| ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গর্ভধারণ করে বিপদে সবচেয়ে স্থূলকায় হতে চাওয়া নারী

স্বাস্থ্য ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ১৩ ১৫:৫৩:৩৮
গর্ভধারণ করে বিপদে সবচেয়ে স্থূলকায় হতে চাওয়া নারী

কীভাবে নিজের যৌনতা নিয়ন্ত্রণ করে- তা নিয়ে গত বছর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন মনিকা। প্রতিদিন ১০ হাজার ক্যালোরি খাবার প্রয়োজন হয় তার। কিছুদিন আগেও এই নারীর ওজন ছিল ৫০ স্টোন বা ৩১৭ কেজি। একটি চোঙা দিয়ে খাইয়ে দিতে হয় তাকে।

এর আগে দুইবার গর্ভপাত হয়েছে মনিকার। এবার সুস্থভাবে একটি সন্তান দেয়ার জন্য নিজের ওজন কমাতে চাইছেন তিনি।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা মনিকা বলেন, ‘জীবনের এ সময় আমি বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারী হতে চেয়েছিলাম। আমি শুধু বিছানায় পড়ে থাকতে চেয়েছি এবং আরও বেশি খেয়েছি। কিন্তু এখন আমি সন্তানসম্ভবা। আমার জন্য একটি সতর্কবার্তা।’

গত বছরের গ্রীষ্মে প্রথমবারের মতো গর্ভবতী হন মনিকা। তখন নিজের অনাগত শিশুর কথা না ভেবে স্থূল হওয়ার মিশন অব্যহত রাখেন তিনি। ১২ সপ্তাহ পরে এক পরীক্ষায় দেখা যায়, তার ভ্রুণের একটি হাত এবং শরীরের নিচের অংশ নেই। পরে মনিকা এবং তার বয়ফ্রেন্ড সিদ আরেকটি বাচ্চা নেয়ার চেষ্টা করেন। কিন্তু ১৪ সপ্তাহের মাথায় তার গর্ভপাত হয়।

চলতি বছরের মার্চে মনিকা বুঝতে পারেন, তিনি আবারও গর্ভবতী হয়েছেন। বর্তমানে তার গর্ভধারণের ১৫ সপ্তাহ চলছে। এখন নিজের ওজন কমিয়ে আনতে চাইছেন এই নারী। আর কোনও সন্তান হারাতে চান না তিনি।বর্তমানে মনিকা

গত ১০ সপ্তাহে তার ওজন কমেছে ১৪ স্টোন। তিনি বলেন, ‘সন্তান লালন-পালনের মতো সক্ষম হতে চাই আমি। আমি ওকে লালন-পালন করতে চাই। ওর সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে থাকতে চাই। সেটা কখনোই সম্ভব হবে না, যদি আমি নড়াচড়া করতে না পারি।’

ক্রিকেট

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ...

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম দেশের হয়ে খেলতে গিয়ে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন। ...



রে