দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় একটিও ভোট পড়েনি
উত্তর সিটি করপোরেশনের বনশ্রী ও পূর্ব রামপুরা এলাকার নারী ভোটারদের তিনটি কেন্দ্রে আড়াই ঘণ্টায়ও কোনও ভোট পড়েনি। হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে এই তিনটি কেন্দ্র ঘুরে দেখা যায় কোনও ভোটার নেই।
সকালে কেন্দ্র ১ এ কল্যাণী রানী নামের একজন ভোট দিতে আসেন। তবে ভোটার লিস্টের সঙ্গে তার নামের মিল না থাকায় তিনি ভোট দিতে পারেননি। এই কেন্দ্রের ভোটার ৩১৫৭ জন। এটি ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন। সেখানে বুথ ৫টা।
প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভোটার না থাকার বিষয়টা হতাশাজনক বলতেই হবে। একদিনের সাধারণ ছুটিসহ তিনদিন ছুটি হওয়ায় সম্ভবত লোকজন ঢাকার বাইরে চলে গেছে বলে ধারণা করছি। নারীরা ঘরের কাজ শেষে দুপুরের দিকে আসতে পারে বলেও আশা করছি।’
এই কেন্দ্রে আতিকুলের পোলিং এজেন্ট শামসুল আলম জানান, ‘আমার সঙ্গের ফোনে অনেক ভোটারের কথা হয়েছে। তারা জানিয়েছেন দুপুরে ভোট দিতে আসবেন।’
কেন্দ্র ২ এ ভোটার ৩১৪৪ জন। প্রিজাইডিং অফিসার তায়েবুর রহমান জানান, 'এই কেন্দ্রে বেলা সাড়ে ১০টা পর্যন্ত একটাও ভোট পড়েনি।'
কেন্দ্র ৩ এ ভোটার সংখ্যা ৩১৭১ জন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান বলেন, ‘সার্বিক অবস্থা ভালো।’ ব্যালট বাক্সে কোনও ব্যালট না থাকলেও তিনি বলেন, ‘ভোট পড়ছে’। কয়টা ভোট পড়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটা এখনই বলা যাবে না।’
এদিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে চারটি ভোটকেন্দ্র প্রথম দুই ঘণ্টায় একটিও ভোট পড়তে দেখা যায়নি। চারটি ভোটকেন্দ্রে ভোটার রয়েছে ১১ হাজার ১২৩ জন।
৯৫৯ নম্বর মহিলা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রকাশ কুমার দাস জানান, ‘এখানে দুই ঘণ্টায় একটি ভোটও পড়েনি।’
৯৬১ নং পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইকরামুল হোসেন জানান প্রথম দুই ঘণ্টায় কোনও ভোট পড়েনি কিন্তু পরে ১০ থেকে ১২টি ভোট পড়েছে।’
৯৬২ নং পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবু সাঈম জানান তার এখানে কমবেশি পঞ্চাশটির মতো ভোট পড়েছে।
অন্যদিকে ৯৬০ নং পুরুষ ভোট কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, ‘তার এখানে প্রায় শ'খানেক ভোট পড়েছে। সকালে আবহাওয়া খারাপ থাকায় ভোটাররা ভোটকেন্দ্রে আসেনি। এখন যেহেতু এখন রোদ উঠছে আশা করছি আরও লোকজন আসবে ভোট দিতে আসবে।’
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে (সম্প্রসারিত) ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা উত্তরের মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি)।
ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটির ১৮টি সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ২৪ জন প্রার্থী রয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। এ সিটিতে ভোটকেন্দ্র একহাজার ২৯৫টি ও ভোটকক্ষ ছয় হাজার ৪৮২টি। ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন ও নারী ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন। উত্তরে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন। এ সিটির ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পরে উপনির্বাচনও হচ্ছে বৃহস্পতিবার। এই পদে সাত জন প্রার্থী রয়েছেন।
সুত্রঃ বাংলাট্রিবিউন
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 নিলাম শেষ হওয়ার দুই দিন পর মুস্তাফিজের উদ্দেশ্যে বার্তা পাঠালো চেন্নাই
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ