নবদম্পতিসহ চারজন নি'হত, পরিবারে হাহাকার
এই ঘটনার পর শোকে কাতর নি'হতদের পরিবার। ইম'রানের মা বিউটি বেগমকে (৬৫) ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হচ্ছে। কারণ চেতনা ফিরলেই তিনি ছেলেকে খুঁজছেন। চাচ্ছেন ছেলের সঙ্গে কথা বলতে।
দুর্ঘ'টনায় ইম'রানের মৃ'ত্যুর ঘটনাটি বিউটি বেগম শুনেছেন একবার। তবে তিনি বিশ্বা'স করেননি এখনো। কারণ যখন ছেলেকে (মৃ'ত অবস্থায়) শেষবার দেখানো হয়েছিল, তখন বলা হয়েছিল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থেকে পরিবারের সবাই মাকে বোঝানোর চেষ্টা করছেন, তাঁর ছেলে এখনো হাসপাতালে বেঁচে আছেন। তবে মাকে বলা হচ্ছে, ইম'রান কথা বলতে পারবেন না। কারণ তিনি অচেতন হয়ে হাসপাতালে পড়ে আছেন। তবে মাকে কী' আর থামানো যায় ভুল-ভাল বলে! মা ঠিকই সচেতন হয়েই ছেলের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাচ্ছেন।
এই যেমন সোমবার সকালে ইম'রানের বাবা আবুল কালাম মুঠোফোনে কাকে যেন বলছিলেন, তাঁর ছেলে মা'রা গেছেন। ঘুমের ঘোরেও বিউটি বেগম ঠিকই শুনে ফেলেছেন ছেলে নি'হত হওয়ার কথা। একটু পরই ঘরের দরজা খুলে কাউকে না বলে চলে যাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে! বাসার গেট থেকে বেশ কিছু দূর চলেও গিয়েছিলেন। আর ঠিক তখনই সেজ ছেলে কাম'রুল ইস'লাম (২৬) বনানী কবরস্থান থেকে ইম'রানের কবর জিয়ারত করে ফিরছিলেন। মায়ের এই অবস্থা দেখে কাম'রুল হতভম্ব হয়ে যান। পরে মাকে বাসায় নিয়ে যান তিনি।
বাসায় যাওয়ার পর মা বিউটি বেগম বিলাপ করতে করতে বলতে থাকেন, ‘আমা'র ছেলেকে এনে দে। আমি তার সঙ্গে ফোনে কথা বলতে চাই।’ এই বলে ছেলেদের সামনেই গু'ম'রে কেঁদে উঠেন মা। বলছিলেন কাম'রুল ইস'লাম।
রাজধানীর মগবাজারের নয়াটোলায় র্যাব ৩-এর কার্যালয় ঘেষে কাম'রুল ইস'লাম'দের বাড়ি। বাড়িতে গিয়ে দেখা যায়, কাম'রুল ও তাঁর আরেক ছোট ভাই এবং ফুফা কাঁদছেন। সবাই জড়ো হয়ে বসে আছেন ফ্ল্যাটের মেঝেতে। বিউটি বেগমকে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে রাখা হয়েছে।
সিলেটে বেড়ানোর সময় সাদিয়া আক্তার সাথী ও তাঁর বান্ধবী জান্নাত ও বন্ধু আকিবুল। তাঁদের কেউ আর বেঁচে নেই। ছবি : সংগৃহীত
তখন কাম'রুল ইস'লাম বলেন, ‘মাকে থামানো যাচ্ছে না। ঘুমের বড়ি খাইয়ে তাঁকে অচেতন করে রাখা হচ্ছে। মাঝেমধ্যে ঘুম ভাঙলেই কাউকে না বলে উঠে দৌঁড় দিচ্ছেন হাসপাতালের দিকে। কখনো ছেলেকে চাচ্ছেন ফোনে। কিন্তু ছেলে তো নেই! কাকে ফোনে ধরিয়ে দেব? তাই মাকে সান্ত্বনা হিসেবে বলা হচ্ছে, ছেলে এখনো বেঁচে আছে হাসপাতালে।’
কাম'রুল বলেন, ‘আমা'র ভাবির (সাদিয়া আক্তার সাথী) মায়ের অবস্থাও খুব খা'রাপ। তাঁকে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে রাখা হচ্ছে। কারো সঙ্গেই কথা বলছেন না তিনি। রোববার ভাবিদের বাসায় গিয়েছিলাম। দেখে এসেছি তাঁর মায়ের অবস্থাও খুব খা'রাপ। ভাবির বাবা মোরশেদুর রহমান খোকনেরও অবস্থা একই। জামাই-মেয়ের শোকে কারো মুখের দিকে তাকানো যায় না।’
পরে সোমবার বিকেলে খিলগাঁওয়ের কুমিল্লা হোটেলের কাছে ৮৩৪ নম্বর বাসায় প্রবেশ করলে দেখা যায়, সাথীর মা কাঁদছেন। সঙ্গে সাথীর ছোট ভাইও কাঁদছেন। ঘরের ভেতরে প্রবেশ করতেই সাথীর মা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমা'র মেয়ে-জামাই মইরা গ্যাছে। আমা'র মেয়ে শ্বশুরবাড়ি যাইতে পারল না। আগেই চলে গেল। কত সখ ছিল সাথীর। কিছুই হইল না।’
বলতে বলতে আবারও কেঁদে উঠেন সাথীর মা। তাঁর কা'ন্নায় পরিবেশটা এমন হয়ে উঠে যে নামটাও জানা সম্ভব হয়নি।
সাথীর মা আরো বলেন, ‘আমা'র সব শ্যাষ হয়ে গেছে। সব স্বপ্ন শ্যাষ। আমি এহন কী' লইয়া বাঁচুম?’ এরপর চি'ৎকার করে কাঁদতে শুরু করেন তিনি। পাশে থাকা ছোট ভাই জানান, তাঁর মা ঘুম থেকে উঠেছে একটু আগে।
এর আগে কাম'রুল ইস'লাম বলেন, ‘জুলাই মাসের ১৭ তারিখে আমা'র ভাই-ভাবির কাবিন হয়। কথা ছিল আগস্টের ২৩ তারিখে আম'রা ভাবিকে উঠিয়ে নিয়ে আসব। গত ১৪ আগস্ট আমা'র ভাবি, সাথীসহ তাঁর আরো তিন বন্ধু সিলেটে হ'জরত শাহাজালাল (র.)-এর মাজার জিয়ারত করতে যান। এদিকে ১৫ আগস্ট বনানীর কবরস্থানের ডেকোরেশনের সব দায়িত্ব ছিল আমাদের। ফুল দেওয়াসহ সব ধরনের ডেকোরেশনের কাজ আমি আর ইম'রান করেছিলাম। পরে ১৫ আগস্ট বনানীর কাজ শেষ করে ওখান থেকেই ভাবিকে আনতে প্রাইভেট'কার নিয়ে রওনা দেই সিলেটের পথে।’
‘সিলেটে মাজার জিয়ারত শেষে সেখানে একদিন অবস্থান করে ১৬ তারিখ রাতে রওনা দেই ঢাকার পথে। গাড়িতে মোট পাঁচজন ছিলেন। আমা'র ভাই গাড়ি চালাচ্ছিলেন। পথে দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদীর শিবপুরের কারারচরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট'কারটির সং'ঘর্ষ হয়। এতে আমা'র ভাই ইম'রান, ভাবি সাথী, ভাবির বান্ধবী জান্নাত রাইসা (২৫) ও বন্ধু আকিবুল হক রিফাত (২৭) নি'হত হন। আরেক বন্ধু রফিকুল ইস'লামকে (২৫) গুরুতর আ'হত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সাথী, জান্নাত ও আকিবুল ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন।
- ৮ রানে ৬ উইকেট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড
- নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চরম দু:সংবাদ : ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- আজ বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- হঠাৎ একি হলো পেঁয়াজের বাজারে
- হাসিনার বিরুদ্ধে ফেটে পড়ল ভারত! বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ ভারতীয় সাংবাদিক
- ফাঁদে পড়লেন ওবায়দুল কাদের, এবার পালাবেন কোথাই
- বাংলাদেশকে নিয়ে সুর পাল্টালো ভারত
- ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাজপথে দলীয় কর্মীরা
- I Love You নয়, বলুন এই কথাগুলো – প্রেমে পড়বে সেকেন্ডেই
- পিএসএলে ইতিহাস গড়লেন হাসান আলি, ভাঙলেন ওয়াহাব রিয়াজের রেকর্ড
- কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ
- লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস: ম্যাচ শুরুর সময়, একাদশ ও পরিসংখ্যান
- ভয়াবহ ভূমিকম্প : বিধ্বস্ত ৮০ ভাগ সরকারি ভবন