| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নৌযান নামলো ঢাকার রাজপথে

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ০৪ ০১:৩৪:০২
নৌযান নামলো ঢাকার রাজপথে

বর্তমানে চলছে বর্ষা মৌসুম। যেকোনো সময় ধেয়ে আসছে মেঘ, ঝরিয়ে দিয়ে যাচ্ছে বৃষ্টি। টানা বর্ষণ বাদে শুধু এক ঘণ্টার বৃষ্টির পানিই এখন ধারণ করতে পারছে না মহানগরী। ভেসে যাচ্ছে রাজপথ, বাসা-বাড়ি। গোটা মহানগরী দিন দিন দুর্যোগের নগরীতে পরিণত হচ্ছে।

আর এই বাস্তবতা থেকেই বেধড়ক বৃষ্টি কিংবা বর্ষণ হলেই রাজধানীর সড়কপথগুলো রূপ নিচ্ছে নৌপথে। নামানো হচ্ছে নৌকা। নগরবাসী নৌকায় করে অফিসে যাওয়া-আসার চেষ্টা করছেন। অনেকেই রাজধানীতে চলাচলের জন্য গাড়ি রাখার পাশাপাশি বর্ষা মৌসুমে নৌকা রাখার কথাও ভাবছেন।

তবে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের এক ঘণ্টার বৃষ্টিতে দেখা গেলো ভিন্ন চিত্র। দুর্ভোগে পড়া নগরবাসীকে নৌকায় করে পার করে দিচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃষ্টির পরপরই জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে লাইফবোট নিয়ে হাজির হতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

সূত্রমতে, বৃষ্টিতে দুর্ভোগে পড়া লোকজনকে নৌকা ও লাইফবোটে করে পার করে দেয়ার চিত্র দেখা গেছে জলাবদ্ধ শান্তিনগরে। কয়েকটি লাইফবোটে করে নারী ও শিশুদের টেনে নিয়ে যেতে দেখা গেছে। তবে শুধুশান্তিনগরেই নয়, এমন জলাবদ্ধ হয়ে পড়া এলাকাগুলোতে দিনভর এমন সেবা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।পানি পারাপার

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় সৃষ্ট দুর্ভোগ থেকে শিশু-নারী-বৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের পরিত্রাণ দিতে এমন সেবা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তিনি আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লাইফবোট নামানোর এই কর্মসূচি হাতে নেয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, সচিবালয়, নটরডেম কলেজের সামনের রাস্তা ও মিরপুর এবং শান্তিনগরে দুর্ভোগ কমাতে লাইফবোট ছাড়াও ফায়ার বিগ্রেডের বেশ কিছু স্টেশনের ৫-১০ জন কর্মীর টিম কাজ করছিল।

বৃহ্স্পতিবার (৩ আগস্ট) দুপুরে প্রবল বর্ষণের পরপরই বদলে যায় গোটা রাজধানীর চেহারা। জলবদ্ধতার অবধারিত পরিণতি হিসেবে দেখা দেয় ভয়াবহ যানজট, জ্যাম। পুরোপুরিই থমকে যায় রাজধানীর জনজীবন। চরম দুর্ভোগে পড়া যাত্রীরা হয়ে পড়েন জলবন্দী।

সৌদিআরব যাওয়ার উদ্দেশ্য নিয়ে কুমিল্লা থেকে রাজধানীতে আসা ফখরুল আহম্মেদ তার দুর্ভোগের কথা বলতে গিয়ে জানালেন, চৌদ্দগ্রাম থেকে সায়দাবাদে তিনি তিন ঘণ্টায় চলে এলেও সায়দাবাদ থেকে গুলশানে আসতে তার সময় লেগেছে সাড়ে চার ঘণ্টা। একই রকম অভিজ্ঞতার কথা জানালেন সামসুদ্দিন পাটওয়ারি নামে এক পথচারী। তিন ঘণ্টা আগে তিনি বাড্ডা থেকে কল্যাণপুরে রওনা দিয়েছেন। তবে গন্তব্যে কখন পৌঁছবেন তা জানাতে ব্যর্থ হচ্ছিলেন।

আতিক হেলাল নামের এক সাংবাদিক ফেসবুকে লিখেছেন, তার মেডিকেল পড়ুয়া মেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে রওনা দিয়ে রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের বাসায় পৌঁছাতে সক্ষম হয়েছে।রাজধানী না বুড়িগঙ্গা?

মূলত, রাজধানীর অন্যান্য এলাকার চেয়ে মিরপুরের পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। কোমর পানিতে তলিয়ে যাওয়া এ এলাকার দুর্ভোগ যেন সবকিছুকে হার মানিয়েছে। দশ টাকার রিকশা ভাড়া এক লাফে ৬০ টাকা। আর রাস্তার এপার থেকে ওপারে পানি পার করা জনপ্রতি ২০ টাকা করে নিচ্ছিলেন রিকশাওয়ালারা।

রাজধানীর মতিঝিল, কাওরান বাজার, মিরপুর ১০, ১১, ১২, কল্যাণপুর. টেকনিক্যাল মোড়, শ্যামলী, ধানমন্ডি, নিউমার্কেট, যাত্রাবাড়িসহ গোট রাজধানীর সড়ক পথের দৃশ্য আর ভোগান্তি একই রকম। ভয়াবহ জলাবদ্ধতায় এসব এলাকা হয়ে পড়ে বুড়িগঙ্গা নদীর মতোই।

নগরবাসীর দুর্ভোগ কমাতে ফায়ার সার্ভিসের উদ্যোগে আশাবাদী নগরবাসী। তবে মহাপরিচালক জানালেন, এই বর্ষায় সব এলাকায় লাইফবোট সুবিধা দেয়া সম্ভব না হলেও সবচেয়ে বেশি দুর্গত এলাকাগুলোতে১০-১৫টি লাইফবোট এখন থেকে কাজ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের: দ্বিতীয় সেশনে লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের: দ্বিতীয় সেশনে লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় সেশন শেষে ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে