নতুন কোনো ঝামেলা হোক এটা আমরা কেউই চাচ্ছি না
পুরস্কার যে দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা আপনি বেশ ভালোভাবেই জানেন। কারণ তিনবার জাতীয় সম্মাননা পেয়েছেন। অন্যবারের চেয়ে এবারের পুরস্কার কি বেশি গুরুত্ব বহন করেছে?
সে রকম কিছুই নয়। পুরস্কার হলো ভালো কাজের সুন্দর ফসল। আমি যদি একজন কৃষকের কথাই বলি, তিনি রোদে পুড়ে ঘামে ভিজে দিনরাত চাষাবাদ করেন। এত কষ্টের পর কিন্তু তখনই তার মুখে হাসি ফোটে যখন তিনি দেখেন জমিতে দারুণ ফসল ফলেছে এবং তিনি সেটা সুন্দরভাবে ঘরে তুলতে পেরেছেন। আমিও একজন কৃষক। দিনরাত আমিও পরিশ্রম করি। ভালো কিছু করার জন্যই এই পরিশ্রম। আমারও পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন আমার কাজটি সাধারণ মানুষের ভালো লাগে। সেটাও কিন্তু একটা পুরস্কার। আর জাতীয় পর্যায়ে যখন সেই কাজেরই স্বকৃীতি দেওয়া হয় তখন একটা বাড়তি ভালো লাগা কাজ করে।
তার পরও চলতি বছর আপনার ওপর অনেক ঝড়ঝাপটা গেছে। অনেকে অনেক কথা বলেছেন, বলছেন। সেসব কথার উত্তর তো এই পুরস্কারই দিয়ে দিয়েছে, নাকি?
দেখুন পরিবারের সব সদস্য এক রকম হয় না। নিজেদের মধ্যে কথা কাটাকাটি, মনোমালিন্য হয়েই থাকে। তার মানে কি নিজেদের মধ্যে প্রতিশোধ নিতে হবে? সব কথার জবাব দিতে হবে? মোটেও সেটা নয়। অন্তত আমি তো সে রকম নই। আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত তারা সবাই একটা পরিবার। তাই সবাই মিলেমিশে থাকাটাই উত্তম মনে করি। আজ আমি একটা বলব, কাল অন্যজন আরেকটা বলবে তার পর সেটা নিয়ে শুরু হবে ঝামেলা। এমনিতেই চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো নয়, তাই নতুন কোনো ঝামেলা হোক এটা আমরা কেউই চাচ্ছি না।
‘চলচ্চিত্র পরিবার’ নামের একটি সংগঠন তো আপনার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল। আদালত সেটা স্থগিত করেছেন। এ বিষয়ে কী বলবেন?
শাপলা মিডিয়ার প্রযোজক সেলিম ভাই আদালতে রিট করেছিলেন। তার প্রযোজনায় আমার নতুন তিনটি ছবি ‘আমি নেতা হব’, ‘মামলা, হামলা, ঝামেলা’, ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ নির্মাণাধীন। এই তিনটি ছবিতে আমার কাজে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে নিষেধাজ্ঞাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এসব বিষয়ে আমি শুধু এটুকু বলব, আমি এমন কোনো কাজ করি না বা করব না যাতে আইন অমান্য হয় এবং দেশের ভাবমূর্তি নষ্ট হয়।
তার মানে এখন থেকে আবার নিয়মিত কাজ করবেন?
কাজ না করলে কি চলবে? কাজ ছাড়া গতি কী? আমি ভালো কাজ করতে চাই। আপনারা দেখেছেন নিশ্চয়, ভালো ছবিগুলোর প্রতি দর্শক আগ্রহ সব সময়ই ছিল, আছে এবং থাকবে। আমি সবার সঙ্গে মিলেই ভালো কাজ করতে চাচ্ছি। আর কাজ করলেই ভালো কিছু হবে। না করলে তো কিছুই হবে না।
দর্শক কিন্তু আপনার ছবি দেখতে চায়। তাদের উদ্দেশে কী বলবেন?
দর্শক আমার ছবি দেখতে চায় এটা পুরোপুরি সত্যি নয়, দর্শক ভালো ছবি দেখতে চায়। তবে এটা সত্যি যে, দর্শক আমাকে ভালোবাসে। আর তাদের ভালোবাসাই আমাকে ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। দর্শক আমার পাশে রয়েছেন, সে জন্য তাদের অনেক ধন্যবাদ। রোজার ঈদে আমার দুটি ছবি মুক্তি পেয়েছে। সবাই জানে দুটি ছবিই সুপারহিট। এর মাধ্যমে আবার প্রমাণ হলো, ভালো ছবি নির্মিত হলে দর্শক দেখবেই।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ