| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ জুলাই ২৭ ১৮:৪৮:৫৪
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

শনিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে অন্যান্য তথ্যের পাশাপাশি শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮ থেকে শনিবার (২৭ জুলাই) সকাল ৮ পর্যন্ত এই ২৪ ঘণ্টার হিসাবও তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার সারাবাংলাকে বলেন, ‘২০১৮ সালে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১০১৩৮ জন রোগী। সেটি ছিল এ পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু এ বছর সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।’

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়, ‘ঢাকা শহর এবং ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে বিগত ২৪ ঘন্টায় ৬৫১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ২৭ জন, সিলেট বিভাগে ৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এছাড়া ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৪৩ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ২৩৩ জন, মিটফোর্ড হাসপাতালে ৭ জন, ঢাকা শিশু হাসপাতাল ৯ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২২ জন, বারডেম হাসপাতালে ১২ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৯ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন রোগী। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০৬ জন রোগী। এদের মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, স্কয়ার হাসপাতালে ১২ জন, সেন্ট্রাল হাসপাতালে ৩২ জন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও ইউনাইটেড হাসপাতালে ৬ জন, খিদমা হাসপাতালে ১৫ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, অ্যাপোলো হাসপাতালে ১১ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৯ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

ঢাকার বাইরে গাজীপুরে ১৪ জন, মুন্সীগঞ্জে ৩ জন এবং নারায়ণগঞ্জে ২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয় সরকারি প্রতিবেদনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া সরকারি প্রতিবেদনে জানানো হয় শনিবার (২৭ জুলাই) পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে ১ জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৫২৮ জন। এর মধ্যে ৭ হাজার ৮৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। আর বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৭১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। রিপোর্টটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দেখানো হয়েছে ৮ জন।

প্রতিবেদনে বলা হয় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) ও সম্মিলিত সামরিক হাসপাতালে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি নেই। এছাড়াও ২২টি বেসরকারি হাসপাতালে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ভার্সনে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। এই টুর্নামেন্টে খেলার ...

এইমাত্র পাওয়া : ২ বছর পর ওয়ানডে দলে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটার

এইমাত্র পাওয়া : ২ বছর পর ওয়ানডে দলে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটার

দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশ জাতীয় নারী ওয়ানডে দলে জায়গা পেলেন দিলারা আক্তার। ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে