‘পটলকুমার গানওয়ালা’থেকে বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজে
তখনই টেলিপাড়ায় কয়েকজনের মুখে শোনা গিয়েছিল যে টেলিভিশনে ডেবিউ করেই অত্যন্ত অহঙ্কারী হয়ে উঠেছেন তিনি এবং তাঁর বহুবিধ ট্যানট্রামের জন্যই তাঁকে বাদ দেওয়া হয়েছে ধারাবাহিক থেকে। যদিও ‘পটলকুমার গানওয়ালা’-র ইউনিটের সূত্রে জানা যায় যে এই বিষয়টি একেবারেই সত্যি নয়। তবে সত্যিটা কী আসলে? ঠিক কী ঘটেছিল, সেই সময়ে? এবেলা ওয়েবসাইটকে সব কথা খুলে বললেন মৌসুমি দেবনাথ।
তোমার সম্পর্কে শোনা গিয়েছে যে তোমার অনেক ট্যানট্রাম এবং সেই জন্যেই বাদ পড়েছিলে ‘পটলকুমার গানওয়ালা’ থেকে।
মৌসুমি: হ্যাঁ, আমি শুনেছি তবে এটা সত্যি নয়। যাঁরা আমাকে চেনেন তাঁরা এটা খুব ভাল করেই জানেন। আর তাই যদি হতো তাহলে এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস)-এর সঙ্গে আমার এখনও এত ভাল সম্পর্ক থাকত না।
হ্যাঁ, ‘পটলকুমার গানওয়ালা’ ইউনিট-এর অনেকেই কিন্তু বলেছে যে তুমি একেবারেই সেরকম নও। যখনই কলটাইম দেওয়া হতো তুমি ঠিক সময়ে রেডি থাকতে।
মৌসুমি: তাই?? যাঁরা বলেছেন তাঁদের সত্যিই ধন্যবাদ।
তাহলে এই ট্যানট্রামের গুঞ্জনটা উঠল কেন? তোমার কোনও শত্রু রয়েছে এই ইন্ডাস্ট্রিতে?
মৌসুমি: আমি বলতে পারব না। আমি একেবারেই নতুন। ঠিক কেন এই কথাগুলো তখন বলা হল, কারা বললেন, আমার কোনও ধারণাই নেই।
এবেলা.ইন-এ যখন এই ট্যানট্রামের বিষয় নিয়ে লেখা হয়, তুমি কি রেগে গিয়েছিলে আমাদের উপর?
মৌসুমি: না, রেগে যাইনি কারণ সত্যিই কিন্তু ওখানে লেখা হয়নি যে আমার ট্যানট্রাম আছে। ওখানে লেখা ছিল যে গুজব শোনা যাচ্ছে। গুজব তো যা খুশি রটতে পারে।
গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস
শুধু তাই নয়, এই ট্যানট্রামের বিষয়টি নিয়ে অন্য একজন অভিনেত্রীর উদাহরণ দিয়ে বলা হয়েছিল যে যাতে বাংলা টেলিভিশনে আরেকজন ‘...’ না তৈরি হয়, সেই জন্য প্রথমেই সম্ভাবনাটা নষ্ট করে দেওয়া হল।
মৌসুমি: আমি আর কী বলব।
ঠিক কী হয়েছিল তখন? ঐশ্বর্যকে যে আনা হচ্ছে তোমার জায়গায়, সেটা তুমি কবে জানতে পারলে?
মৌসুমি: আমি কিছুই জানতাম না। শ্যুটিং করছিলাম, হঠাৎ আমাকে ডেকে নিয়ে এসে বলা হয় যে ওইদিনই আমার শেষ শ্যুটিং।
তার পর?
মৌসুমি: আমি আসলে খুব ভেঙে পড়েছিলাম। কান্নাকাটি করছিলাম। তখন প্রোডাকশন থেকে আমার বাবাকে ফোন করে বলা হয় আমাকে এসে নিয়ে যেতে।
কিন্তু এই রিপ্লেসমেন্টের কারণটা কী ছিল?
মৌসুমি: আমি সত্যিই জানি না কী কারণ। কিন্তু এটা জানি যে ‘পটলকুমার’ ইউনিটের অনেকেরই খারাপ লেগেছিল বিষয়টা।
বাবা-মা কী বললেন এই ঘটনার পরে?
মৌসুমি: বাবা-মা সারাক্ষণই আমার পাশে ছিল। বাবা আমাকে বলেছিল, যেটা ঘটে গেছে সেই নিয়ে ভাবার কোনও দরকার নেই। আরও ভাল সুযোগ আসবে নিশ্চয়ই। আর আমি মোট ২০ দিন বাড়িতে বসেছিলাম। তার পরেই ‘সুরিন্দর ফিল্মস’ থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। ‘রূপকথা’-র লিড চরিত্রের অফার আসে। ওটা তো এখন করছি আমি।
আর পড়াশোনা?
মৌসুমি: ইংলিশ অনার্স নিয়ে পড়ছি সিটি কলেজে, ফার্স্ট ইয়ারে।
পড়াশোনা ছাড়া আর কী কী হবি তোমার?
মৌসুমি: আমি খুব মুভি দেখতে ভালবাসি। আর নাচ শিখেছি ছোটবেলা থেকে, মমতা শঙ্করের ‘উদয়ন’-এ। ক্রিয়েটিভ ডান্স। তবে তা ছাড়া আমার কনটেম্পোরারি ওয়েস্টার্ন খুব ভাল লাগে। বাড়িতে নিজে নিজেই প্র্যাকটিস করি। আর গান শুনতে ভালবাসি অবশ্যই, গান গাইতেও পারি অল্প স্বল্প।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- সাকিব-মাশরাফিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে নতুন করে আলোচনার ঝড় তুললেন ক্রীড়া উপদেষ্টা