নেইমারকে নিয়ে আবারও নতুন গুঞ্জন
কিন্তু ফরাসি লিগা ওয়ানের ক্লাব লিওঁ’র চেয়ারম্যান জিন মিকেল অলাস বিশ্বাস করেন, নেইমারের মূল্য ২২২ মিলিয়ন ইউরো নয়, তার প্রকৃত মূল্য এক হাজার মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াচ্ছে, প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা।
জিন মিকেল অলাস ফরাসি ক্লাব লিওঁর দীর্ঘদিনের প্রেসিডেন্ট। সেই ১৯৮৭ সাল থেকে। তবে তার প্রনয়ণ করা নতুন ফাইনান্সিয়াল মডেলের ওপর ভর করে লিও অর্ধযুগেরও বেশি একক আধিপত্য বিস্তার করেছিল ফ্রান্সের লিগা ওয়ানে। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ট টানা সাতটি লিগের শিরোপা জিতেছে লিওঁ।
এরপরও জিন মিকেল বিশ্বাস করেন, পিএসজি যে উৎস থেকে অর্থ এনে এত বেশি মূল্য দিয়ে খেলোয়াড় কিনছে, সেটা কোনোভাবেই ফরাসি ক্লাব ফুটবলের জন্য ভালো কিছু নয়।
ফ্রেঞ্চ ফুটবলের সঙ্গে এক সাক্ষাৎকারে জিন মিকেল বলেন, ‘ইউরোপিয়ান লেভেলে কোনো ক্লাব যদি ফাইনান্সিয়াল ফেয়ার প্লে নীতির শর্ত পূরণ না করে, তাহলে সেটা কোনোভাবেই সঠিক নয় এবং এই অবস্থায় ফ্রান্স রাষ্ট্রের পক্ষ থেকেই সংশ্লিষ্ট ক্লাবকে অধিগ্রহণ করা প্রয়োজন।’
লিওঁ ক্লাবের প্রেসিডেন্ট মনে করেন, এ ধরনের ট্রান্সফারগুলো অবশ্যই পর্যবেক্ষণ করা উচিৎ যে, এগুলো নিয়ম-নীতি মেনে হয়েছে কি না। তিনি বলেন, ‘অবশ্যই এ ধরনের ট্রান্সফারগুলো নিয়ম-নীতি মেনে হতে হবে। মিশেল প্লাতিনির উয়েফা থেকে বিদায়ের পর থেকে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে রেগুলেশন একজন বড় রক্ষককে হারিয়েছে। কারণ, ফাইনান্সিয়াল বড় ধরনের কোনো বিষয়ে অবশ্যই আমাদেরকে যাচাই করে দেখা উচিৎ এবং এসব বিষয়কে কন্ট্রোল করা উচিৎ।’
কাতারি বিনিয়োগকারীর সঙ্গে দৌড়ে কুলিয়ে উঠতে পারছে না ফ্রান্সের অন্য ক্লাবগুলো। এ বিষয়টাই যেন গায়ের কাঁটা লিওঁ ক্লাব প্রেসিডেন্টের জন্য। তিনি বলেন, ‘আমরা যখন কাতারি বিনিয়োগকারীর মুখোমুখি হই, যারা তেল এবং গ্যাস থেকে প্রচুর রাজস্ব আয় করে থাকে, তখন তাদের বিপক্ষে আমরা লড়াই করে টিকে থাকতে পারি না।’
বিষয়টাকে পুরোপুরি অসম হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘বিষয়টা পুরোপুরি অসম। কারণ, তারা যে পরিমাণে ব্যায় করছে, সে পরিমাণে রাজস্ব আয় করতে পারবে না। এ বিষয়টা অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করবে। যেটা ইতিমধ্যেই সমস্যা তৈরি করতে শুরু করে দিয়েছে।’
অলাস পিএসজির দিকে ইঙ্গিত করে বলেন, তাদের বাজেট ছিল ৭০০ মিলিয়ন ইউরো। অথচ, আগামী ৫ বছরের জন্য তারা এক নেইমারের জন্যই এক বিলিয়ন ইউরো ব্যা করে ফেলেছে। নেইমারের মূল্য সম্পর্কে বিস্ময়কর সংখ্যাতথ্য উপস্থাপন করে তিনি শঙ্কা প্রকাশ করেন, এই বিষয়টা খুব বাজে একটা নজির স্থাপন করলো। কারণ, পরবর্তী দলবদলগুলোতে অবিশ্বাস্য পরিমাণে মূল্য উঠতে থাকবে।
তিনি বলেন, ‘আমি খুব চিন্তিত এ কারণে যে, এই ট্রান্সফার যদি পুরো ক্লাবের সব সময়ের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে যায়, তাহলে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি করবে। যদিও সাময়িক সময়ের জন্য এটা সবার জন্যই ভালো মনে হবে। কিন্তু এটা বড় ধরনের যে কোনো সমস্যা তৈরি করে দিতে পারে।’
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল