যে ৫ কারণে নেইমারকে নিয়ে ফুটবল বিশ্বে মাতামাতি
রেকর্ড ২২২ মিনিয়ন ইউরোতে নেইমারের দলবদলের ঘটনাটি ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দলবদল। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার যে, বর্তমান ফুটবলেরও শ্রেষ্ঠ খেলোয়াড় কিছুদিন আগে তার পাঁচটি ব্যাখা তুলে ধরে ট্রিবুনা.কম।
প্রত্যেকেই তাকে চায়রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজির অফারের আগেও বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াদ মাদ্রিদ তাকে নিতে চেয়েছিল। যদিও তা প্রত্যাখ্যান করেন নেইমার। স্প্যানিশ দৈনিক মার্কার সূত্র অনুযায়ী, বিভিন্ন সময়ই ব্রাজিলিয়ান আইকনের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে রিয়াল মাদ্রিদ। গত বছর তো তাকে কেনার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু শেষ মিনিটের সিদ্ধান্তে ন্যু ক্যাম্পেই থেকে যান সাবেক এই সান্তোস তারকা। তবে নেইমার যে আসলেই বার্সা ছাড়তে পারেন সেটা অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারছেন না।
আদর্শবর্তমানে এমন ফুটবলারের সংখ্যা খুবই কম যাদেরকে তার সমর্থকরা মেসি এবং রোনালদোর সঙ্গে তুলনা করেন। তবে কোন উইঙ্গার যদি নিজের সেরা পারফরম্যান্স উপহার দেয় তখনই তাকে নেইমারের সঙ্গে সাথে সাথেই তুলনা করা হয়। কিলিয়ান এমবাপ্পে এবং ইডেন হ্যাজার্ড উভয়কেই নেইমারের সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু মাঠের লড়াইয়ে যে তা নয়, মাঠের বাইরেও নেইমার অনেকের আদর্শ।
বয়সে এখনও তরুণ
নেইমারের বয়স মাত্র ২৫। ফুটবলবোদ্ধাদের ধারণা, আরও সাত বছরেরও বেশি সময় বিশ্বের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোতে প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি। এটা ভাবতেই বিষ্ময়কর মনে হয় যে, নেইমারের এখনও সেরাটা দেওয়ার সময় আসেনি। বয়সের তুলনায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও ছোট্ট নেইমার। কিন্তু পারফরম্যান্সের বিচারে তো ইতোমধ্যেই তাদের ছাপিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান। একটু ভেবেই দেখুন না গত তিন বছরে বার্সেলোনার জার্সিতে কী অসাধারণ পারফরম্যান্সই না উপহার দিয়েছেন তিনি! এ তো গেল ক্লাবের কথা। নেইমারের কাঁধে তো পুরো ব্রাজিল দলেরই ভার। বিশ্বাস করতে পারেন? ২৫ বছর বয়সেই ব্রাজিলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। শীর্ষে থাকা কিংবদন্তি পেলের চেয়ে মাত্র ২৫ গোল পেছনে নেইমার। তবে দক্ষিণ আমেরিকার কিংবদন্তি ফুটবলারের ট্যাগ লাগাতে হলে অবশ্যই তাকে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিততে হবে।
বড় ম্যাচের নায়কগত মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচের কথা মনে আছে নিশ্চই? প্রথম লেগে বার্সেলোনা ৪-০ গোলে পিছিয়ে। সমর্থকরা তো আশাই ছেড়ে দিয়েছিলেন। কেননা সেই ম্যাচ জেতা তো কল্পনাও করেননি কেউ! অথচ অসম্ভবকে সম্ভব করেন নেইমার। সেই ম্যাচে নিজে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে একটি করিয়েছেনও নেইমার। তাও মাত্র সাত মিনিটের ব্যবধানে! চ্যাম্পিয়ন্স লিগের এ যাবৎ কালের ইতিহাসেই যে সবচেয়ে সেরা কামব্যাকের গল্প রচিত হয় এই ম্যাচেই!
মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে :একটা পরিসংখ্যান বলছে, গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় ২৬ ম্যাচে সতীর্থদের দিয়ে নয় গোল করিয়েছেন নেইমার। ২৭ ম্যাচ থেকে মেসি সাতটি আর ২৪ ম্যাচ থেকে রোনালদো অ্যাসিস্ট করেছেন মাত্র ছয়টিতে। এতেই খুব পরিস্কার যে, মেসি-রোনালদো উভয়ের চেয়েই নিঃস্বার্থ ফুটবল খেলেন নেইমার। আরও একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন নেইমার কেন অনন্য। গত মৌসুমে নেইমার ৭৯টি সুযোগ তৈরি করে দিয়েছেন। যেখানে মেসির এই সংখ্যাটা ৬৩ আর রোনালদোর মাত্র ২৪।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল