নৌযান নামলো ঢাকার রাজপথে
বর্তমানে চলছে বর্ষা মৌসুম। যেকোনো সময় ধেয়ে আসছে মেঘ, ঝরিয়ে দিয়ে যাচ্ছে বৃষ্টি। টানা বর্ষণ বাদে শুধু এক ঘণ্টার বৃষ্টির পানিই এখন ধারণ করতে পারছে না মহানগরী। ভেসে যাচ্ছে রাজপথ, বাসা-বাড়ি। গোটা মহানগরী দিন দিন দুর্যোগের নগরীতে পরিণত হচ্ছে।
আর এই বাস্তবতা থেকেই বেধড়ক বৃষ্টি কিংবা বর্ষণ হলেই রাজধানীর সড়কপথগুলো রূপ নিচ্ছে নৌপথে। নামানো হচ্ছে নৌকা। নগরবাসী নৌকায় করে অফিসে যাওয়া-আসার চেষ্টা করছেন। অনেকেই রাজধানীতে চলাচলের জন্য গাড়ি রাখার পাশাপাশি বর্ষা মৌসুমে নৌকা রাখার কথাও ভাবছেন।
তবে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের এক ঘণ্টার বৃষ্টিতে দেখা গেলো ভিন্ন চিত্র। দুর্ভোগে পড়া নগরবাসীকে নৌকায় করে পার করে দিচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃষ্টির পরপরই জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে লাইফবোট নিয়ে হাজির হতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
সূত্রমতে, বৃষ্টিতে দুর্ভোগে পড়া লোকজনকে নৌকা ও লাইফবোটে করে পার করে দেয়ার চিত্র দেখা গেছে জলাবদ্ধ শান্তিনগরে। কয়েকটি লাইফবোটে করে নারী ও শিশুদের টেনে নিয়ে যেতে দেখা গেছে। তবে শুধুশান্তিনগরেই নয়, এমন জলাবদ্ধ হয়ে পড়া এলাকাগুলোতে দিনভর এমন সেবা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।পানি পারাপার
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় সৃষ্ট দুর্ভোগ থেকে শিশু-নারী-বৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের পরিত্রাণ দিতে এমন সেবা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তিনি আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লাইফবোট নামানোর এই কর্মসূচি হাতে নেয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, সচিবালয়, নটরডেম কলেজের সামনের রাস্তা ও মিরপুর এবং শান্তিনগরে দুর্ভোগ কমাতে লাইফবোট ছাড়াও ফায়ার বিগ্রেডের বেশ কিছু স্টেশনের ৫-১০ জন কর্মীর টিম কাজ করছিল।
বৃহ্স্পতিবার (৩ আগস্ট) দুপুরে প্রবল বর্ষণের পরপরই বদলে যায় গোটা রাজধানীর চেহারা। জলবদ্ধতার অবধারিত পরিণতি হিসেবে দেখা দেয় ভয়াবহ যানজট, জ্যাম। পুরোপুরিই থমকে যায় রাজধানীর জনজীবন। চরম দুর্ভোগে পড়া যাত্রীরা হয়ে পড়েন জলবন্দী।
সৌদিআরব যাওয়ার উদ্দেশ্য নিয়ে কুমিল্লা থেকে রাজধানীতে আসা ফখরুল আহম্মেদ তার দুর্ভোগের কথা বলতে গিয়ে জানালেন, চৌদ্দগ্রাম থেকে সায়দাবাদে তিনি তিন ঘণ্টায় চলে এলেও সায়দাবাদ থেকে গুলশানে আসতে তার সময় লেগেছে সাড়ে চার ঘণ্টা। একই রকম অভিজ্ঞতার কথা জানালেন সামসুদ্দিন পাটওয়ারি নামে এক পথচারী। তিন ঘণ্টা আগে তিনি বাড্ডা থেকে কল্যাণপুরে রওনা দিয়েছেন। তবে গন্তব্যে কখন পৌঁছবেন তা জানাতে ব্যর্থ হচ্ছিলেন।
আতিক হেলাল নামের এক সাংবাদিক ফেসবুকে লিখেছেন, তার মেডিকেল পড়ুয়া মেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে রওনা দিয়ে রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের বাসায় পৌঁছাতে সক্ষম হয়েছে।রাজধানী না বুড়িগঙ্গা?
মূলত, রাজধানীর অন্যান্য এলাকার চেয়ে মিরপুরের পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। কোমর পানিতে তলিয়ে যাওয়া এ এলাকার দুর্ভোগ যেন সবকিছুকে হার মানিয়েছে। দশ টাকার রিকশা ভাড়া এক লাফে ৬০ টাকা। আর রাস্তার এপার থেকে ওপারে পানি পার করা জনপ্রতি ২০ টাকা করে নিচ্ছিলেন রিকশাওয়ালারা।
রাজধানীর মতিঝিল, কাওরান বাজার, মিরপুর ১০, ১১, ১২, কল্যাণপুর. টেকনিক্যাল মোড়, শ্যামলী, ধানমন্ডি, নিউমার্কেট, যাত্রাবাড়িসহ গোট রাজধানীর সড়ক পথের দৃশ্য আর ভোগান্তি একই রকম। ভয়াবহ জলাবদ্ধতায় এসব এলাকা হয়ে পড়ে বুড়িগঙ্গা নদীর মতোই।
নগরবাসীর দুর্ভোগ কমাতে ফায়ার সার্ভিসের উদ্যোগে আশাবাদী নগরবাসী। তবে মহাপরিচালক জানালেন, এই বর্ষায় সব এলাকায় লাইফবোট সুবিধা দেয়া সম্ভব না হলেও সবচেয়ে বেশি দুর্গত এলাকাগুলোতে১০-১৫টি লাইফবোট এখন থেকে কাজ করবে।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- সাকিব-মাশরাফিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে নতুন করে আলোচনার ঝড় তুললেন ক্রীড়া উপদেষ্টা
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম