়ে তোলেন কদমতলা সংসদের জার্সী। ২০১৫ সালে পাইওনিয়ার লিগে আরামবাগ ফুটবল অ্যাকাডেমীর হয়ে ঢাকার ফুটবলে অভিষেক তার।

শুধু প্রতিপক্ষের আক্রমন ঠেকানোই কাজ নয় ইয়াসিন আরাফাতের। গোল করতেও দক্ষ তিনি। আবার গোলের উৎসও ইংরেজিতে অর্নাস পড়া ফুটবলারটি। তার দেয়া তথ্য, ‘আমি এবার প্রিমিয়ার ফুটবলে কোনো গোল করতে না পারলেও আমার পাস থেকে গোল হয়েছে ৬-৭টির মতো। এর চারটি ছিল আমার কর্নার কিক। বাকীগুলো আমার ক্রস থেকে।. বাবা মায়ের একমাত্র ছেলেটি জানান, আমি অনূর্ধ্ব-১২ জাতীয় দলে মালয়েশিয়ার সুপার মক কাপে তিনটি, অনূর্ধ্ব-১৫ সাফে শ্রীলংকা এবং ভুটানের বিপক্ষে একটি করে গোল করেছি। এছাড়া ঢাকা লিগে পাইওনিয়ার লিগে তিনটি, তৃতীয় বিভাগ লিগে দুটি গোল করেছি।’ কর্নার ছাড়াও পেনাল্টি এবং ফ্রি-কিক স্পেশালিস্ট তিনি।

শিরোপার স্বাদ নেয়া আছে ইয়াসিন আরাফাতের। মালয়েশিয়ায় সুপার মক কাপে দুই বার প্লেট পর্বে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের সদস্য তিনি। তাদের কল্যানেই পাইওনিয়ার চ্যাম্পিয়ন হয় আরামবাগ ফুটবল অ্যাকাডেমী। কদমতলা সংসদ রানার্সআপ হয় তৃতীয় বিভাগে। এবার এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে তিনি লাল-সবুজ জার্সী গায়ে মাঠে নামেন শ্রীলংাকর বিপক্ষে। সে ম্যাচে জয় বাংলাদেশের। ২০১৭ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে কাতারের বিপক্ষে ২-০ গোলে জয় পওয়া দলেরও সদস্য তিনি। এবার বিপিএল’এ তিনি ২৪ ম্যাচের ২৩টিতেই খেলেছেন। শুধু সাইড বেঞ্চে ছিলেন মোহামেডানের বিপক্ষে। তথ্য দেন ইয়াসিন আরাফাত।

তবে এবারই তিনি জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পাবেন তা ভাবতে পারেননি। জানান, ‘ক্যাম্পে ডাক পাবো এই আত্মবিশ্বাস ছিল। কিন্তু ফাইনাল স্কোয়াডে চান্স হবে এতোটা চিন্তা করিনি। যখন কোচ আমার নাম ঘোষনা করলেন তাজিকিস্তান গামী দলে তখন খুব খুশী লেগেছে। ভাষায় প্রকাশ করতে পারবো না তা। প্রতিক্রিয়ায় বলেন,স্রেফ কঠোর পরিশ্রমেরই ফল এটি।’ ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ না হলেও কষ্ট থাকবে না তার। ইয়াসির আরাফাত জানালেন, যদি খেলার সুযোগ না পাই তাহলে ভবিষ্যতে আরো ভালো করা জেদ চাপবে।

নারায়রগঞ্জের কোচ আসলাম চৌধুরীর হাতে তার ফুটবল শিক্ষা। বাবা হারুনুর রশীদ প্রধানও তাকে উৎসাহ দেন। আজ সকালে কমলাপুর স্টেডিয়ামে জাতীয় দলে ডাক পাওয়ার খবর শুনেই সাথে সাথে বাবাকে ফোনে জানিয়েছি। বাবাও খুব খুশী হয়ে বলেছেন আরো ভালো করতে। নারায়ানগঞ্জ জেলারই জাতীয় দলের সাবেক লেফট ব্যাক ওয়ালী ফয়সাল তার প্রিয় ফুটবলার দেশে। বিদেশে ব্রাজিলের লেফট ব্যাক মার্সেলো।

ক্রিকেট

একটা বাচ্চা ছেলেও বলবে এটা ম্যাচ ফিক্সিং ছিলো

একটা বাচ্চা ছেলেও বলবে এটা ম্যাচ ফিক্সিং ছিলো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই উত্তেজনা, নাটকীয়তা আর কিছুটা সন্দেহ। অনেকের চোখে এটি একটি দুর্দান্ত ...

পাকিস্তান ও চীন সীমান্তের মত বাংলাদেশ সীমান্তেও চুপসে যাচ্ছে ভারত

পাকিস্তান ও চীন সীমান্তের মত বাংলাদেশ সীমান্তেও চুপসে যাচ্ছে ভারত

ভারত-পাকিস্তান বা ভারত-চীন সীমান্তে সতর্ক অবস্থানে থাকলেও, বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) বরাবরই আগ্রাসী ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে