| ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

এখনো ভয়ে আঁতকে উঠি : কাতার প্রবাসীর কান্না

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ আগস্ট ০১ ০০:১২:১২
এখনো ভয়ে আঁতকে উঠি : কাতার প্রবাসীর কান্না

তিনি বলেন, প্রাণভয়ে কিছুদিন সেখানে থেকে অনেক কষ্টে টাকা-পয়সার ব্যবস্থা করে দেশে পালিয়ে এসেছি। আমার মতো আলমগীর, রুবেল অনেকে খুব কষ্টে সেখানে মানবেতর জীবনযাপন করছেন। বিদেশে একটা ঘরে বন্দি ছিলাম। কখনো খেতে পারতাম, কখনো পারতাম না।

সাইফুল বলেন, দিনের পর দিন এই অবস্থায় পাগলপ্রায় হয়ে যাচ্ছিলেন তিনি। ইয়াকুব আলীর কয়েকটা ফোন নম্বরে ফোন দিলে সে ফোন ধরতো না। এই অবস্থায় এলাকার এক লোক দয়া ধরে বিদেশ থেকে গত এক সপ্তাহ আগে বাড়িতে পাঠায়।

তিনি বলেন, বড় স্বপ্ন নিয়ে কাতার গিয়েছিলাম। কিন্তু সেখানে কোনো কাজ করতে পারিনি। দিনের পর দিন একটি ঘরে চোরের মতো থাকতে হয়েছিল। কখনো রুটি, পানি ও শুধু পিয়াজ দিয়ে মাখিয়ে ভাত খেতে হতো, বেশির ভাগ সময় উপোস থাকতে হতো। না খেয়ে শরীর চিকন হয়ে মরার উপযুক্ত হয়েছিলাম। এখনো সেই দিনের কথা মনে পড়লে ভয়ে আঁতকে উঠি। হয়তো আর ক’দিন থাকলে সেখানে না খেয়ে মরেই যেতাম।

সাইফুল বলেন, সাতগাঁও এলাকার আঐ গ্রামের কাতারপ্রবাসী ইয়াকুব আলীর মা আলপিনা বেগম আমাদের কাছ থেকে দুই কিস্তিতে ৩ লাখ টাকা নিয়েছেন। লিখিত কাগজও দিয়েছিলেন বিদেশে কিছু হলে টাকা ফেরত দিবে। অথচ বিদেশ থেকে ফেরত আসার পর টাকা দেবে তো দূরের কথা কোনো কথাই বলা যাচ্ছে না।

এভাবে শুধু আমাকে না, অনেক মানুষকে তিনি ছেলেকে দিয়ে কাতারের ভিসা দিয়ে চাকরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার স্বামীর নাম নোয়াজ আলী। পেশায় কাঠমিস্ত্রি।

সাইফুলের চাচি জোছনা ভানু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঋণ করে সাইফুলকে টাকা দিয়েছি কাতার যাওয়ার জন্য। কাতার প্রবাসী ইয়াকুব আলীর মা আলপিনা আমাদের কাছ থেকে সাইফুলকে কাতার নিয়ে ভালো চাকরি দেবে বলে ৩ লাখ টাকা নিয়েছেন। কিন্তু এখন সেই টাকা চাইতে গেলে নানা কথা বলছেন।

তিনি বলেন, আমাদের বাড়িতে দু’জন বিবাহযোগ্য মেয়ে রয়েছে। টাকার অভাবে তাদের বিয়ে দিতে পারছি না। ঋণ করে টাকা নেয়াতে পাওনাদার এসে আমাদের নানা কথাবার্তা বলছেন। আমরা গরিব, কি করে ওই ঋণ শোধ করবো- বলেন দিশাহারা জোছনা বানু।

ভূনবীর ইউনিয়ন পরিষদের মেম্বার বদরুল আলম বকুল বলেন, ঘটনা সত্যি। এই আলপিনা বেগমের বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে অবৈধভাবে অর্থ আত্মসাতের আরো অভিযোগ রয়েছে। তার আপন দেবর তাহের আলীর কাছ থেকেও প্রতারণা করে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এটা নিয়ে মৌলভীবাজার আদালতে মামলাও হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান চেরাগ আলী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই আলপিনা বেগম খুবই বিপজ্জনক। সাতগাঁও এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। নারী বলে তাকে কেউ কিছু বলার সাহস করে না। কেউ যদি সেই নারীর নামে মামলা করেন তার সাক্ষী হিসেবে আমি আদালতে দাঁড়াবো। সূত্র : মানবজমিন

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

চলে যাওয়ার আগেদেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস

চলে যাওয়ার আগেদেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস

জাতীয় দলের হয়ে সবশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন ইমরুল কায়েস। ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে