| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ছেলেকে টপকে গেলেন মা-খালা

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ২৩ ২০:৪৪:২৪
ছেলেকে টপকে গেলেন মা-খালা

রুহুল আমিনের ছেলে রাকিব আমিন চলতি বছরে কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রেড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে সে জিপিএ ৩.৬৭ পেয়ে পাস করেছে।

তবে তার মা শাহানাজ বেগমের ক্ষেত্রে ঘটেছে চমকপ্রদ ঘটনা। ২২ বছর আগে কলেজ ত্যাগ করা মা এবার নাটোর মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বসেছিলেন। তিনি অর্জন করেছেন জিপিএ-৪.৮৩। যা ছেলের ফলাফলের চেয়েও উজ্জ্বল।

অন্যদিকে, রাকিব আমিনের খালা মমতা হেনা একই কলেজে কম্পিউটার অপারেশন ট্রেডে ভর্তি হন শাহনাজ বেগমের ব্যাচেই। চলতি বছরে তিনিও এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে তিনি অর্জন করেছেন জিপিএ-৪.৮৮।

মা খালার এই ফলাফলে লজ্জিত হওয়ার চেয়ে দারুণ খুশি রাকিব। তাই ফলাফল পেয়েই সে মা-খালার মুখে মিষ্টি তুলে দেয়। মা খালাও ছেলেকে টপকাতে পেরে দারুণ খুশি।

এদিকে, একই পরিবারের তিনজনকে পাস করতে দেখে চমকে গেছেন অনেকেই। ফলাফল ঘোষণার পরপরই তাই তাদের একনজর দেখতে অনেকেই ভিড় করেন শহরের মলিকহাটি এলাকার রুহুল আমিনের বাড়িতে।

পরিবার সূত্রমতে, ১৯৯৫ সালে এসএসসি পাস করার পর রুহুল আমিনের সঙ্গে বিয়ে হয় শাহানাজ বেগমের। এরপর আর পড়াশোনা করায় হয়নি। বর্তমানে তিনি এক ছেলে ও মেয়ের মা। তবে সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে আবারো পড়াশোনার প্রতি টান অনুভব করেন শাহানাজ বেগম। তাই ২২ বছর পর ভর্তি হন নাটোর মহিলা কলেজে।

এদিকে, শাহনাজ বেগমের ফুপাতো বোন মমতা হেনা যখন দেখলেন তার মামাতো বোন এতোদিন পর ফের পড়াশোনা শুরু করেছেন, তখন তিনিও শুরু করলেন পড়াশোনা। ১৯৯৩ সালে এসএসসি পাস করে গৃহবধূ হওয়ার পর হাতে বই ধরা হয়নি গেল ২৪ বছর ধরে। দুই বোনই কম্পিউটার অপারেশন ট্রেডে ভর্তি হয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

মায়ের ভালো ফলাফলে খুব খুশি ছেলে রাকিব জানায়, অর্থিক সমস্যার কারণে তার তিনটি বই কেনা হয়নি। ধার করতে হয়েছে অন্যদের থেকে। তার চেয়ে ভালো রেজাল্ট করলেও কোনো কষ্ট নেই বরং আনন্দ এজন্য যে, তার মা ও খালা এতকিছুর পরও প্রমাণ করতে পেরেছেন, ইচ্ছা থাকলেই করা যায় যে কোনো কিছু।

মা শাহনাজ বেগম বললেন, এই ফলাফলের নেপথ্যে কাজ করেছে তার ইচ্ছাশক্তি। দুই সন্তানের পর নিজের পড়ালেখার খরচ চালানোর সামর্থ্য আমার ছিলো না। এগিয়ে আসেন বাবা ও ভাই। পড়াশোনার জন্য বই দেন ভাই, ফরম পূরণের টাকা দেন বাবা। স্বামী দিয়েছেন অনুপ্রেরণা। এভাবেই আমার আজকের ফলাফল।

খালা মমতা হেনা খুশিতে কেঁদে ফেলে বলেন, ‘নতুন করে পড়াশোনা করতে গিয়ে উৎসাহ পেয়েছি আমার ভাই ও মেয়ের থেকে। আর বাকিরা করেছে উপহাস বিদ্রুপ। পড়তে গিয়ে আর্থিক টানাপোড়েন পোহাতে হয়েছে প্রচুর। নতুন বই কিনতে পারিনি, পুরাতন বই কিনেছি। দুই বোন মিলে একসেট বই কিনে পড়েছি। বড় মেয়ের টাকায় ফরম পূরণ করেছি।

মমতা হেনার মেযে সুরাইয়া সূচি বলেন, গত বছর আমি এইচএসসি পাস করার পর আমার মাকে আবারও পড়তে বলি। কেননা আমি যখন মায়ের গর্ভে তখন আমার জন্য তিনি পড়ালেখা ছেড়েছিলে। আজ আমার মায়ের জন্য আমরা গর্বিত।

মেয়ে ও নাতির ভালো ফলাফলের সংবাদে খুশি শাহানাজ বেগমের বাবা হাজী শাহজাহান আলী বলেন, জীবন সায়াহ্নে এসে এমন ঘটনা তাকে গর্বিত করেছে।

স্ত্রী-সন্তানের ফলাফলে খুশি রহুল আমিন বলেন,‘একজন স্বামী ও বাবা হিসেবে আমি গর্বিত। ছেলের সঙ্গে মায়ের পড়ার সময় অবাক হয়েছিলাম। ভাবনা ছিল পারবে কি না। অথচ সব শঙ্কা দূর করে আর দশজনের মত রাকিবের মাও ভালো ফলাফল নিয়ে পাস করলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে