| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

'বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? বাবা কি দুষ্টু?'

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ২৪ ১৬:২৮:৫০
'বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? বাবা কি দুষ্টু?'

তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে দায়ের করা আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সাজুর করা সেই মামলায় জামিন আবেদন নামঞ্জুরের পর কপালে জুটেছে দুই ঘণ্টার হাজতবাস। এছাড়া তাকে পুলিশ ধরে নেয়ার ছবি গণমাধ্যমে প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা হয়েছে ভাইরাল।

এসব ছবি দেখে তারিক সালমনের একমাত্র সন্তান ঈশান তার মাকে প্রশ্ন করেছে, 'বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? বাবা কি দুষ্টু?'

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ছেলের এ প্রশ্নের কথা তুলে ধরে ইউএনও তারিক সালমন।

স্ট্যাটাসে তিনি জানান, তার স্ত্রী সন্তানকে এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। তারা উত্তরটি খুঁজছেন।

যে প্রশ্নের উত্তর পায়নি ঈশান শিরোনামে দেয়া ফেসবুক স্ট্যাটাসে তারিক সালমন লেখেন, ওর নাম রেখেছি 'তরুণ ঈশান'। নজরুলের কবিতা থেকে। আমার একমাত্র সন্তান। বয়স পাঁচ ছুঁই-ছুঁই। সে একটা প্রশ্ন করেছে তার মাকে। সেই প্রশ্নের উত্তর এখনো পায়নি সে।

টিভিপর্দায় সে দেখেছে যে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সে জানে, পুলিশ দুষ্টু লোকদেরই ধরে শুধু (কারণ সে মাঝেমধ্যে 'ক্রাইম পেট্রল' দেখে সনি আট চ্যানেলে)।

ঈশান জিজ্ঞাসা করেছে তার মাকে, 'আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? বাবা কি দুষ্টু?। ' তনু, আমার স্ত্রী, এই প্রশ্নটির জবাব দিতে পারেনি তার ছেলেকে এখনো। এই প্রশ্নের উত্তরটি আমরা খুঁজছি।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের আঁকা ছবি দিয়ে স্বাধীনতা দিবসের কার্ড করার ঘোষণা দেন আগৈলঝড়ার তৎকালীন ইউএনও গাজী তারেক সালমন। সেখানে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীর ছবি কার্ডের প্রথম ও শেষ পিঠে ব্যবহার করা হয়।

এরপর বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সাজু কার্ডে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃত’ করে উপস্থাপনের অভিযোগে ওই ইউএনওর বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করেন।

এই মামলায় তারিক সালমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক সমালোচনা হলে দুই ঘণ্টার পর তার জামিন মঞ্জুর করা হয়। এরপরই এ নিয়ে হৈচৈ পড়ে যায়। প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ায় বিষয়টি। পরে মামলাকারী আওয়ামী লীগ নেতা সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তিনিও ইউএনও’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের: দ্বিতীয় সেশনে লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের: দ্বিতীয় সেশনে লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় সেশন শেষে ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে