| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সেন্সরবোর্ডের নোটিশের জবাব দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ জুলাই ০৪ ১৫:১৬:১৪
সেন্সরবোর্ডের নোটিশের জবাব দিলেন শাকিব খান

নোটিশের জবাবে শাকিব খান জবাব দেন, এসকে ফিল্ম এর যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি ‘নকল নয়’। এছাড়া ছবিটির বেশকিছু দৃশ্য নিয়ে যুক্তি তুলে ধরেছেন। আরো উল্লেখ করেন, এটি কোনোভাবেই কোরিয়ান ‘দ্য টার্গেট’ ছবির নকল নয়। এ ছাড়া তামিল ‘ডাইনামাইট’ এর অনুকরণ করে নির্মাণ করা হয়নি। গত ২৪ জুন ‘নকল ছবি কিনা’ তা জানতে চেয়ে ছবির প্রযোজকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠায় সেন্সর বোর্ড। তারই জবাব দিলেন শাকিব খান।

এর আগে ছবিটি নকল ও এর সপক্ষে পরিচালক মালেক আফসারীর নজিরবিহীন বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে অভিযোগপত্র জমা দেয় নাট্য ও বিজ্ঞাপন নির্মাতা আনন্দ কুটুম। বলা হয়, কোরিয়ান ছবি ‘দ্য টার্গেট’ থেকে নকল করা হয়েছে ‘পাসওয়ার্ড’।

অভিযোগপত্রে আনন্দ কুটুম উল্লেখ করেন, পাসওয়ার্ড’ ছবির কোথাও উল্লেখ নেই এটি ‘দ্য টার্গেট’ ছবির কপিরাইট নিয়ে নির্মিত হয়েছে। ছবির কোথাও উল্লেখ নেই এটি বিদেশি সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত। ছবিটির গানের মিল রয়েছে। তাছাড়া ছবির কোথাও কোনো উল্লেখ নেই ছবিটির লোকেশন টার্গেট সিনেমা থেকে অনুসরণ করে।

এদিকে সেন্সর বোর্ডে পাঠানো চিঠির ব্যাখ্যায় প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়, ‘দ্য টার্গেট’ সোয়া ১ ঘণ্টার ছবি। আর ‘পাসওয়ার্ড’ ২ ঘণ্টা ২০ মিনিটের ছবি। একঘণ্টা বেশি এর দৈর্ঘ্য। এছাড়াও ‘দ্য টার্গেট’-এর চরিত্রের সঙ্গে ‘পাসওয়ার্ড’-এর চরিত্র মিলে না। কোরিয়ান ছবিতে কোনো নায়িকা চরিত্র কিংবা খলনায়ক মিশা সওদাগরের মতো চরিত্র নেই।

চিঠির ব্যাখ্যায় সন্তুষ্ট কিনা জানতে চাইলে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, আমরা প্রযোজকের কাছ থেকে নোটিশের জবাব পেয়েছি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা মিটিংয়ে এর সিদ্ধান্ত জানাবো।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে ছবিটি সারাদেশের ১৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’ ছবিটি। কিন্তু মুক্তির আগেই ছবির নির্মাতা মালেক আফসারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাস্তব স্ট্যাটাস দিয়ে নিজেই আগুনে ঘি ঢালেন। তিনি ঘোষণা দেন, নকল প্রমাণ করতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার এবং চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দেবেন। এরপর থেকে চলচ্চিত্রটি নিয়ে নকলের অভিযোগ আনেন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, ইমন ও বুবলী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসানসহ অনেকে।

ক্রিকেট

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ

আসন্ন আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি নজর দিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে তরুণ পেসার নাহিদ ...

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। প্রথম দিন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে