বাংলাদেশে বাঘের সংখ্যা বাড়ছে
বনমন্ত্রী বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে ‘বিশ্ব বাঘ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ বাগেরহাটে ‘বিশ্ব বাঘ দিবস’ পালিত হয়।
এ উপলক্ষে শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের অডিটরিয়ামে প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোহাম্মদ সফিউল আলম চৌধুরির সভাপতিত্বে এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।
সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা ও পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব ইসতিয়াক আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাঘ ও সুন্দরবন সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। সুন্দরবন সুরক্ষায় বর্তমান সরকার বিদেশীদের উপর নির্ভরশীল না হয়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবন রক্ষায় ‘বিদেশী অর্থায়নে চলতে থাকা স্মার্ট পেট্রলিং’ বন্ধ করে দেয়া হয়েছে। তবে ‘আমরা নিজস্ব অর্থায়নে এই স্মার্ট পেট্রলিং চালু রেখেছি। বিগত দিনের চেয়ে সুন্দরবনের বাঘ আজ অনেক বেশি নিরাপদে রয়েছে। সে কারণে সুন্দরবনের বাঘ আর কমছে না সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’
তিনি বলেন বাঘ রক্ষায় সুন্দরবন সংলগ্ন মানুষকে সম্পৃক্ত করতেই বিশ্ব বাঘ দিবস ঢাকার পরিতর্তে বাগেরহাটে করা হয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণের জন্য মন্ত্রী পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহামুদুল হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমদ করেন,সুন্দরবন সুরক্ষা ও সুন্দরবন সংলগ্ন লোকালয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ৭শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পটি অনুমোদিত হলে সুন্দরবন রক্ষার পাশাপাশি বন সন্নিহিত উপকূলের মানুষের জীবন-যাপন আরো উন্নতি হবে। আলোচনা সভা শেষে বাঘ সুরক্ষায় পটগান ও লোকজ সঙ্গীত পরিবেশন করা হয়।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল