| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

 সালমান শাহর মৃত্যুর দিনটি কেমন ছিল?

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ০৯ ১৬:৫৪:৪১
 সালমান শাহর মৃত্যুর দিনটি কেমন ছিল?

দিনটা ছিল শুক্রবার। সকাল সাতটার দিকে ছেলে শাহরিয়ার চৌধুরী ইমন অর্থাৎ সালমান শাহের সাথে দেখা করতে ইস্কাটনের বাসায় যান বাবা কমর উদ্দিন চৌধুরী। কিন্তু দারোয়ান তাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি।

সালমান শাহর মা নীলা চৌধুরী সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, 'বাসার গেটে থাকা দারোয়ান সালমান শাহর বাসায় তার বাবাকে যেতে দিচ্ছিল না। দারোয়ান তাঁকে বলেছে, স্যার সমস্যা আছে, এখন উপরে যেতে পারবেন না। আগে ম্যাডামকে (সালমানের স্ত্রী) জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে সালমানের বাবা জোর করে উপরে উঠে যায়।'

তিনি বলেন, 'উনি সামিরাকে বললেন ইমনের অর্থাৎ সালমানের সাথে ইনকাম ট্যাক্সের কাজপত্রে সই করানো এবং আরও কিছু কাজ আছে, তাকে ডেকে দিতে। তখন সামিরা জানায় সালমান ঘুমে। তারপর সালমানের বাবা বেডরুমে গিয়ে দেখা করতে চায় কিন্তু সামিরা তাতে বাধা দেয়। তাকে দেড় ঘণ্টা বসিয়ে রাখে।'

সালমান শাহ’র মা নীলা চৌধুরীর কাছে বেলা এগারোটার দিকে ফোন আসে। ফোনকলে জানানো হয়, সালমানকে শেষবারের মতো দেখতে হলে সেই মুহূর্তেই তার বাসায় যেতে হবে। ফোন পেয়ে নীলা তখনই পাগলের মতো ছুটে যায়।

নীলা বলেন, 'সেখানে গিয়ে আমি দেখেছিলাম, আমার ছেলে বিছানায় নিথর পড়ে আছে। কিন্তু যেপাশে তার পা দেবার কথা, সেপাশে মাথা দিয়ে উল্টোদিকে পা করে শোয়ানো ছিল। আমি ভেবেছিলাম জ্ঞান হারিয়ে ফেলেছে। পাশেই সামিরার এক আত্মীয়ের একটি পার্লার ছিল। সেই পার্লারের কিছু মেয়েরা ইমনের হাতে-পায়ে সর্ষের তেল দিয়ে মালিশ করছিল।'

তিনি বলেন, 'আমার ছেলের পায়ের নখ তখন নীল হয়ে গেছে। আমি ওর বাবাকে বললাম, আমার ছেলে তো মরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ইস্কাটনের বাসা থেকে ওকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলাম। সেখানকার ডাক্তাররা জানালো ও আর নেই। আমার ছেলে মৃত।'

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে সালমান শাহ আত্মহত্যা করেছে বলে ঘোষণা করা হয়। তারপর নীলা চৌধুরী খুনের মামলা করতে গেলে পুলিশ সেটাকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেন।

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। প্রথম দিন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে