| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

‘লিভ টুগেদার’এ মেতেছে বলিউড

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ জানুয়ারি ৩০ ১১:৪১:৪৮
‘লিভ টুগেদার’এ মেতেছে বলিউড

বলিউডের ছবিতে সর্বপ্রথম ‘লিভ টুগেদার’ দেখানো হয়েছিল ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘সালাম নমস্তে’ ছবিতে। এই ছবিতে দেখা যায় অস্ট্রেলিয়ায় থাকা দুই ভারতীয় তরুণ-তরুণী বিয়ে না করে একসঙ্গে থাকছেন। শুধু তা-ই নয়, এক সময় সন্তানও নেন তারা। পরবর্তীতে সন্তানসহ দু’জন বিয়ের সিদ্ধান্ত নেন। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও প্রীতি জিনতা। সে সময় ভারতে এ ধরণের গল্পের ছবি খুবই স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচনা করা হতো।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়েক আপ সিড’ ছবিতে লিভ টুগেদার দেখানো হয়েছিল কিছুটা ভিন্ন আঙ্গিকে। এই ছবির মূল দুই চরিত্র রণবীর কাপুর ও কঙ্কনা সেন শর্মা। উচ্চবিত্ত পরিবারের এই দু’জন এক সময় বাড়ি ছেড়ে বাইরে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। তবে সেটা প্রেমিক-প্রেমিকা হিসেবে নয়, বরং বন্ধু হিসেবে। কিন্তু এক সময় এই সম্পর্ক বন্ধুত্ব ছাপিয়ে প্রেমের দিকে গড়ায়। এই ছবির মাধ্যমে মুলত উচ্চবিত্ত পরিবারের শহুরে তরুণ-তরুণীদের চালচিত্র দেখিয়েছেন পরিচালক অয়ন মুখার্জী।

‘ওয়েক আপ সিড’ এর তিন বছর পর ২০১২ সালে মুক্তি পায় সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ছবি ‘ককটেল’। এই ছবিটিও গড়ে উঠেছে লন্ডনে থাকা তিন ভারতীয় তরুণ-তরুণীর লিভ টুগেদারের গল্প নিয়ে। শুরুতে সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে থাকতে দেখা যায়। এরপর প্লেবয় ইমেজের সাইফের সঙ্গে পরিচয় হয় ডায়ানা পেন্টির। স্বামীর কাছ থেকে বিতাড়িত ডায়ানাকে লন্ডনে নিজ গৃহে আশ্রয় দেয় সাইফ। আর সেখান থেকেই শুরু হয় ত্রিমুখী প্রেমের জটিলতা।

‘যশরাজ ফিল্মস’-এর ব্যানারে ২০১৩ সালে মুক্তি পায় ‘শুদ্ধ দেশি রোমান্স’। এই ছবিতে দেখানো হয় কিভাবে ‘লিভ ইন’ সম্পর্ক শহরের উচ্চবিত্ত পরিবার থেকে মফস্বলের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মধ্যে প্রভাব বিস্তার করে। ছবিতে জয়পুরের বাসিন্দা সুশান্ত সিং রাজপুত বিয়ে করবেন বলে পরিকল্পনা করেন। সেই সূত্রে তার পরিচয় হয় স্বাধীনচেতা মেয়ে পরিনিতি চোপড়ার সঙ্গে। এক সময় তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে না করে তাঁরা একসঙ্গে থাকা শুরু করেন। ছবির শেষ পর্যন্ত তাঁদেরকে বিয়ে না করেও একসঙ্গে থাকতে দেখা যায়।

‘লিভ ইন’ সম্পর্কের আরও একটি ব্যতিক্রমধর্মী ছবি ‘ওকে জানু’। এই ছবির মাধ্যমে মুলত বিয়ে ও বিয়ে বহির্ভূত সম্পর্কের তুলনা দেখিয়েছেন পরিচালক সাদ আলী। ছবিতে আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এক সময় তারা ক্যারিয়ার প্রতিষ্ঠা করার অজুহাত দেখিয়ে বিয়ে ছাড়া একই ছাদের নিচে বসবাস করা শুরু করেন। তাদের ওই বাড়ির মালিক আবার বয়স্ক দম্পতি। এক সময় শ্রদ্ধা কাপুর তার ব্যবসায়িক কাজে আদির কাছ থেকে আলাদা হয়ে পড়েন। দুজনের মধ্যেই এক ধরণের শুন্যতা অনুভব হতে শুরু করে। এদিকে বাড়ির বয়স্ক দম্পতির একে অপরের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ দেখে আদির বোধোদয় ঘটে। এরপর তাঁরা বিয়ে করেন এবং নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। সূত্রঃ বলিউড হাঙ্গামা

ক্রিকেট

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনের নিলামে তোলা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। প্রথম দিনের ...

এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল

এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল

বাংলাদেশের উদীয়মান স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের জন্য সুখবর এসেছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে