| ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

এবারে ব্যালন ডি’অর প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদের দেখছের রোনালদো

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ২৫ ১৩:৩৪:২৮
এবারে ব্যালন ডি’অর প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদের দেখছের রোনালদো

সেক্ষেত্রে ব্যালন ডি'অর জয়ে লড়াইটা হবে কাদের মধ্যে? এমন প্রশ্নই ফুটবলপ্রেমীদের। দৌড়ে এগিয়ে থাকা রোনালদো কী ভাবছেন? তিনি এবার চার ফুটবলারের সঙ্গে নিজের লড়াইটা দেখছেন।

সেই চার ফুটবলার কারা? বার্সেলোনার দুই তারকা- লিওনেল মেসি ও নেইমার, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি, আর জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। ব্যালন ডি'অর লড়াইয়ে এই চার প্রতিদ্বন্দ্বীকে দেখছেন রোনালদো।

গতবছর বড় দুটি শিরোপা জেতা ক্রিস্তিয়ানো রোনালদো পেয়েছিলেন ব্যালন ডি’অর। বছর জুড়ে ব্যক্তিগত দারুণ পারফরম্যান্স এবং ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্যের মুকুট পরা পর্তুগিজ ফরোয়ার্ড চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন প্রবল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লিওনেল মেসিকে হারিয়ে।

বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকদের ভোটে সবাইকে পিছনে ফেলে পুরস্কারটি জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা।

এর আগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন ৩১ বছর বয়সী রোনালদো।

তবে এবারও মেসির সঙ্গে লড়াইটা বেশি হবে। স্বীকার করে রোনালদো বলেন, ‘অবশ্যই সব সময়ই দুজনের মধ্যে (আমি এবং মেসি) লড়াইটা হয়ে আসছে। এবারও হয়তো...। তবে আমি মনে করি, লড়াইয়ে থাকছে নেইমার, লেভানদোস্কি, হিগুয়াইনও।’রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আবার জিতেছেন স্প্যানিশ লা লিগাও। বড় দুটি শিরোপা জয়ের পর ব্যালন ডি'অর জয়ের দৌড়ে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। এটা বলার অপেক্ষা রাখে না।

তবে ভোটাভুটির ব্যাপারটাও থেকে যায়। সেক্ষেত্রে ব্যালন ডি'অর জয়ে লড়াইটা হবে কাদের মধ্যে? এমন প্রশ্নই ফুটবলপ্রেমীদের। দৌড়ে এগিয়ে থাকা রোনালদো কী ভাবছেন? তিনি এবার চার ফুটবলারের সঙ্গে নিজের লড়াইটা দেখছেন।

সেই চার ফুটবলার কারা? বার্সেলোনার দুই তারকা- লিওনেল মেসি ও নেইমার, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি, আর জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। ব্যালন ডি'অর লড়াইয়ে এই চার প্রতিদ্বন্দ্বীকে দেখছেন রোনালদো।

গতবছর বড় দুটি শিরোপা জেতা ক্রিস্তিয়ানো রোনালদো পেয়েছিলেন ব্যালন ডি’অর। বছর জুড়ে ব্যক্তিগত দারুণ পারফরম্যান্স এবং ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্যের মুকুট পরা পর্তুগিজ ফরোয়ার্ড চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন প্রবল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লিওনেল মেসিকে হারিয়ে।

বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকদের ভোটে সবাইকে পিছনে ফেলে পুরস্কারটি জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা।

এর আগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন ৩১ বছর বয়সী রোনালদো।

তবে এবারও মেসির সঙ্গে লড়াইটা বেশি হবে। স্বীকার করে রোনালদো বলেন, ‘অবশ্যই সব সময়ই দুজনের মধ্যে (আমি এবং মেসি) লড়াইটা হয়ে আসছে। এবারও হয়তো...। তবে আমি মনে করি, লড়াইয়ে থাকছে নেইমার, লেভানদোস্কি, হিগুয়াইনও।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে