যে কারনে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হলো নওয়াজকে
এর পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী অফিসের এক নোটিসে জানানো হয়, ‘নিজের পক্ষে শক্ত অবস্থান’ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে পদত্যাগ করেছেন নওয়াজ শরিফ। তবে নতুন করে কে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন- তা এখনো জানানো হয়নি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিজের পূর্ণ মেয়াদ শেষ করতে পারলেন না নওয়াজ শরিফ। ২০১৮ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের অর্থমন্ত্রীকেও তার পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পানামা পেপার্সে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নওয়াজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ওই রায় দেয় আদালত। অভিযোগের তদন্ত করে একটি যৌথ তদন্ত দল (জেআইটি)। তদন্ত প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তার পরিবারের সদস্যরা তাদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন। এদিকে এর প্রতিক্রিয়ায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
আদালতের রায়ের পর পদ ছাড়ার জন্য নওয়াজ শরিফকে নোটিস পাঠায় দেশটির নির্বাচন কমিশন। নওয়াজের মামলার ওই বেঞ্চের প্রধান হিসেবে ২০ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন বিচারপতি এজাজ আফজাল খান। তিনিই শুক্রবার রায়টি দিয়েছেন। এতে বলা হয়েছে, পাকিস্তানের সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে মনে করে, মামলা চলার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদ থেকে সরে যাওয়া দরকার।
পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ১২টায় এই রায় দেয়া হয়। বিচারপতি এজাজ বলেন, নওয়াজ শরিফ ছাড়াও মুসলিম সরকারের অর্থমন্ত্রী ইশাক দার, এমএনএ ক্যাপ্টেন মুহাম্মদ সফদার, নওয়াজের মেয়ে মারিয়াম, ছেলে হাসান এবং হুসাইন নওয়াজের বিরুদ্ধেও মামলা চলবে। বেঞ্চের একজন বিচারপতিকে রায় বাস্তবায়নের দিকটি দেখভাল করার জন্য আদালতের পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণের জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে সে সময় বিষয়টি নিয়ে আরো তদন্তেরও নির্দেশ দেয়া হয়।
পানামা পেপার্স ফাঁসের পর তীব্র হৈচৈ শুরু হয়ে যায় পাকিস্তানে। বিরোধী রাজনীতিক এবং সাবেক ক্রিকেটার ইমরান খান দেশজুড়ে বিক্ষোভের হুমকি দেন। অবশ্য প্রধানমন্ত্রী নওয়াজ এবং তার পরিবার সবসময় অর্থ পাচার বা অবৈধ লেনদেনের অভিযোগ অস্বীকার করে আসছেন।
বিরোধীদের ক্ষোভের মুখে গত বছরের শেষ নাগাদ পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী শরীফের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়। তারপর থেকেই বলা হচ্ছিলো, তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া গেলে প্রধানমন্ত্রীর পক্ষে ক্ষমতা ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে।
প্রসঙ্গত, গত বছর মে মাসে পানামা পেপার্স নামে পরিচিত ফাঁস হয়ে যাওয়া অফশোর অ্যাকাউন্টের তথ্যের একটি তালিকা অনলাইনে প্রকাশ করা হয়। নিজেদের ওয়েবসাইটে তথ্য প্রকাশে পর অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট’ (আই সি আই জে) জানায়, এই ডেটাবেজে উল্লেখিত সবাই যে অবৈধ কাজ করেছে, তা নয়। তবে এর মাধ্যমে অনেকে কর ফাঁকি বা আর্থিক তথ্য লুকানোর চেষ্টা করতে পারে।
আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হয়ে যাওয়া নথি, পানামা পেপার্সের মাধ্যমে বিশ্বের অনেক রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চিত্রতারকা এবং তারকা খেলোয়াড়দেরও গোপন সম্পদের খবর ফাঁস হয়ে যায়। জার্মান একটি পত্রিকার কাছে ‘জন ডো’ নামে পরিচিত একটি সূত্র এই তথ্যগুলো ফাঁস করে দেয়।
পরবর্তীতে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই তথ্য প্রকাশ করে। মোসাক ফনসেকা অবশ্য দাবী করে আসছে, তারা বেআইনি কোন কাজ করেনি।
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ