| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সেই ছাত্রীর সুইসাইড নোট নিয়ে তোলপাড়,কি ছিলো চিঠিতে

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ আগস্ট ০১ ২১:৩৮:৪৪
সেই ছাত্রীর সুইসাইড নোট নিয়ে তোলপাড়,কি ছিলো চিঠিতে

ফাতেমা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর বটতলা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর মেয়ে।

এদিকে, এই মেধাবী ছাত্রীর আত্মহত্যার আগের সুইসাইড নোট নিয়ে চলছে তোলপাড়। সুসাইড নোট লিখেছেন-মাদ্রাসার বড়ভাই ও স্যার ম্যাডাম সাবাইয়ের কাছে অপমান হলাম। জিহাদের সাথে সম্পর্ক আমাকে ওর মানুষ দিয়েই করিয়েছিলো। আর আমি কোনো অন্যয়া করিনি যা এইসবের জন্য হলো আমি অনেকবার বলিছি কেউ আমার কথা বিশ্বাস করেনি। আমি কি এতোই খারাপ হয়েছিলাম যে আজ আমাকে এই পথে জীবন দিয়ে তার মাসুল দিতে হলো।

আমার আব্বু এতো পরিশ্রম করে আমাকে লেখাপড়া করিয়েছিলো তার বিনিময়ে আমি তাকে এই শিক্ষা দিলাম শুধুমাত্র ১ টা ভুলের কারণে কী করব কোনো পথ ছিলোনা আমার। আমাকে ক্ষমা করবে। সবাই আমাকে ক্ষমা করবেন কখনো যদি ভুল করে থাকি। আব্বু তোমাকে আর কষ্ট দিতে চাই না। ভালো থাকো। তুমি তো জানো তোমার ফাতেমা কেমন ছিলো? আমার জন্য দোয়া করবে। মা ক্ষমা করবে।

গতকাল সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হলেও মাদ্রাসার কোন শিক্ষককেই সেখানে দেখা যায়নি। ফাতেমা আক্তারের খাতার ভিতর থেকে ঐ সুইসাইড লেটার পাওয়া যায়। সেই সুই সাইড নোট নিয়েই এলাকাজুড়ে এখন চরছে তোলপাড়।

জানা গেছে , নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই-এর ছেলে জিহাদ একই মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র। ওই মাদ্রাসায় পড়ালেখার সুবাধে সপ্তম শ্রেনীর সুন্দরী ছাত্রী হিসেবে পরিচিত ফাতেমা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে জিহাদ। এটি জানতে পেরে চটে যান জিহাদের বাবা ওই মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান আব্দুল হাই।

ফলে প্রকাশ্যে মেয়েটিকে গালমন্দ করে ফাতেমাকে মাদ্রাসা থেকে বের করে দেয়ার ঘোষণা দেন তিনি। শুধু তাই নয়, ঘটনার দিন গত শনিবার একই মাদ্রাসার অপর শিক্ষক মিনারুল ইসলাম ওই ছাত্রীকে টিচার্স কমন রুমে ডেকে এনে বেধড়ক মারপিট করেন। এরই জের ধরে ফাতেমা কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে বাড়ি চলে আসেন। কিছুক্ষণ পর ওই মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক ও মিনারুল নামে দুই শিক্ষক ফাতেমার বাড়িতে আসেন। কিন্তু এরই ফাঁকে যে ফাতেমা নিজের খাতায় একটি সুসাইড নোট লিখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তা প্রায় সকলেরই জানা। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান আব্দুল হাইয়ের ছেলে দশম শ্রেণী ছাত্র জিহাদ গত শনিবার থেকে পালাতক রয়েছেন। তার সহপাঠিরা বলছেন ঘটনার পর থেকে সে মাদ্রাসার আসে না।

ওই ছাত্রীর চাচা রঞ্জু বলেন, ফাতেমার লেখা সুসাইড নোট দেখে স্পষ্ট প্রমান হয় যে, মাদ্রাসার শিক্ষকরা শুধু তাকে মারপিট করেননি। প্রচন্ড রকম অপমান আর অপদস্ত করে মাদ্রাসা থেকে বের করে দিতে চেয়েছিল। আর তাই ফাতেমা শিক্ষকদের এমন আচরণ সইতে না পেরে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছেও বলে জানান তিনি।

নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রসার শিক্ষক আব্দুল হাই দাবি করেন বলেন, ‘আমি ওই ছাত্রীকে তেমন চিনি না। মাদ্রসার এবতেদায়ী প্রধান হওয়ার সুবাধে আমি তার ক্লাসও নেই না। তবে ফাতেমাকে মাদ্রাসার সুপার টিসি (বাধ্যতা মুলক ছাড়পত্র) দিতে চেয়েছিল বলে তিনি স্বীকার করলেও অপর শিক্ষক মিনারুল ইসলামের মারধরের বিষয়টি জানেন না বলে দাবি করেন আব্দুল হাই নামে ওই মাদ্রাসা শিক্ষক।

মাদ্রাসার শিক্ষক মিনারুল ইসলাম জানান, এঘটনায় আমি ওই ছাত্রীকে মারধর করিনি। আমি সপ্তম শ্রেণীর ক্লাস নেই না। সুপার সহ ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা মাকে পাইনি বলে জানান।

নিজ শেখ সুন্দর গ্রামের সুফিয়া খাতুন (৭০) জানান, তার লাশ ধুইতে গিয়ে তার গায়ে ও হাতে মাইরের দাগ দেখেছি। মেয়ে টা অনেক ভালছিল।

শেখ সুন্দর দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক বলেন, ফতেমা খুব ভালো মেয়ে । তাই তাকে টিসি ( বাধ্যতামুলক ছাড়পত্র) দেয়ার মত কোন ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি। আর পরিবার থেকে না জানানোর কারণে তিনি জানাযা অনুষ্ঠানে যেতে পারেননি বলে স্বীকার করেছেন।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বলেন, এনিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে সুসাইড নোট পাওয়া গেলে-তা আত্মহত্যার কারণ হিসেবে মেয়ের পরিবার আদালতে মামলা করতে পারেন বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে রেকর্ড বিডে দল পেলেন মুস্তাফিজ, দেখেনিন সাকিবের অবস্থান

ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে রেকর্ড বিডে দল পেলেন মুস্তাফিজ, দেখেনিন সাকিবের অবস্থান

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএল নিলাম মানেই নতুন ইতিহাস লেখার সুযোগ। এবারের নিলামে বাংলাদেশের তরুণ পেসার ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে