বাংলাদেশি মেয়েদের ‘হেয়’করে প্রাণের বিজ্ঞাপন
গত ১১ জুলাই সকালে ফেসবুকে উপরের বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ করে ‘প্রাণ আপ’।আমাদের ভাবনা ও বাস্তবতার মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে ওই বিজ্ঞাপণ চিত্রটির এক পাশে একটি ছবিতে উপস্থাপন করা হয় টাই পরিহিত পরিপাটি একটি বিদেশি মেয়ের ছবি। এই ছবিটির মেয়ের মতো হওয়াই আমাদের ভাবনা বলে উল্লেখ করা হয় সেখানে।ছবিটির অন্যপাশে একটি বাংলাদেশি মেয়ের ছবি দেওয়া হয়। আমাদের বাস্তবতা উল্লেখ করে উপস্থাপন করা ওই মেয়েটিকে তুলনামূলকভাবে ‘অপরিচ্ছন্ন’ ও ‘অগোছালোভাবে’ উপস্থাপন করা হয়।
এই বিজ্ঞাপনের মাধ্যমে দেশের মেয়ে শিশুদের হেয় করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করতে থাকেন ফেসবুক ব্যবহারকারীরা।
সজিব ঘোষ নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, ‘বাণিজ্যের এই বাজারে বার বার বিজ্ঞাপনে লাঞ্ছনার শিকার হচ্ছে; মনস্তত্ব, মানবিকতা, মূল্যবোধ। বাণিজ্যের যাঁতাকলে হারিয়ে যাচ্ছে বিবেক বোধ। সৃষ্টি হচ্ছে কুরুচিপূর্ণ এক সমাজ ব্যবস্থার।’
তিনি লিখেন, ‘কেন বলছি এ কথাগুলো তা পরিষ্কার করা দরকার। আজ দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল এর পণ্য প্রাণ আপের একটি প্রচারণা মূলক ছবি দেখলাম। যেখানে স্বপ্ন আর বাস্তবতার ফারাক বোঝানো হচ্ছে। ভালো কথা, পা মাটিতে রাখা শেখানো খারাপ কিছু না। তাই বলে আমার বোনকে ছোট করে কেন? কেন আমার বোনের অপরিস্কার স্কুলের পোশাকটিকে ‘বাস্তবতা’ বলে আখ্যায়িত করা হলো। তারা কি বোঝাতে চাইল? বাংলার প্রতিটি শিশুর অবস্থা এমন! তারা কি বঝাতে চাইলো, এদেশের শিশুরা লাল টাই পড়ে কল্পনায়?’
মালিহা মরিয়ম নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, দেশের নারীদের হেয় করে বিজ্ঞাপনচিত্র প্রচার করে ব্যবসা শুরু করেছে প্রাণ। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে যেখানে দেশের নারীরা ক্রমাগত এগিয়ে যাচ্ছেন সেখানে প্রাণের এমন রুচিহীন বিজ্ঞাপন সত্যিই ব্যবসায়িক নীতি বিবর্জিত। দেশের মেয়েদের এভাবে উপস্থান করে প্রাণের ব্যবসার ইতি চাই।
শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাসই নয়, প্রাণের ওই বিজ্ঞাপণের নীচে কমেন্ট করেও সমালোচনা জানান অনেকে।
আলিফ নামের এক ব্যবহারকারী লিখেন, খুবই রুচিহীন বিজ্ঞাপন। সারাদেশের মেয়েদের শুধুমাত্র একটি ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটি কি আমাদের দেশের মেয়েদের প্রকৃত চিত্র?
এই বিজ্ঞাপনের মাধ্যমে শুধু দেশের গরিব মেয়ে শিশুদেরই নয় বরং সারাদেশের নারীদের হেয় করা হয়েছে বলে মনে করেন নারী বিশেষজ্ঞ ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান।
তিনি বলেন, একটা মেয়ে যদি দেখতে কালো হয় তবে সে জন্ম থেকেই কালো। এটাকে খারাপভাবে উপস্থাপন করার কী আছে? দেশের নারীরা যেখানে পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে দেশের মুখ উজ্জ্বল করছে সেখানে এমন বিজ্ঞাপন কখনোই কাম্য নয়।
এলিনা খান বলেন, বাংলাদেশের নারী মানে কখনোই এমনটা নয় যে সে দেখতে আনস্মার্ট কিংবা দেখতে খারাপ হবে। প্রাণের উচিত এই বিজ্ঞাপন সংশোধন করা। তারা যদি এমনটি না করেন তবে তাদের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া প্রয়োজন। যদি তাতেও তারা সংশোধন না করেন তবে সকলের উচিত হবে প্রাণের পণ্য বয়কট করা।
বিজ্ঞাপনের বিষয়ে কথা বলতে গিয়ে প্রাণ-আরএফএলের ডিজিটাল মিডিয়া বিভাগের প্রধান আজিম বলেন, ‘প্রতিমাসে আমাদের প্রায় ১ হাজার ২০০ বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এটি কীভাবে প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আমি অবগত ছিলাম না। আমি বিজ্ঞাপনটি সরিয়ে নিচ্ছি।’
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম