| ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেলে ডা. দেবী শেঠী

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ মার্চ ০৪ ১৪:১১:৫৩
কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেলে ডা. দেবী শেঠী

বঙ্গবন্ধু মেডিকেলের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা. শেঠীকে স্বাগত জানান। তারপর তারা সরাসরি বঙ্গবন্ধু মেডিকেলে যান।

অধ্যাপক ডা. হারিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব দেখে কার্ডিয়াক সার্জন হিসেবে তিনি তার মতামত জানাবেন।”

ভারতের নারায়ণ ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠীর ১৫ হাজারের বেশি অস্ত্রোপচার করার অভিজ্ঞতা রয়েছে। স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচিত এই চিকিৎসককে ২০১২ সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত করে ভারত সরকার।

এদিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যে চিকিৎসক দলটি ঢাকায় এসেছিল, তারাও এখন বঙ্গবন্ধু মেডিকেলে রয়েছেন। তাদের মধ্যে একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ, একজন পুষ্টিবিদ একজন নার্স ও একজন টেকনিশিয়ান রয়েছেন।

রোববার সকাল থেকে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তাকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে।

এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়লে স্টেন্টিংয়ের মাধ্যমে একটি অপসারণ করেন চিকিৎসকরা। তার অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও সঙ্কট কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কাদেরকে দেখতে সোমবার সকালে বঙ্গবন্ধু মেডিকেলে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডা. দেবী শেঠীসহ বিশেষজ্ঞদের সঙ্গে বসেই মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে।

কাদেরকে এখন সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “মেডিকেল বোর্ড পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। আপনাদের পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে উনাকে বিদেশে নেওয়া হবে কি হবে না।”

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সাধারণ সম্পাদকের চেতনা ‘পুরোপুরি ফিরেছে’।

“উনি কথা বলছেন। উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সব বিবেচনা করে ঠিক করবেন লাইফ সাপোর্ট কখন খোলা হবে।”

ওবায়দুল কাদেরের চিকিৎসায় বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ রোববারই একটি মেডিকেল বোর্ড গঠন করে।

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসানের নেতৃত্বে এই বোর্ডে রয়েছেন প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক হারিসুল হক, অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ চৌধুরী, অ্যানেস্থেশিয়া বিভাগের অধ্যাপক দেবব্রত ভৌমিক, অধ্যাপক একেএম আক্তারুজ্জামান, কার্ডিও সার্জারি বিভাগের অধ্যাপক মো. রেজওয়ানুল হক, অধ্যাপক অসিত বরণ অধিকারী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক কামরুল হাসান ও তানিয়া সাজ্জাদ ।

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা

নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা

কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেরাথ সাফ জানিয়ে দেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। চড় মারার ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে