| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

ব্রেকিং নিউজ : আজ IPL নিলাম থেকে মুস্তাফিজকে কিনবে কিনা জানিয়ে দিল চেন্নাইয়ের কোচ*** চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল*** নিলামে ঝড় তুলে বেঙ্কটেশ আয়ারকে রেকর্ড দামে কিনে প্রথম একাদশ প্রায় পাকা করে ফেলল কলকাতা*** IPL 2025 : প্রথম দিনের নিলাম শেষে এক নজরে আইপিএলের ১০ দলের বর্তমান স্কোয়াড*** ব্রেকিং নিউজ: বিশাল মূল্যে আইপিএল নিলাম থেকে দল পেলেন বাংলাদেশ ৩ তারকা ক্রিকেটার*** ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান*** ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক***

হাফ টাইমের খেলোয়াড় তাসকিন

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ মার্চ ১০ ১৮:২৮:২৬
হাফ টাইমের খেলোয়াড় তাসকিন

প্রেক্ষাগৃহে দর্শকের চোখ যেন ছবির নায়ক তাহসানের পাশাপাশি তাঁকেও এতক্ষণ খুঁজে বেড়িয়েছেন। পর্দায় শুরু থেকে শেষ দৃশ্য পর্যন্ত অভিনয় দিয়ে মাত করে রেখেছেন। মধ্যাহ্নবিরতির পর থেকে শেষ দৃশ্য পর্যন্ত পর্দাজুড়ে দাপিয়ে বেড়ান তাসকিন।

‘যদি একদিন’ সিনেমায় তাসকিন রহমান জনপ্রিয় গায়ক। ছবিতে তাঁর চরিত্রের নাম জেমি। শুরু থেকেই চরিত্রটির জন্য তাসকিনকে ছাড়া কাউকে ভাবতে পারেননি পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শুটিং শুরুর সময় রাজ বলেন, ‘জেমি চরিত্রটা তাসকিন রহমানকে ভেবেই লেখা হয়েছে। ছেলেটা রোমিও।

মেয়েদের পটাতে তার জুড়ি নেই। আমার বিশ্বাস, ভিলেনের পর রোমিও হিসেবে তাসকিন দর্শকের হৃদয় জয় করবে।’ ছবিটি মুক্তি পর পরিচালক বললেন, ‘আমার ভাবনার চেয়েও অনেক ভালো অভিনয় করেছেন তাসকিন। দর্শক এই চরিত্রে তাঁকে দারুণভাবে গ্রহণ করেছেন। আমি যে তাঁকে নিয়ে মোটেও ভুল করিনি, তা পর্দায় তাঁর প্রতি দর্শকের ভালোবাসা দেখে বুঝেছি।’

ছবিটি দেখার পর অনেক দর্শক মন্তব্য করেছেন, মধ্যাহ্নবিরতির পর এসেও তাসকিন রহমান বাজিমাত করছেন। আবার কেউ কেউ বলছেন, পর্দায় শুরু থেকেই তাঁর উপস্থিতি থাকলে আরও ভালো হতো। দুটি ছবিতে মাঝামাঝি সময়ে পর্দায় আসার বিষয়টি কোনো কৌশল? তাসকিন রহমান বলেন, ‘এখানে আমার কোনো হাত নেই।

ছবির পরিচালক যেভাবে ভেবেছেন, সেভাবেই হয়েছে। এটা হয়তো তাঁর কৌশল। আমি শুধু আমার মতো করে অভিনয়ের চেষ্টা করেছি। দর্শক আমার অভিনয় কতটা পছন্দ করেছেন, এ ব্যাপারে আমি নিশ্চিত নয়। কিন্তু সবকিছু মিলিয়ে সিনেমাটা দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। ছবির গল্পের সঙ্গে সবাই একাত্ম হচ্ছেন—এটাই আমার বড় প্রাপ্তি।’

ছোটবেলা থেকে অভিনয়ে যুক্ত তাসকিন রহমান। বয়স যখন আট বা নয় বছর, বাংলাদেশ টেলিভিশনের অভিনয় ও গান দুই বিভাগ থেকেই ‘নতুন কুঁড়ি’ পুরস্কার পেয়েছিলেন। গান ও অভিনয়ের পাশাপাশি ছবি আঁকার ব্যাপারেও আগ্রহ ছিল তাঁর। শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনের কিছু নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে তাসকিন প্রথম অভিনয় করেন ১৯৯৫ সালে। সেটি ছিল ‘হৃদয় আমার’ ছবিতে আমিন খানের ছোটবেলার চরিত্রে।

এরপর ২০০২ সালে লেখাপড়া করতে অস্ট্রেলিয়া চলে যান তিনি। এর মধ্যে কিছু টেলিছবিতে কাজ করেছেন। ২০১৪ সালে তিনি প্রথম অভিনয় করেন ‘আদি’ ছবিতে। পরে ২০১৫ সালে ‘মৃত্যুপুরী’, ২০১৬ সালে ‘অপারেশন অগ্নিপথ’ ও ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। মজার ব্যাপার হলো, তাঁর কাজ করা শেষ ছবিটি মুক্তি পেয়েছে আগে। আর সেটিই তাঁকে দিয়েছে পরিচিতি। দেশের বাইরে ভারতেও অভিষেক হয়েছে তাসকিনের। ‘সুলতান, দ্য স্যাভিয়ার’ ছবিতে বাংলাদেশি এই অভিনয়শিল্পীর অভিনয় প্রশংসিত হয়।

মিরপুর ডিওএইচএস থেকে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘যদি একদিন’ দেখতে এসেছিলেন নওমি ফারজানা। তাসকিনের অভিনীত প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ও তিনি বন্ধুদের সঙ্গে দেখেছিলেন একই প্রেক্ষাগৃহে। বললেন, ‘প্রথম সিনেমা দেখেই তাঁর ভক্ত হয়ে যাই। তাঁর লুক যেমন, অভিনয়ও অসাধারণ! চরিত্রের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নেন। এই ছবিতেও তাঁর অভিনয় দেখে মন ভরেছে। প্রথম সিনেমায়ও তাঁর এন্ট্রি ছিল হাফ টাইমের পর, এই ছবিতেও তাই। কিন্তু হাফ টাইমের পর এসে নিজেকে পুরোটা ছবির অন্যতম অংশ করে নিয়েছেন।’

প্রেক্ষাগৃহে ‘যদি একদিন’ দেখার পর মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী রুনা খান ফেসবুকে লিখেছেন, ‘“ঢাকা অ্যাটাক” সিনেমায় মুগ্ধ হয়েছিলাম তাসকিনকে দেখে। এই ছবি দেখেও হলাম।’ রুনা খান আরও বলেন, ‘বাবা-মেয়ের ভালোবাসার গল্প, বন্ধুত্বের গল্প, প্রেমের গল্প—‘“যদি একদিন”। সুন্দর নির্মাণ, গল্পের উপস্থাপনে দারুণভাবে সফল, চিত্রায়ণ, গান, সবার অভিনয় দারুণ লেগেছে।’

সিনেমায় তাসকিনের শুরুটা খল চরিত্রের অভিনেতা হিসেবে। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার কারণেই তাঁর মতো একজন শক্তিশালী অভিনয়শিল্পী পেয়েছে বলে মত দেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট অনেকে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘হাফ টাইমের পর এসেছে তো কী হয়েছে! আসার পর তো পুরো গল্পের মোড় ঘুরে যায়। তাসকিন বরাবরের মতো তাঁর চমৎকার অভিনয় দিয়ে মন জয় করেছেন। মনেই হয়নি হাফ টাইমের পর এসেছেন। বারবার মনে হবে, পুরো গল্পেই তো জেমি চরিত্রের আধিপত্য। শুধু খল চরিত্রে নয়, স্যাড-রোমান্টিক এবং আবেগঘন দৃশ্যেও তাসকিনের অভিনয় দারুণ লেগেছে।’

গত শুক্রবার ঢাকাসহ দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’। ছবির মুক্তি উপলক্ষে সেদিন সকালে কলকাতা থেকে ঢাকায় আসেন নায়িকা শ্রাবন্তী। পরদিন প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন তিনি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় তিনি কলকাতায় চলে যান। ‘যদি একদিন’ চলচ্চিত্রের অন্য অভিনয়শিল্পীরা হলেন তাসকিন, সাবেরী আলম, রানী আহাদ, ফখরুল বাশার মাসুম, রাইসা, মিলি বাশার, আনন্দ খালেদসহ অনেকে। এই সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তাহসান, হৃদয় খান, কোনাল, ইমরান, পড়শি, ফাহাদ ও আনিসা। ছবির আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ। গানের সংগীত পরিচালনা করেছেন ইমরান ও নাভেদ পারভেজ।

ক্রিকেট

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিনটি বাংলাদেশ দলের জন্য ছিল পরীক্ষার মতো। আগের দিনই ধারণা করা হচ্ছিল ...

ব্রেকিং নিউজ: বিশাল মূল্যে আইপিএল নিলাম থেকে দল পেলেন বাংলাদেশ ৩ তারকা ক্রিকেটার

ব্রেকিং নিউজ: বিশাল মূল্যে আইপিএল নিলাম থেকে দল পেলেন বাংলাদেশ ৩ তারকা ক্রিকেটার

আইপিএল ২০২৫-এর মেগা নিলামে প্রত্যাশা ছিল যে ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার বড় মূল্য পাবেন, ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে