খাতুনগঞ্জ ডুবেছে পানিতে, ছাই হলো আগুনে
এ আর্তনাদ শুধু নাসির উদ্দিনের নয়, এ কান্না চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের শত শত ব্যবসায়ীর। গত তিন মাসে দুর্দশা যেন কিছুতেই পিছু ছাড়াছে না চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে শতকোটি টাকার ক্ষতির পর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজারের একাংশ।
গেল শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে চালপট্টির পুরাতন রাস্তা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি রাইচ মিল, চারটি চালের আড়ত, পাঁচটি মুদির দোকান, একটি টিভি ফ্রিজ মেরামতের দোকান ও একটি চায়ের দোকানসহ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান। আগুনে সর্বশান্ত হয়ে গেছেন ১৬ ব্যবসায়ী। এছাড়া আগুন থেকে বাঁচতে দুই তলা থেকে লাফ দিলে মুসলিম উদ্দিন (৪৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হন। ভেসেছে পানিতে...
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, নিকট অতীতে চাক্তাই খাতুনগঞ্জে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। এতে নগদ টাকাসহ প্রায় ১০ কোটি টাকার পণ্য পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তাদের অভিযোগ, চাক্তাইয়ের নিকটবর্তী লামার বাজার ফায়ার স্টেশনে একাধিকবার ফোন করার পরেও তারা সময় মতো আসেনি। শুরুতে পদক্ষেপ নেয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো।
চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম গোনিউজকে বলেন, ‘চালপট্টি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ফায়ার স্টেশন। খবর দেয়ার পর তারা যথাসময়ে এলেও কাজ শুরু করতে পারেনি। তাদের গাড়িতে পানি ছিল না, যাও আমরা পানির ব্যবস্থা করলাম দেখা গেল তাদের পানি তোলার যন্ত্রটি নষ্ট। ঘণ্টাখানেক পরে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার সার্ভিস থেকে গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করে।’
তবে ব্যবসায়ীদের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ড গোনিউজকে বলেন, ‘এটি ব্যবসায়ীদের সম্পূর্ণ অজ্ঞাতপ্রসূত অভিযোগ, এর কোনো বাস্তব ভিত্তি নেই। আমরা অগ্নিকাণ্ড শুরুর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিভানোর কাজ শুরু করে দিই। পাম্প চালু হতে দেরি হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। আমাদের গাড়িতে এমনিতেই ৪ হাজার ৬ শত লিটার পানি সবসময় মজুদ থাকে।’পুড়েছে আগুনে...
ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে ওমর আজম বলেন, তিনটি রাইস মিল ও একটি আড়তে মোট ১৭ হাজার ৩০০ বস্তা চাল পুড়ে গেছে। এছাড়াও ১২টি মুদি দোকানে পুড়ে গেছে কোটি টাকার পণ্য। সবমিলিয়ে আমাদের ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকা।
সোমবার (৭ আগস্ট) সকালে সরেজমিনে চাক্তাইয়ের পুরান রাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, আগুনের উত্তপ্ত শিখায় রাস্তার আশেপাশের প্রায় গাছের পাতা শুকিয়ে গেছে। চাল-ডালসহ বিভিন্ন পণ্যের পোড়া গন্ধে ভারী হয়ে আছে আশপাশের এলাকা। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন একেকটি ধ্বংসস্তূপ। এর মধ্যে থেকে অনেকে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিস সরানোর কাজ করছেন।
জিলানী রাইচমিলের সবকটি মেশিনই পুড়ে গেছে। এ রাইচ মিলের স্বত্বাধিকারী নাসির উদ্দিন আহমেদ আক্ষেপ করে গোনিউজকে বলেন, ‘ফায়ার সার্ভিস সময় মতো পদক্ষেপ নিলে আমার মিলটি আগুন থেকে বেঁচে যেতো। তাদের গাফিলতির কারণে আমার এক কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এমনিতেই জোয়ারের পানিতে তলিয়ে ব্যবসা বাণিজ্যের অবস্থা মোটেও ভালো না। পানি কমার পর মাত্র ক’দিন আগে মিলে ধান-চাল তুলেছি। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।’
নিউ আজমীর রাইচ মিলের স্বত্বাধিকারী আলী আকবর গোনিউজকে বলেন, শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় মিলের সিন্দুকে টাকা ছিলো। প্রায় চার হাজার বস্তা ধানচালসহ নগদ ১৫ লাখ ৭০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।’পুড়েছে আগুনে...
চট্টগ্রাম রাইচ মিল মালিক সমিতির সভাপতি শান্ত দাশগুপ্ত গোনিউজকে বলেন, আড়ত ও চালের মিলে প্রায় সাড়ে ১৭ হাজার বস্তা চাল ছিলো। এমনিতে নানা কারণে চালের বাজারে অস্থিরতা রয়েছে। এ ঘটনায় তার ওপর আরও প্রভাব পড়বে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন বলেন, ‘গত জুলাই মাসে বৃষ্টি ও জোয়ারের পানিতে চাক্তাই-খাতুনগঞ্জে প্রায় তিনশ কোটি টাকার ক্ষতি হয়। তার মধ্যে চাক্তাইয়ে ক্ষতি হয় শতকোটি টাকারও বেশি। ফলে ব্যবসায়ীদের রয়েছে মূলধন সংকট। অনেক ব্যবসায়ী গত মাসের ক্ষতি কাটিয়ে নতুন করে শুরু করতে ব্যাংক ঋণের জন্য আবেদন করেছেন। চাক্তাইয়ের আগুনে সেই ক্ষতিতে নতুন মাত্রা যোগ হলো। একের পর এক বিপর্যয়ে ব্যবসায়িরা এখন প্রায় দিশেহারা।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম